DIY - এসো নিজে করি : একটি বাল্ব এর ভিতর কিছু উড়ন্ত প্রজাপতির চিত্রাংকন || ১০% 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটি বাল্ব এর ভিতর কিছু উড়ন্ত প্রজাপ্রতির চিত্রাংকন। আশা করি আজকের চিত্রাংকনটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এ আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।


20211015_230903.jpg


আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কম্পাস
  • পেন্সিল কাটার
  • কালো মার্কার

20211003_200418.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে একটি চতুর্ভুজ আর্ট করলাম।

20211015_204622.jpg

ধাপ - ২

  • এরপর চতুর্ভুজটির নিচে পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত আর্ট করলাম।

20211015_204650.jpg

ধাপ - ৩

  • এরপর চতুর্ভুজটির উপরে বাল্বের কিছু অংশ আর্ট করলাম। এবং চতুর্ভুজটির সাথে বৃত্তটি দুই পাশে দুটো দাগ দিয়ে যুক্ত করে দিলাম।

20211015_205338.jpg

ধাপ - ৪

  • এরপর চতুর্ভুজ মাঝখানে এবং নিচের অংশে দাগ গুলো মুছে একটু ডিজাইন করে বাল্ব এর উপরের অংশ আর্ট করলাম। এবং বৃত্তটির উপরের দাগটি মুছে ফেললাম।

20211015_210252.jpg

ধাপ - ৫

  • তারপর এরপর বাল্বের ভিতর কিছু ছোট প্রজাপতি আট করে নিলাম।

20211015_211114.jpg

ধাপ - ৬

  • তারপর পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে প্রজাপ্রতি গুলোর চারপাশে হালকা কালো করে দিলাম।

20211015_221056.jpg

ধাপ - ৭

  • এরপর এরপর বাল্ব এর নিচের অংশটি কাল মার্কার দিয়ে কাল করে দিলাম এবং কিছু ঘাস একে দিলাম।

20211015_222026.jpg

ধাপ - ৮

  • এরপর প্রজাপতি গুলোর মধ্যে হালকা কিছু ডিজাইন করে দিলাম। এবং বাল্ব এর উপরের অংশটি পেন্সিল দিয়ে হালকা কালার করে দিলাম।

20211016_000405.jpg

  • ধাপ - ৯

এরপর কাল মার্কার পেন দিয়ে পুরো আর্টি হালকা একটু কালো করে নিলাম। এবং উপরে ছোট ছোট করে কিছু সাদা দাগ দিয়ে দিলাম।

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্টি সম্পূর্ণ করলাম।

20211015_230903.jpg

20211015_225009.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20211015_232923.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 3 years ago 

সত্যিই সম্পূর্ণ ইউনিক। এসকল ইউনিক চিন্তা ধারা গুলো কি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই।

শুভ হোক আগামীর পথচলা সুন্দর হোক আপনার স্টিমিট অগ্রযাত্রা

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও!
খুব সহজেই এতো সুন্দর এইটি চিত্র ধাপ বাই ধাপ তুলে ধরলে আপু

সত্যি খুব সুন্দর হয়েছে

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপু। বাল্প এর ভেতর প্রজাপতি দিয়ে অনেক সুন্দর একটা কনসেপ্ট তৈরি করেছেন আপনি। সত্যিই ভালো লাগার মতো একটি চিত্র।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে তো সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার চিত্র অংকন অসম্ভব সুন্দর ছিল। বাল্বের মধ্যে প্রজাপতির প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন দেখছি। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি চিত্র অংকন করছেন বাল্বের মধ্যে উরন্ত প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্ট করার জন্য 😊

 3 years ago 

চমৎকার একটি চিত্র অংকন করছেন বাল্বের মধ্যে উরন্ত প্রজাপতি দেখতে খুবই সুন্দর লাগছে।এত সুন্দর এটি ড্রাই আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাল্বের ভেতরে প্রজাপতি বিষয়টি কাল্পনিক হলেও চিএটা খুবই সুন্দর একেছেন। এবং ধাপে ধাপে উপস্থাপনা টাও খুব ভালো করেছেন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

 3 years ago 

আপনার আর্ট কি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সহজেই বাল্ব টা তৈরি দেখিয়েছেন। আর্টটি প্রথমে মনে হচ্ছিল খুব কঠিন। কিন্তু আপনি সুন্দর এবং সহজ করে ধাপ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সহজ ভাবে দেখানোর জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনারা আর্ট অনেক সুন্দর হয়েছে। ধৈর্য ও নিখুঁতভাবে সুন্দর একটি পোষ্ট তৈরি করেছেন। যা সত্যিই প্রশংসনীয়। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন অবিরাম।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি যত সুন্দর গান গাইতে পারেন ঠিক তত সুন্দর ই আপনার হাতের অঙ্কণ। খুব কিউট হয়েছে বাল্বের ভিতর প্রজাপতি গুলো।একদম বাস্তবের মতো লাগছে।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59479.71
ETH 3174.48
USDT 1.00
SBD 2.44