DIY - এসো নিজে করি : সুন্দর একটি চাঁদনী রাতের চিত্রাংকন || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি সুন্দর একটি চাঁদনী রাতের চিত্রাংকন করেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20220105_215621.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • স্কেল
  • পেন্সিল কম্পাস

20211002_203623.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল কোম্পানিতে একটি গোল বৃত্ত আর্ট করলাম।
20220105_195307.jpg20220105_195735.jpg

ধাপ - ২

  • এরপর আমি বৃত্তটি চারপাশে পেন্সিল দিয়ে ঘষে হালকা কালার করে নিলাম।
20220105_195922.jpg20220105_200452.jpg

ধাপ - ৩

  • এরপর এটি টিস্যু পেপার নিয়ে ছোট করে ভাজ করে সুন্দর করে ঘষে পেন্সিলের কালার গুলো চারপাশে মিশিয়ে নিলাম।
20220105_200514.jpg20220105_200521.jpg
20220105_201128.jpg

ধাপ - ৪

  • এরপর আমি স্কেল দিয়ে একটি ল্যাম্পোষ্টের কিছুটা অংশ আর্ট করলাম।
20220105_201341.jpg20220105_201531_mfnr.jpg
20220105_201958_mfnr.jpg

ধাপ - ৫

  • এখানে আমি পুরো ল্যাম্পপোস্টি সুন্দর করে আর্ট করে নিলাম।
20220106_010932.jpg20220106_011009.jpg
20220106_011118.jpg

ধাপ - ৬

  • এরপর আমি একটি গাছের কিছুটা অংশ আর্ট করলাম। এবং পেন্সিল দিয়ে ঘষে গাছটি কালার করে নিলাম।
20220106_011059.jpg20220106_011158.jpg

ধাপ - ৭

  • এরপর গাছটির মধ্যে দুটো পাখি আর্ট করলাম। এবং গাছটির মধ্যে কিছু পাতা আর্ট করে নিলাম।
20220106_011231.jpg20220106_011353.jpg
20220106_070022.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20220105_215621.jpg

20220106_011511.jpg

20220105_215823.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

জাস্ট ওয়াও!! আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চাঁদনি রাতের চিত্রটি আপনি যেভাবে ফুটিয়ে তুলেছেন পেন্সিলের মাধ্যমে, সত্যিই প্রশংসনীয়। আপনি খুবই সহজ পদ্ধতিতে চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো আপু

@sikakon

 3 years ago 

একটা সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

চাঁদনী রাতের সুন্দর একটি পেইন্টিং আপনি আমাদের মাথায় তুলে ধরেছেন দৃশ্যটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে দৃশ্যটি দেখে মন জুড়িয়ে গেল সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন বিষয়টি সম্পর্কে শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি মনে হচ্ছে আপু সুন্দর একটি চাঁদনী রাত দেখতেছি। আপনার এই অঙ্কনটি দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর লাগছে। আপনি খুবই নিখুঁত ভাবে এটা করেছেন সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

  • পাখিগুলো একটি অন্যটির দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে যেন গভীর সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। চাঁদনী রাতে পাখির দুটো ভাবে রয়েছে। আমার কাছে অস্থির লেগেছে পাখির দুটো তাকানোর স্টাইল। আর আপনি খুব ভালো চিত্রাংকন করতে পারেন তা আপনার ছবি দেখেই বুঝা যাচ্ছে। শুভকামনা রইল আপু আপনার জন্য
 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব সুন্দর একটি ড্রইং আমাদের সাথে শেয়ার করেছেন। একদম পুরো আসল চাঁদনী রাতের দৃশ্য এর মতো লাগছে। গাছের ছোট ছোট পাতা এবং পাখি গুলো খুব সুন্দর ভাবে অংকন করেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবং বর্ণনা দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মূল্যবান মন্তব্যটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

সুন্দর একটি চাঁদনী রাতের ছবি আপনি অঙ্কন করেছেন। অংকটি আমার খুব ভালো লেগেছে। আমার চাঁদনী রাত খুব ভালো লাগে আর সেই রাতের ছবি আপনি এত সুন্দর ভাবে ধাপে ধাপে অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন যা দেখে আমি মুগ্ধ হয়েছি। এত সুন্দর একটি অজ্ঞন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপু খুব সুন্দর করে চাঁদনী রাতের দৃশ্য আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আপনার পেন্সিলে আকাঁ আর্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধাপগুলো সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ

 3 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

আপু চাঁদনী রাতে নদীর ধারে বসে গল্প করার মজাই অন্যরকম। আপনি চাঁদনী রাতের ছবিটি অংকন করেছেন তা অনেক সুন্দর হয়েছে। পাখি দুইটি বসে থাকার কারণে চিত্রটি কে আরও আকর্ষণীয় করে তুলতেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। ধন্যবাদ আপু আপনার শুভ কামনা করি যেন এরকম আরো সুন্দর সুন্দর উপর আপনার কাছ থেকে পেতে পারি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

একটি চাঁদনী রাতের চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে আপনার অংকন চিত্রটির প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। আপনার অঙ্কিত এই চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। অনেক সুন্দর একটি চিত্র অংকন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার চাঁদনী রাতের চিত্র অংকন টি আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দেখে চোখ জুড়িয়ে গেছে অসম্ভব সুন্দর ছিল যার প্রশংসা না করে পারলাম না। আপনি বরাবরই অসম্ভব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন। আমাদের সাথে এত সুন্দর চিত্র অংকন শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59908.77
ETH 3191.82
USDT 1.00
SBD 2.43