ধান গবেষণা ইনস্টিটিউটে ঘোরাঘুরির কিছুটা মুহূর্ত || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে ধান গবেষণা ইনস্টিটিউটে ঘোরাঘুরি কিছুটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমার বড় বোন চট্টগ্রামে থাকে ঈদের ছুটি পেয়ে আমার বড় বোন তার ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছে । তারপর ভাবলাম সবাই মিলে একটু ঘুরতে যাই তো চিন্তা ভাবনা করে আমরা সবাই মিলে আমাদের বাসার পাশেই ধান গবেষণা ইনস্টিটিউটে ঘুরতে গেলাম। সেখানে দেখার মতো অনেক কিছুই আছে আর আমার মেয়ে তো ধান গবেষণা স্কুলে পড়ে ভাবলাম ঘোরাঘুরিও হবে আর আমার বোনকে আমার মেয়ের স্কুল টাও দেখানো হবে। ধান গবেষণা ইনস্টিটিউটের ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর।

তারপর আমরা প্রথমেই চলে গেলাম ধান গবেষণা ইনস্টিটিউটের পার্কে সেখানে আমার ছেলে মেয়ে এবং আমার বোনের ছেলে মেয়ে অনেক মজা করলো। পার্কের মধ্যে ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের স্লিপার, দোলনা ছিল তারা সবাই সেখানে উঠে খুব মজা করলো। পার্কের পাশেই আমার মেয়ের স্কুল তারপর আমার বোনকে আমার মেয়ের স্কুল টা দেখালাম।

20220713_175205.jpg

20220713_173750.jpg

20220713_173753.jpg

স্কুল টা দেখানোর পর আমরা চলে গেলাম ধান গবেষণার মেইন অফিসের সামনে সে জায়গাটা খুবই সুন্দর। ধান গবেষণার মেইন অফিসের সামনে খুব সুন্দর ফুলের বাগান দেখতে খুবই ভালো লাগলো তাই আমি ফটোগ্রাফি করে ফেললাম।

20211231_170035.jpg

20211231_163314.jpg

20211231_163048.jpg

তারপর সেখানে খুব সুন্দর একটি ঝর্ণা আছে আমরা ঝরনার কাছে চলে গেলাম। তারপর আমার ছেলে মেয়ে এবং আমার বোনের ছেলে মেয়ে ঝরনা দেখি ওরা সবাই খুবই খুশি তারপর ঝরনার পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিল। ঝরনাটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর।

20211231_164236.jpg

20220713_181253.jpg

এখানে আমার ছেলে মেয়ে ঝর্ণার পাশে দাঁড়ানো।

20220713_181423.jpg

আর এখানে আমার বোনের ছেলে মেয়ে ঝর্ণার পাশে দাঁড়ানো।
তারপর এখানে সবাই মিলে একসাথে বসে কিছু ছবি তুললো।

20220713_181512.jpg

20220713_181517.jpg

সেখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখে ভালই লাগলো তারপর আমি ফুলের কিছু ফটোগ্রাফি করে নিলাম। এই ফুলগুলো আমরা সকলেই চিনি এগুলো হচ্ছে নয়ন তারা ফুল বিভিন্ন কালারের একসাথে ফুটে আছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে।

20220713_180929.jpg

20220713_182114.jpg

তারপর আর একটু সামনে খুব সুন্দর একটি লেকছিল । জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি আমার কাছে তো খুবই ভালো লাগে আমি প্রায়ই আমার ছেলে মেয়েকে নিয়ে সেখানে ঘুরতে যাই। আমার বোন ও বোনের ছেলে মেয়েও দেখে খুবই খুশি হল। তারা সবাই মিলে খুবই আনন্দ করল।

20220713_181948.jpg

20220713_181924.jpg

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

ধান গবেষণা ইনস্টিটিউটে ঘুরে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন যা আপনার ফটোগ্রাফি গুলা এবং লেখা পড়েই বুঝতে পারলাম। আসলে পরিবারের সবাই ছোট-বড় মিলে একসাথে ঘুরাঘুরি করার আনন্দটাই অন্যরকম যা সবসময়ই স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকে।

 3 years ago 

আপু আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন এবং অনেক সুন্দর সময় কাটিয়েছেন এটা বুঝতেই পারছি। আপনি দারুন ভাবে আপনার কাটানো মুহূর্ত এবং পরিবারকে নিয়ে কাটানো মুহূর্ত ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধান গবেষণা ইনস্টিটিউট এর এরিয়াটা বেশ মনোরম পরিবেশ। আমি পূর্বেই শুনেছিলাম এখানে মানুষ ভ্রমণের উদ্দেশ্যে যে থাকে। আমার খুবই ভালো লাগলো আপনার বাচ্চার আনন্দ করা দেখে। এখানে সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য। আসলেই অসাধারণ জায়গায় সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি আমার খুব ভালো লাগলো।

 3 years ago 

আমার কোথাও ঘুরতে যেতে ভালো লাগে,অথবা কোন মেহমান আসলেও ভালো লাগে।যাই হোক ঈদের ছুটিতে বোন আসাতে বেশ ভালো সময় কাটিয়েছেন আপু।বেশ সুন্দর ছিলো ধান গবেষণা ইনস্টিটিউটের পার্কটা।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে ধান গবেষণা ইনস্টিটিউট অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার সুন্দর এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধান গবেষণা ইনস্টিটিউটে দারুণ মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলেই ভিন্ন কোথাও গেলে মুহূর্তটা খুবই সুন্দর হয়ে থাকে। আপনার কাটানো মুহূর্তটা অসাধারণ ছিল।

 3 years ago 

পরিবারের মানুষদের সাথে ঘোরাঘুরির মজাই অন্যরকম। আপনি খুবই সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন। যা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম ।আবার বিভিন্ন ধরনের ফটোগ্রাফিউ শেয়ার করেছেন যা আমার কাছে বেশ ভালো লাগলো ।শুভকামনা রইল আপনার জন্য।

আপু, আপনি খুব সুন্দর করে ধান গবেষণা ইনস্টিটিউটে ঘোরাঘুরির কিছুটা মুহূর্তের ফুল বাগান, পার্ক, ঝর্ণা, লেক ইত্যাদির ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ধান গবেষণা ইনস্টিটিউটে। পরিবারের সবাইকে নিয়ে খুব দুর্দান্ত মুহূর্ত কাটিয়েছেন । আপনার ফটোগ্রাফি গুলো বেশ অসাধারণ ছিলো। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 109434.10
ETH 4002.93
USDT 1.00
SBD 0.62