দাদা আপনার ছোটবেলার বনভোজনের পোস্টটি পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও বান্ধবীরা সবাই মিলে ছোটখাটো বনভোজন করতাম। সত্যি তখনকার বনভোজন খুবই মজার হত। তবে দাদা আপনাদের বনভোজনে অনেক কিছু খাওয়া দাওয়া হত। আমরা কিন্তু বনভোজনে এতকিছু খেতাম না দাদা। আমরা সবাই সবার বাসা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল নিয়ে এসে মাটির চুলায় খিচুড়ি রান্না করে খেতাম। সেই খিচুড়ি খেতে যে কি মজা লাগতো। সে দিনগুলো সত্যিই অনেক আনন্দের ছিল। সত্যি দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেকদিন পর সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেওয়ার জন্য।