DIY - এসো নিজে করি : একটি সুন্দর বিড়ালছানার এবং প্রজাপতির আর্ট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,💖

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন আর্ট নিয়ে হাজির হলাম। আমার আর্ট করতে খুব ভাল লাগে তাই আমি যখনই সময় পাই তখনই আর্ট করতে বসে পড়ি। আজকে আমি ছোট একটি বিড়ালছানা আর্ট করেছে। আমি এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি আমি এই আর্টি কিভাবে করেছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আশা করছি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে সামনে আমি আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক


20210922_185454.jpg

পেন্সিল আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • স্কেল
  • পেন্সিল কাটার

20210902_183419.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল নিয়ে বিড়ালছানাদের চোখ না এবং মাথার কিছুটা অংশ আর্ট করি।

20210922_171744.jpg

ধাপ - ২

তারপর বিড়ালছানা তার দুটো কান মাথা এবং মুখটা আর্ট করলাম।

20210922_172144.jpg

ধাপ - ৩

এরপর বিড়ালছানা দুটো পা এবং শরীরের কিছুটা অংশ আর্ট করলাম।

20210922_172909.jpg

ধাপ - ৪

এরপর শরীরের অর্ধেক অংশের মধ্যে একটি কাপের অর্ধেক অংশ এবং বিড়ালছানার লেজ আর্ট করলাম।

20210922_204305.jpg

ধাপ - ৫

এরপর পুরো কাপটি আট করলাম।

20210922_204236.jpg

ধাপ - ৬

এরপর কাপের মাঝখানে একটি লাভ আর্ট করলাম এবং এর মধ্যে লাভ লিখে দিলাম।

20210922_204143.jpg

ধাপ - ৭

এরপর বিড়ালছানার মুখের সামনে একটি প্রজাপতি আর্ট করলাম।

20210922_204110.jpg

ধাপ - ৮

এরপর প্রজাপতি এবং বিড়াল ছানাটাকে পেন্সিল দিয়ে হালকা করে রং করে দিলাম।

20210922_184911.jpg

শেষ ধাপ

আর এভাবেই আমি আমার পুরো আর্টি সুন্দরভাবে সম্পূর্ণ করলাম।

20210922_203719.jpg

20210922_210433.jpg

20210922_210409.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20210922_211612.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

Cc:

@rme
@amarbanglablog

💖 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💖

Sort:  
 3 years ago 

আপু আসসালামু আলাইকুম।
প্রথমেই বলবো আপনি জাস্ট অসাধারণ আঁকেন। একদম সত্যি বলছি।
বিড়াল ছানাটি খুব বেশি কিউট হয়েছে, এক্কেবারে গলুমলু টাইপ্স।দেখেই যেনো একদম গাল টেনে দিতে ইচ্ছে করে।

 3 years ago 

ওয়ালাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার জন্য শুভকামনা।

দেখছি আপু অনেক যত্নসহকারে ভালোবাসাকে গ্লাসে বন্দি করে সুন্দর ছবি আকিয়েছেন। অসাধারণ হয়েছে আপনার জন্য শুভকামনা অবিরাম আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন।

 3 years ago 

আপনার ছবি আঁকা খুবই সুন্দর হয়েছে । বিড়াল টাকে দেখতে দারুন লাগছে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন।

ওয়াও কাপের মধ্যে বিড়াল ব্যাপারটাই অন্যরকম সুন্দর। কাপ এবং বিড়াল দুইটি অনেক কিউট। আপনার চিত্রাংকন টি অনেক সুন্দর হয়েছে শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ভাল থাকবেন।

 3 years ago 

দারুন ক্রিয়েটিভিটি প্রকাশ এটা আপু। আমি তো সত্যি অবাক হয়েছি আপনি একসাথে তিনটি জিনিস এখানে প্রকাশ করেছেন। প্রজাপতি বিড়াল এবং একটি গ্লাস। ভালো লেগেছে আপনার এই চিত্রাংকন।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

আপনার আর্ট বরাবর অনেক ভালো হয় আপু। অনেক সুন্দর একটি বিড়াল ছানা এঁকেছেন। শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা।

Hi, @sshifa,

Thank you for your contribution to the Steem ecosystem.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Salam kenal, semoga kita sukses di dunia steemit.

 3 years ago 

Thank you

CM_Cek Mad
Instagram.

Dimana alamat kamu

সত্যি আপনার বিড়াল প্রজাপতি কাজটি অনেক সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60937.87
ETH 2674.97
USDT 1.00
SBD 2.49