DIY - এসো নিজে করি : ধুতুরা ফুলের পেন্সিল আর্ট|| ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি ধুতুরা ফুলের পেন্সিল আর্ট করেছি। ধুতুরা ফুল খুবই বিষাক্ত ফুল কিন্তু ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আশা করি আজকের ধুতুরা ফুলের পেন্সিল আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20220222_221146.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার

20210918_183741.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে একটি ধুতুরা ফুলের কিছুটা অংশ আর্ট করলাম।
20220222_201520.jpg20220222_201642.jpg

ধাপ - ২

  • এরপর ফুলটির পাশে একটি পাতা আর্ট করলাম। তারপর পাতাটির নিচে একটি ফুল আর্ট করে নিলাম।
20220222_202144.jpg20220222_202826.jpg

ধাপ - ৩

  • এরপর ফুলটি নিচে আরেকটি পাতা আর্ট করে নিলাম। তারপর পাশে লম্বা ডাট দিয়ে আরেকটি ফুল আর্ট করে নিলাম।
20220222_204905.jpg20220222_204915.jpg

ধাপ - ৪

  • এরপর ফুলটির নিচে দুটি পাতা আর্ট করে নিলাম। এভাবে পেন্সিল দিয়ে ফুলগুলো আর্ট করে নিলাম।
20220222_205107.jpg20220222_221649.jpg

ধাপ - ৫

  • এরপর পেন্সিল দিয়ে হালকা করে ঘষে ঘষে একটা ফুল একটু ডিজাইন করে নিলাম। তারপর ফুলের ডাটা পেন্সিল দিয়ে হালকা ঘষে কালার করে নিলাম।
20220222_210003.jpg20220222_210329.jpg
20220222_221524.jpg

ধাপ - ৬

  • এরপর এ কিভাবে পেন্সিল দিয়ে ঘষে আরেকটি পাতা এবং একটি ফুল সুন্দর করে ডিজাইন করে নিলাম।
20220222_220608.jpg20220222_221401.jpg
20220222_221315.jpg

ধাপ - ৭

  • এরপর নিচের ফুল এবং পাতা একইভাবে পেন্সিল দিয়ে ঘষে সুন্দর করে ডিজাইন করে নিলাম।
20220223_013050.jpg20220222_215231.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20220222_221146.jpg

20220223_002219.jpg

20220223_001759.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

ধুতুরা ফুলের পেন্সিল আর্টটি অসাধারণ হয়েছে ।দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুবই দক্ষতার সাথে পেন্সিল আর্ট করেছেন। আমারও পেন্সিল আর্ট করতে খুবই ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

পেন্সিল দিয়ে খুব সুন্দর করে ধুতুরা ফুল এঁকেছেন। দেখতে খুবই চমৎকার হয়েছে।মাঝে মাঝে রংবিহীন আর্ট ভালো লাগে।এটাও তেমন।খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ভালো ছিলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধুতুরা ফুলের খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু।ফুল,ফুলের পাতা এবং ডাল সবকিছু অনেক সুন্দর হয়েছে।ফুল অঙ্কন করার পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে পেন্সিল ব্যবহার করে ধুতুরা ফুলের খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার অঙ্কিত এই ধুতুরা ফুলের চিত্র টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে সত্যিই আমি মুগ্ধ আপনার এই রকম একটি অঙ্কন দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধুতরা ফুলের পেন্সিল আর্ট দারুন ছিল আপু। বরাবরই আপনি দারুন দারুন আট নিয়ে হাজির হন। এটিও তার ব্যতিক্রম নয়। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর করে একটি আর্ট করেছেন। এটি প্রশংসার দাবিদার, কেননা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনার আর্ট। আর উপস্থাপনা গুলো ভালো ছিলো।অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা করি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপু পেন্সিল দিয়ে আপনি খুবই চমৎকার করে ধুতরা ফুল এঁকেছেন। পেন্সিল দিয়ে এভাবে ফুলগুলো আমি কয়েকবার আঁকার চেষ্টা করেছি। কিন্তু আমার আর্ট তেমন ভাল হয় না। আপনাদের এরকমভাবে ফুলের আর্ট দেখলে খুবই ভালো লাগে। খুব চমৎকার করে আপনি আজকের ফুলটি আর্ট করেছেন। দেখে ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 
আপু ধুতুরা ফুলের পেন্সিল আর্ট সত্যি ইউনিক এবং অসাধারণ হয়েছে। অনেক চমৎকার করে আপনি আজকের ফুলটি আর্ট করেছেন। আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে সাজিয়েছেন এবং ছবিগুলো সুন্দর হয়েছে। অনেক কষ্ট করেছেন তা বোঝাই যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

গঠনমূলক সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

ধুতুরা ফুলের পেন্সিল আর্ট খুবই সুন্দর হয়েছে, দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার উপস্থপন দেখে আমি শিখতে পারলাম। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56596.99
ETH 2394.78
USDT 1.00
SBD 2.32