DIY - এসো নিজে করি : চাঁদনী রাতে খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার চিত্রাংকন || ১০% 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি চাঁদনী রাতে খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার চিত্রাংকন করেছি। আশা করি আজকের পেন্সিল আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20220302_124554.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার

20211212_203329.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে কিছু গাছের ডাল এবং পাতা আর্ট করে নিলাম।
20220302_075411.jpg20220302_075830.jpg

ধাপ - ২

  • এরপর স্কেল দিয়ে গাছের ডাল থেকে ঝুলন্ত একটি পাখির খাঁচার কিছুটা অংশ আর্ট করে নিলাম।
20220302_080013.jpg20220302_080411.jpg
20220302_080919.jpg

ধাপ - ৩

  • এরপর আমি খাঁচাটির মধ্যে কিছু দাগ দিয়ে পুরো খাঁচাটি আর্ট করে নিলাম। এবং খাঁচার মধ্যে একটি দরজা আর্ট করে নিলাম।
20220302_081355.jpg20220302_081743.jpg

ধাপ - ৪

  • এরপর খাঁচার পাশে কিছু পাখি আর্ট করে নিলাম।
20220302_081840.jpg20220302_123443.jpg

ধাপ - ৫

  • এরপর আমি একটি গোল সাদা কাগজ কেটে নিলাম। তারপর খাঁচার একপাশে গোল কাগজটি রেখে পাশে পেন্সিলের গুঁড়ো দিয়ে দিলাম।
20220302_083718.jpg20220302_083903.jpg

ধাপ - ৬

  • এরপর গোল কাগজটি এক হাত দিয়ে ধরে রেখে আরেক হাতে টিস্যু নিয়ে পেন্সিলের গুড়া গুলো চারপাশে হালকা করে ঘষে দিলাম। এভাবে আমি খাঁচার এবং পাখির মাঝখানে একটি চাঁদ এবং আকাশ আর্ট করে নিলাম।
20220302_123357.jpg20220302_123019.jpg
20220302_123134.jpg

ধাপ - ৭

  • এরপর আমি পেন্সিল দিয়ে ঘষে পাখিগুলো কালো করে দিলাম। তারপর খাঁচার উপরে যে দাগ আছে সে দাগের মধ্যে গোল গোল দাগ দিয়ে শিকল আর্ট করে নিলাম ।
20220302_122900.jpg20220302_122815.jpg
20220302_122650.jpg

ধাপ - ৮

  • এরপর আমি গাছের ডাল এবং পাতাগুলো পেন্সিল দিয়ে কালো করে নিলাম।
20220302_090515.jpg20220302_091238.jpg
20220302_091600.jpg

শেষ ধাপ

  • তারপর আর্টের নিচে আমার নাম লিখে নিলাম। এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20220302_124554.jpg

20220302_124125.jpg

20220302_123934.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপু, খুবই সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপহার দিলেন। যা দেখতে খুবই ভালো লাগছে। ডাল খাঁচা পাখি খুব নিখুঁতভাবে এঁকেছেন। তা আপনার চিত্রাংকন টি দেখলে বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আবারো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

চাঁদনী রাতে খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার দৃশ্যটি খুব সুন্দর লাগছে ।আপনি খুবই দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আপনার অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।
আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

বাহ চমৎকার একটি চিত্রাংকন করেছেন আপু। আপনার চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে আপনার চিত্রাংকন টি আমার মন ছুয়ে গিয়েছে সত্যিই অসাধারণ ছিল। আপনার উপস্থাপনাও অনেক সুন্দর হয়েছে । ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 3 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

চাঁদনী রাতে খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার চিত্রাঙ্গনটি দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। বিশেষ করে খাঁচাটি ও পাখিটি আমার বেশ ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে,কিছু কিছু চিত্রাংকন করেছেন।আসলেই পাখিকে আাকশে উড়তেই ভালো লাগে খাঁচায় নই।আর কিছু কিছু ছবি পেন্সিলের কালারেই ভালো লাগে।আপনারটাও তেমন ভালো ছিলো।প্রত্যেককে ধাঁধানো সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপনার পেন্সিল দিয়ে আঁকা চিত্রাংকন টি দেখতে খুবই অসাধারণ লাগছে। আপনার আর্টিস্ট খুব ভালো লাগলো আমার কাছে। আপনি খুব দক্ষতার সহকারে সময় নিয়ে এই আর্ট সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 
আপনার চিত্রাঙ্কন দেখে একটা গানের কথা মনে পড়ে গেলো- খাঁচার ভেতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়াবে এটাই স্বাভাবিক। খাঁচার পাখি মুক্ত করে দেওয়াই উচিত। আপনার চিত্রাঙ্কন আমাকে মুগ্ধ করলো। অনেক ধন্যবাদ আপু।
 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

চাঁদনী রাতে খাঁচা থেকে পাখি উড়ে যাওয়ার চিত্রাংকন খুব সুন্দর হয়েছে আপু। পাখিগুলোর খাঁচা এবং পাখিগুলো আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। দৃশ্যটি আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

বাহ আপু অনেক সুন্দর একটি চিত্রাংকন করেছেন দেখি।অনে নিখুঁত ভাবে আপনি চিত্রটি একেছেন এবং উপস্থাপনা করেছেন।অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65