নিজের হাতে তৈরি করা বার্থডে কার্ড আমার পক্ষ থেকে তনুজা বৌদির জন্মদিনের উপহার

in আমার বাংলা ব্লগ2 years ago

HAPPY BIRTHDAY TANUJA BOUDi

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের খুব প্রিয় আমাদের' @tanuja বৌদির আজ শুভ জন্মদিন। বৌদির শুভ জন্মদিন উপলক্ষে আজ আমি বৌদির জন্য একটি বার্থডে কার্ড তৈরি করেছি। জানি এটি খুবই সামান্য একটি উপহার কিন্তু এই উপহারের সাথে আমার অনেক অনেক ভালোবাসা রইল বৌদির জন্য। তনুজা বৌদি আমাদের সকলের খুবই প্রিয় একজন মানুষ। কারণ আমাদের তনুজা বৌদি খুবই ভালো মনের একজন মানুষ। আর বৌদি যে ভালো মনের একজন মানুষ এটা আমরা সবাই অনেকবার অনেক কিছু থেকেই প্রমাণ পেয়েছি। বৌদি সব সময় আমাদের পাশে থাকেন। জানি এই ভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে আমাদের প্রিয় বৌদির এই বিশেষ দিনটা বিশেষভাবে পালন করব আশা করি। বৌদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি আপনার পরিবারের সকলের সাথে সব সময় খুব আনন্দের সাথে থাকতে পারেন এবং বৌদি আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক এই কামনা করি। তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমি যে বার্থডে কার্ডটি তৈরি করেছি আশা করছি বৌদির কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক কিভাবে আমি বার্থডে কার্ড তৈরি করেছি।


20220116_172542.jpg

20220116_191525.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • কলম
  • পুতি
  • পেন্সিল
  • আঠা
  • কাঁচি

20220116_174732.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি লাল কাগজ নেই তারপর কাগজটির মাঝখান বরাবর একটি ভাজ দেই। তারপর কাগজটির উপরে একপাশে একটি লাভ এঁকে নিলাম। তারপর দাগ অনুযায়ী লাভটা কেটে নিলাম।
20220116_174634.jpg20220116_174558.jpg
20220116_174529.jpg20220116_183107.jpg

ধাপ - ২

  • তারপর একটি সাদা কাগজ সমান করে কেটে নিয়ে লাল কাগজের ভিতর একপাশে আঠা লাগিয়ে সাদা কাগজ লাগিয়ে দিলাম।
20220116_134820.jpg20220116_174347.jpg
20220116_174305.jpg20220116_174440.jpg

ধাপ - ৩

  • তারপর সাদা কাগজ নিয়ে ১৫×৪সে.মি সাইজের দুটো কাগজ কেটে নিলাম। তারপর কাগজ দুটোই এক সমান করে মাঝখানে একটি ভাজ দিয়ে নিলাম। তারপর আবার ভাজ দিয়ে তারপর লাভ এর একপাশ এঁকে নিলাম। দাগ অনুযায়ী কাগজটিকে কেটে নিলাম।
20220116_150918.jpg20220116_174206.jpg
20220116_174148.jpg20220116_174126.jpg

ধাপ - ৪

  • তারপর কতগুলো লাভ হয়ে গেল। তারপর একটি লাভের উপর আরেকটি লাভ আঠা দিয়ে লাগিয়ে দিলাম এভাবে সবগুলো লাভ লাগিয়ে নিলাম।
20220116_151553.jpg20220116_174048.jpg
20220116_151901.jpg20220116_152025.jpg

ধাপ - ৫

  • তারপরে একই রকম করে কয়টা লাল লাভ কেটে নিলাম। তারপরে এগুলো আঠা দিয়ে সাদা লাভের উপর বসিয়ে দিলাম। এরপর লাভ গুলো কার্ডের উপর সুন্দর করে লাগিয়ে নিলাম। তারপর মার্কার পেন দিয়ে দাগ দিয়ে একটি লাভ গাছ তৈরি করে ফেললাম।
20220116_174013.jpg20220116_173931.jpg
20220116_173724.jpg20220116_173641.jpg

ধাপ - ৬

  • তারপর চিকন করে একটি কালো কাগজ কেটে নিলাম। কাগজটির উল্টোপিঠে আঠা লাগিয়ে লাভ গাছের নিচে কার্ডটির উপরে লাগিয়ে নিলাম।
20220116_155851.jpg20220116_155959.jpg
20220116_173559.jpg

ধাপ - ৭

  • তারপর কার্ডের উপরে যে লাভটা কেটে নিয়েছি। তার চারপাশে আঠা দিয়ে কিছু পুথি লাগিয়ে দিলাম।
20220116_173530.jpg20220116_173507.jpg

ধাপ - ৮

  • এরপর একটি সাদা কাগজ ৭×৭সে.মি সাইজের একটি কাগজ কেটে নিলাম। তারপর কাগজটি কোনাকুনি ভাবে ভাঁজ করে নিলাম এবং ভাজটা খুলে কাগজটির এক কোণা কেটে নিলাম। তারপর কাগজটি মাঝখান বরাবর ভাজ দিয়ে একটু ঢেউ করে কাগজটি কেটে নিলাম।
20220116_161306.jpg20220116_173350.jpg
20220116_173329.jpg20220116_173314.jpg

ধাপ - ৯

  • এরপর কাগজের উপরে দুই কোনা কেটে নিলাম। এরপর উল্টি একটা ভাজ দিয়ে দিলাম তারপরে আঠা দিয়ে লাগিয়ে কোণাগুলো সুন্দর করে ফুলের মত করে নিলাম।
20220116_173252.jpg20220116_173152.jpg
20220116_173210.jpg20220116_173227.jpg

ধাপ - ১০

  • এরপর সাদা কাগজের ফুলটি লাভ গাছের নিচে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর সাদা কাগজের ফুলের মাঝখান বরাবর একটি লাল পুতি লাগিয়ে নিলাম। এরপর কালো কাগজের উপরের পাশে আঠা লাগিয়ে কিছু পুথি লাগিয়ে নিলাম। এরপর কার্ডের উপরে লাভ এর ভিতরে happy birthday boudi সুন্দর করে লিখে নিলাম।
20220116_173108.jpg20220116_173048.jpg
20220116_173026.jpg20220116_170337.jpg

শেষ ধাপ

  • এভাবেই আমি সুন্দর করে বার্থডে কার্ডটি তৈরি সম্পূর্ণ করলাম।

20220116_170337.jpg

20220116_191602.jpg

20220116_191525.jpg

আশা করি বৌদির জন্য আমার সামান্য উপহার বৌদির এবং আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 2 years ago 
ওয়াও আপু বৌদি জন্য অনেক সুন্দর একটি বার্থডে কার্ড তৈরি করেছেন। সরাসরি না পারলেও ভার্চুয়ালি বৌদিকে পাঠিয়ে দিন। আমি মনে করি বৌদির জন্য সেরা গিফট এর মধ্যে এটি একটি। ধন্যবাদ আপনাকে।
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

➡️ আপনি খুব সুন্দর একটি বার্থডে কার্ড তৈরি করেছেন। এটি খুবই চমৎকার হয়েছে। আপনি খুব যত্ন করে এটি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সময় লেগেছে আপনার এটি তৈরি করতে। শুভকামনা রইল আপনার জন্য। এত অসাধারন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া অনেক সুন্দর করে মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বৌদির জন্মদিন উপলক্ষে জন্মদিনের বার্থডে কার্ড টি দারুন তৈরি করেছেন। কার্ডের উপরে ডিজাইন টি ও দারুণ লেগেছে। পুতির ব্যবহারটি চোখে পড়ার মতো। ধন্যবাদ

 2 years ago 

এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 
আপনার নিজের হাতে তৈরি করা বার্থডে কার্ড তনুজা বৌদির জন্মদিনের উপহারটিখুবই চমৎকার করে তৈরি করেছেন যা আবার ভীষণ ভালো লেগেছে সেইসাথে বৌদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা♥♥
 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

শুভ জন্মদিন তনুজা বৌদি। তনুজা বৌদির জন্য যে বার্থডে দিয়ে কার্ড তৈরি করেছেন তা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু আপনি অনেক সুন্দর ভাবে বৌদির জন্য জন্মদিনের শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি কার্ডটি দেখতে অনেক ভালো লেগেছে। আপনার কার্ড দেখে আশা করি বৌদি অনেক খুশি হবেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কার্ড আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক জাঁকজমকপূর্ণ ছিল আপনার বার্থ ডে উৎযাপন।সবার পছন্দ করার মত।ভাল।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

বাহ!! তনুজা বউদির জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর করে বার্থডে কার্ড তৈরি করেছেন। আপনার শুভেচ্ছা বার্তা পৌঁছে যাক বউদির কাছে। ধন্যবাদ আপু

 2 years ago 

হ্যালো আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। এত সুন্দর গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 60723.46
ETH 3353.68
USDT 1.00
SBD 2.51