DIY - এসো নিজে করি : একটি অপ আর্ট (গোলকের নির্দেশন) || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের আর্ট হচ্ছে একটি অপ আর্ট (গোলকের নির্দেশন)।

অপ আর্ট অর্থ :

বিমূর্ত শিল্পের একটি রূপ যা প্যাটার্ন এবং রঙের সুনির্দিষ্ট ব্যবহার দ্বারা আন্দোলনের বিভ্রম দেয়, অথবা যেখানে বিরোধপূর্ণ নির্দেশনাগুলো আবির্ভূত হয় এবং ওভারল্যাপ হয়।

আশা করি আজকের এই আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।


20211122_142014.jpg

20211122_144345.jpg


আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো মার্কার পেন
  • স্কেল
  • পেন্সিল কম্পাস
  • পেন্সিল কাটার

20211122_150603.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল কম্পাস দিয়ে একটি গোল বৃত্ত আর্ট করলাম।

20211121_205535.jpg

20211121_205713.jpg

ধাপ - ২

  • এরপর বৃত্তের মাঝখান বরাবর স্কেল দিয়ে দুপাশ থেকে দুটো দাগ দিলাম যোগ চিহ্নের মতো ।

20211121_205817.jpg

ধাপ - ৩

  • এরপর আমি স্কেল দিয়ে সম্মান করে গোল বৃত্তটির পাশে কিছু দাগ দিয়ে দিলাম।

20211121_210123_mfnr.jpg

ধাপ - ৪

  • এরপর বৃত্তটির চারপাশে সমানভাবে দাগ গুলো দিয়ে দিলাম।

20211121_210240.jpg

ধাপ - ৫

  • এরপর আমি বৃত্তটির ভিতরে চারপাশে একটু রাউন্ড করে দাগ গুলো দিয়ে দিলাম। এবার গোলকের নির্দেশনটা কিছুটা বোঝা যাচ্ছে।

20211121_210253.jpg

20211121_210404.jpg

20211121_210525.jpg

ধাপ - ৬

  • এরপর কালো মার্কার পেন দিয়ে আস্তে আস্তে আমি বৃত্তের ভিতরের ঘর গুলোর মধ্যে কালো রং করে নিলাম।

20211121_211200.jpg

20211121_211408.jpg

20211122_201812.jpg

ধাপ - ৭

  • এরপর আস্তে আস্তে করে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে রং করে নিলাম।

20211122_201836.jpg

20211122_201858.jpg

ধাপ - ৮

  • এরপর আরো কিছু ঘর রং করে নিলাম।

20211122_201919.jpg

ধাপ - ৯

  • এরপর এভাবে পুরোটি কালো মার্কার দিয়ে রং করে নিলাম। পুরোটা রং করার পর গোলকের নির্দেশনটি পুরোপুরি ভাবে বোঝা যাচ্ছে।

20211122_201944.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20211122_143951.jpg

20211122_144014.jpg

20211122_144035.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20211122_192818.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  

বাহ,অসাধারণ। আপনি আসলেই দারুন আর্ট করেন আপু। আমি আগেও দেখেছি আপনার আর্ট । আজজকের টা ইউনিক ছিলো। খুব সুন্দর হয়েছে আপু এভাবেই এগিয়ে যেতে থাকুন,শুভ কামনা রইলো আপনার জন্য/

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

বাহ, এটি সত্যিই দুর্দান্ত, ভাগ করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটা অপ আর্ট গোলকের নির্দেশন দেখিয়েছেন আপনি। এটা সত্যিই অনেক ভালো দেখাচ্ছে। আমার কাছে তো বেশ ভালোই মনে হচ্ছে। হবেই না কেন আপনার যে দক্ষতা। ধন্যবাদ আপু সুন্দর একটা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনার আর্টটি দারুন সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। যার জন্য আপনার আর্ট টি আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপু আপনার আর্টটি দেখে মনে হচ্ছে যে আপনি কাগজের উপর একটি বল বসিয়ে রেখেছেন। আপনি খুব নিখুঁতভাবে আর্টটি করেছেন তা আপনার আর্ট এর প্রতিটি ধাপ দেখে বোঝা যাচ্ছে। যার ফলে আর্টটি এত বেশি চমৎকার হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য। যাতে পরবর্তীতে আরো সুন্দর আর্ট নিয়ে আমাদের মাঝে আসতে পারেন।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ আপু,দারুণ হয়েছে গোলক নিদর্শন চিত্রটি।আমি প্রথমে ভেবেছিলাম দাবার কোট কিন্তু পরে খুঁটিয়ে দেখলাম ভিতরে একটি গোলক।খুবই নিখুঁত ভাবে অঙ্কন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আসলেই অসাধারণ হয়েছে আপনারা কাজটি,দেখে মুগ্ধ হয়ে গেলাম।দেখে বুজাইযাচ্চে আপনাকে অনেক দক্ষতার সাথে কাজটি করতে হয়োছে। আপনারা জন্য অনেক অনেক শুভকামনা রইল 🙂🙂

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি এত সুন্দর একটি একটি অপ আর্ট করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আসলেই আপনি এই অঙ্কনের জন্য প্রশংসার দাবিদার। আমি আসলেই অবাক হয়ে গেলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আপনার মূল্যবান মন্তব্যটি করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনার কাজ সবসময় অনেক বেশি নিখুঁত হয়। অনেক সুন্দর ভাবে আজকেও এই আর্ট করেছেন দূর থেকে বুঝা যাচ্ছে অনেকটা থ্রিডি আর্ট এর মত। সত্যি অনেক সুন্দর হয়েছে এবং ফিনিশিং অনেক ভালো হয়েছে। অনেক বেশি শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

গোলক নিদর্শন চিত্রটি, সত্যিই দারুণ হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেছি ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41