১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি || টার্গেট ডিসেম্বর সিজন - ২ || প্রতিযোগিতা-১ || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

received_1019458651967592.webp

আজকে আমি আপনাদের মাঝে পাওয়ার আপ এর গুরুত্ব নিয়ে কিছু কথা বলতে আসছি আশা করি আপনারা বুঝতে পারবেন, আমি এখন পর্যন্ত স্টিমের যতটুকু জানতে এবং বুঝতে পেরেছি তাতে আমি বুঝেছি স্টিমের পাওয়ার বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারন পাওয়ারি হচ্ছে আপনার সক্ষমতা যার পাওয়ার যত বেশি তার সক্ষমতা তত বেশি তাই আমি মনে করি প্রত্যেকেরই পাওয়ার বৃদ্ধি করা উচিত, আসুন আমরা সকলে পাওয়ার বৃদ্ধি করার মধ্য দিয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করি।

তাই আজকে আপনাদের সামনে টার্গেট ডিসেম্বর সিজন-২ পাওয়ার আপ এর ১০০ স্টিম পাওয়ার আপ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত।
এজন্য আমি @rex-sumon ভাইকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আজকে আমি আমার পাওয়ার বৃদ্ধির মাধ্যমে আমার সক্ষমতা বৃদ্ধি করেছি আমার মোট ৭০০.৯৪৪ স্টিম পাওয়ার হয়েছে। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো পাওয়ার বৃদ্ধি করার জন্য।


পাওয়ার বৃদ্ধি করার আগে ৬০০.৯৪০ স্টিম পাওয়ার ছিলো।

20220119_182807.jpg


এর পর ১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম।

20220119_182740.jpg


১০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করার পর সর্ব মোট ৭০০.৯৪৪ স্টিম পাওয়ার হয়েছে।

20220119_182702.jpg


আশা করি আমার পোস্টটি দেখে অনেকেই পাওয়ার বৃদ্ধি করার জন্য চেষ্টা করবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 4 years ago 

➡️ ওয়াও আপনি তো অনেক স্টিম পাওয়ার আপ করেছেন। এভাবে পাওয়ার আপ করলে তো আপনি ডলফিন হয়ে যাবেন। আপনি অনেক বেশি স্টিম পাওয়ার আপ করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনি খুবই ভাল একটি উদ্যোগ নিয়েছেন। আমাদের সকলেরই আসলে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত ।আমিও আজকে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

সক্ষমতা বৃদ্ধি করে
এগিয়ে যাও তুমি
সফলতা দেবে ধরা
দিয়ে যাবে চুমি

এমনি করে এগিয়ে যাও
শুভ কামনা করি
একি নদীর মাঝি মোরা
একই বৈঠা ধরি
♥♥

 4 years ago 

আপু অনেক সুন্দর কবিতা লিখে আমাকে উৎসাহিত করলেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা লিখার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

পাওয়ার আপ মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি। আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে খুব ভালো লাগলো। আমি এই সপ্তাহে ১২২ স্টিম পাওয়ার আপ করেছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

বাহ আপনি গুটি গুটি করে আপনার অ্যাকাউন্টের সক্ষমতা বৃদ্ধি করছে দেখে অনেক ভালো লাগলো। এভাবেই গুটি গুটি পায়ে আপনি একদিন আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য।

 4 years ago 

মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

পাওয়ার আপ করার মাধ্যমে আপনি আপনার নিজের সক্ষমতা বৃদ্ধি করুন আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনি পাওয়ার আপ করে অনেক ভালো একটি কাজ করেছেন। কারণ পাওয়ার আপ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করলে আমাদের নিজেদের শক্তি বৃদ্ধি পায়। এভাবে পাওয়ার আপ করতে করতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন এ জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

দারুন। দারুন।
খুব ভালো লাগলো আপনার পাওয়ার আপ দেখে 💐
আপনার পাওয়ার আপ পোস্ট দেখে ছুটে এলাম উৎসাহ দিতে। আমি মনে করি কেউ পাওয়ার আপ করা মানে আমরা একটু একটু করে এগিয়ে গেলাম।
শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে 🥀
এগিয়ে যান ✨

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর এভাবেই সব সময় পাশে থাকবেন আশা করি।

 4 years ago 

একাউন্টঃ @sshifa
পাওয়ার বৃদ্ধিঃ =16.6667%

Coin Marketplace

STEEM 0.07
TRX 0.29
JST 0.034
BTC 101522.55
ETH 3314.55
USDT 1.00
SBD 0.52