DIY - এসো নিজে করি : কাগজের দিয়ে তৈরি সুন্দর একটি ওয়ালমেট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি।আশা করি আজকের কাগজের তৈরি ওয়ালমেটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ওয়ালমেট কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20211017_213505.jpg

উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • পেন্সিল
  • স্কেল
  • আঠা
  • কাঁচি

20211017_173145_mfnr.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • একটি কালো কাগজ নিয়ে একি সাইজের ৮টি কাগজ কেটে নিলাম। যেকোনো একটা চিকন লাঠি দিয়ে কাগজটাকে চিকন করে বটে নিলাম এবং আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে সবগুলো কাগজ বটে আটটি লম্বা লাঠির মত করে নিলাম।

FRAME_COLLAGE1634485083120.png

ধাপ - ২

  • এরপর লাঠিগুলো নিয়ে একটি লাঠির উপর আরেকটি লাঠি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। দুইটা দুইটা করে লাগিয়ে একটি ফ্রেম তৈরি করে নিলাম।

FRAME_COLLAGE1634485172242.png

ধাপ - ৩

  • এরপর একটি হলুদ কাগজ নিয়ে ৭×৭ সে.মি সাইজের অনেকগুলো কাগজ কেটে নিলাম। এপার একটি চারকোনা কাগজ নিয়ে মাঝখান বরাবর একটি ভাজ দিলাম। এরপরও আবার মাঝখান বরাবর আরেকটি ভাজ দিয়ে দিলাম।

FRAME_COLLAGE1634485249308.png

ধাপ - ৪

  • এরপর একে একে সবগুলো ভাজ দিয়ে দিলাম।নিচের ছবিতে দেওয়া আছে কিভাবে ভাঁজ গুলো দিয়েছি ।

FRAME_COLLAGE1634485356738.png

ধাপ - ৫

  • শেষের ভাজের বাড়তি কাগজ টুকু কেটে দিলাম। এরপর একটা ভাঁজ খুলে পেন্সিল দিয়ে একটি পাতা একে নিলাম। এবং দাগ অনুযায়ী কেটে নিলাম।

FRAME_COLLAGE1634485550076.png

ধাপ - ৬

  • এরপর ভাঁজ খুললেই তৈরি হয়ে গেল সুন্দর একটি ফুল এভাবে সবগুলো ফুল কেটে নিলাম। প্রত্যেকটি পাতার মাঝখানে স্কেল দিয়ে ভাজ করে নিলাম। সবগুলো ফুল ভাঁজ করে নিলাম।

FRAME_COLLAGE1634485614516.png

ধাপ - ৭

  • এরপর ফুলের মাঝখানে কলির জন্য একটি কালো কাগজ নিয়ে মাঝখান দিয়ে বটে চিকন করে মোট ৬ টি কাগজ কেটে নিলাম। এবং কাগজগুলোর একপাশে চিকন চিকন করে পুরো কাগজটা কেটে নিলাম এভাবে সবগুলো কাগজ কেটে নিলাম। এবং একটি কাগজ হাতে নিয়ে আস্তে আস্তে করে বটে শেষের অংশটুকুর মধ্যে আঠা লাগিয়ে নিলাম।

FRAME_COLLAGE1634485649257.png

ধাপ - ৮

  • আঠা লাগানোর পর ভালো করে হাত দিয়ে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল একটি ফুলের কলি এভাবে আমি ৬টি ফুলের কলি তৈরী করে নিলাম।

FRAME_COLLAGE1634485730268.png

ধাপ - ৯

  • এরপর একটি ফুলের উপরে আরেকটি ফুল দিয়ে আঠা লাগিয়ে জড়িয়ে দিলাম এভাবে চারটি ফুল একসাথে জড়িয়ে সুন্দর একটি ফুল তৈরি করে নিলাম।

FRAME_COLLAGE1634485874571.png

ধাপ - ১০

  • এরপরে ফুলের মাঝখান বরাবর কাল কাগজের কলি গুলো আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুন্দর একটি সূর্যমুখী ফুল আর এভাবেই আমি ৬টি ফুল তৈরি করে নিলাম।

FRAME_COLLAGE1634485938672.png

ধাপ - ১১

  • এরপর একটি ফুল হাতে নিয়ে ফুলের উল্টো পিঠে আঠা লাগিয়ে দিলাম এবংওয়ালমেট তৈরি করার জন্য যে ফ্রেম তৈরি করেছি প্রেমের উপরের এক কোনায় মাঝখান বরাবর একটি ফুল লাগিয়ে দিলাম এভাবে দুই পাশে আরও দুইটি ফুল মোট তিনটি ফুল লাগিয়ে দিলাম। একইভাবে নিচের তিনটি ফুল লাগিয়ে দিলাম উপরে ৩টি নিচে ৩টি ফুল লাগিয়ে তৈরি করে ফেললাম সুন্দর একটি ওয়ালমেট।

FRAME_COLLAGE1634485998493.png

শেষ ধাপ

  • আর এইভাবে আমি তৈরি করে ফেললাম একটি ওয়ালমেট এবং দেখুন কি সুন্দর একটি কাগজের তৈরি ওয়ালমেট হয়ে গেল। তারপর আমি ওয়ালমেটিকে দেওয়াল ঝুলিয়ে দিলাম।

20211017_211132.jpg

20211017_213505.jpg

ওয়ালমেট নিয়ে আমার ছবি

20211017_212917_mfnr.jpg

আশা করি আমার ওয়ালমেটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 3 years ago 

বাহ আপনার তৈরি ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে হলুদ রঙের কাগজের সাথে কালো রঙের কাগজটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার তৈরি ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। হলুদ রঙের কাগজের সাথে কালো রঙের কাগজটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। আপনার উপস্থাপন গুলো চমৎকার ছিল। শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য। 😊

 3 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে ।ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন ।সহজেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি বেশ একটা দারুণ ব্যাপার। সত্যি অনেক ভালো লেগেছে আপনার ওয়ালমেট টি। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

দারুণ হয়েছে আপু আপনার কাগজের তৈরি ওয়ালমেটটি।আমার সবথেকে ভালো লাগছে ফ্রেমের উপর সুন্দরভাবে ফুল বসানোর প্রক্রিয়াটি।চমৎকারভাবে ফুটে উঠেছে কালো ফ্রেমে হলুদ ফুলগুলো।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হলুদ রঙের কাগজের সাথে কালো রঙের কাগজটি সৌন্দর্য বৃদ্ধি করেছে। ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন ।সহজেই বোঝা যাচ্ছে। আমার কাছে আপনার ওয়ালমেট তৈরিটি অনেক ভালো লেগেছে।শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন আপু।খুব দক্ষতা এবং ধৈর্য সহকারে ওয়ালমেট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। এই ওয়ালমেট তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এককথায় অসাধারন ছিল আপু আপনার ডাই পোস্ট টি। এমনিতেই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। শুভকামনা রইল আপনার জন্যে দোয়া রাখি আরো ভালো করেন।

 3 years ago 

এত সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু দোয়া করি আরো এগিয়ে যান

 3 years ago 

কাগজের দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে আপু আমার পছন্দ হয়েছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

খুব দক্ষতা এবং ধৈর্য সহকারে ওয়ালমেট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। এই ওয়ালমেট তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.11
JST 0.033
BTC 63968.82
ETH 3136.80
USDT 1.00
SBD 4.28