"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছি। আশা করি আজকের গিফট বক্সটি আপনাদের কাছে ভালো লাগবে। এই গিফট বক্স কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরন :
- রঙ্গিন কাগজ
- স্কেল
- বড় একটি পুতি
- পেন্সিল
- আঠা
- কাঁচি

প্রস্তুতিকরণ :
ধাপ - ১
- প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর স্কেল দিয়ে ১৫ ×১৫ সে.মি দাগ দিয়ে নিলাম। তারপর দাগ অনুযায়ী কাগজটি কেটে নিলাম। এরপর কাগজটির মাঝখান বরাবর ভাজ করে নিলাম। এরপর আবারো মাঝখান বরাবর ভাজ করে নিলাম।
ধাপ - ২
- এবার আমি কাগজটি ভাজ খুলে কোনাকুনিভাবে কাগজটি ভাজ করে নিলাম। একইভাবে চারকোনা ভাজ করে নিলাম।
ধাপ - ৩
- তারপর কাগজের দুই পাশ থেকে মাঝখান বরাবর দুটো ভাজ দিলাম। এরপর ভাজ খুলে নিলাম। এবং দুই কোনার ভাজ খুলে নিলাম তারপর মাঝখান বরাবর লম্বালম্বি করে ভাজ করে দিলাম।
ধাপ - ৪
- তারপর ভাজ দিয়ে ভাজ গুলোকে হাত দিয়ে ধরে একটি বক্স তৈরী করে নিলাম।
ধাপ - ৫
- এরপর একটি বেগুনি কাগজ নিয়ে স্কেল দিয়ে ১৫×১৩ সে.মি দাগ দিয়ে দাগ অনুযায়ী কাগজটি কেটে নিলাম। এরপর কাগজটিকে মাঝখান বরাবর হাল্কা একটু ভাজ দিয়ে ভাজ খুলে নিলাম। তারপর দুইপাশ থেকে মাঝখান বরাবর কাগজটিকে ভাজ করে নিলাম।
ধাপ - ৬
- এরপর কাগজটির উপরে ৬ সে.মি এবং ৯ সে.মি দুটো দাগ দিয়ে দিলাম। তারপর দাগ অনুযায়ী কাগজটিকে ভাজ করে নিলাম। তারপর সাদা বক্সটির নিচে এবং পাশে আঠা লাগিয়ে দিলাম।
ধাপ - ৭
- তারপর বেগুনি কালারের কাগজটির মধ্যে সাদা বক্সটি আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর ৬×২ সে.মি সাইজের আরেকটি বেগুনি কাগজ কেটে নিলাম। তারপর কাগজটির মাঝখান বরাবর চিকন করে একটি ভাজ দিয়ে নিলাম।
ধাপ - ৮
- এরপর কাগজের উপর এবং নিচের দিকে হাল্কা একটু ভাজ দিয়ে নিলাম। তারপর কাগজটির একপাশ বক্সের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
ধাপ - ৯
- এরপর একটি ছোট সাদা কাগজ নিয়ে দুইপাশ গোল করে কেটে নিলাম। তারপর কাগজটির উপরে For you লিখে কাগজটি বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম। তারপর বেগুনি কালারের কাগজটি সাদা কাগজের ভিতরে ঢুকিয়ে বক্সটি মুখ বন্ধ করে দিলাম।
ধাপ - ১০
- এরপর একটি লাল কাগজ নিয়ে ৭×৭ সে.মি সাইজের দুইটি কাগজ কেটে নিলাম। তারপরও কাগজগুলো কে কোনাকুনিভাবে ভাজ করে ফুলের মত কেটে নিলাম।
ধাপ - ১১
- এরপর একটি ফুলের পাপড়ি কেটে নিলাম তারপর আঠা দিয়ে ফুলটিকে আবার লাগিয়ে দিলাম। এভাবে আমি দুটিফুল তৈরী করে নিলাম। এরপর বক্স এর উপর আঠা দিয়ে একটি ফুলের উপর আরেকটি ফুল লাগিয়ে দিলাম।
ধাপ - ১২
- এরপর আমি একটি সবুজ কাগজ নিলাম ১০×৪ সে.মি সাইজের একটি কাগজ কেটে নিলাম। প্রথমে কাগজটিকে লম্বা দিকে মাঝখান বরাবর একটি ভাজ করে নিলাম। তারপর পাশে মাঝখান বরাবর আরেকটি ভাজ দিয়ে দিলাম। এরপর পেন্সিল দিয়ে একটি পাতা এঁকে নিলাম।
ধাপ - ১৩
- তারপর পেন্সিলের দাগ অনুযায়ী পাতাটাকে কেটে নিলাম। একসাথে দুটো পাতা হয়ে গেল। তারপর বক্সের উপরে আঠা দিয়ে পাতাগুলোকে ফুলের দুই পাশে দুটো পাতা লাগিয়ে দিলাম।
ধাপ - ১৪
- তারপর ফুলের মাঝখান বরাবর আঠা দিয়ে একটি বড় পুতি লাগিয়ে দিলাম। এরপর দেখুন তৈরি হয়ে গেল সুন্দর একটি গিফট বক্স। এরপর খালি বক্সের ভিতরে কিছু চকো বিন দিয়ে দিলাম।
শেষ ধাপ
- এভাবেই আমি সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গিফট বক্সটি তৈরী করে নিলাম। তারপর গিফট বক্স এর ভিতর কিছু চকোবিন দিয়ে গিফট বক্সটি বন্ধ করে দিলাম।





আশা করি আমার রঙ্গিন কাগজের তৈরি গিফট বক্সটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি গিফট বক্স তৈরি করেছেন আপু। দেখতে এত সুন্দর লাগছে বলার বাহিরে। গিফট বক্স এর ভিতর রাখার চকোবিন গুলো সহ বক্স দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। গিফট বক্স তৈরি করার প্রসেস খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি এত সুন্দর একটি গিফট বক্স তৈরি করে আমাদেরকে দেখানোর জন্য।
আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপু আপনার গিফ্ট বক্সটি আসলেই অসাধারণ হয়েছে দেখতে। মনে হচ্ছে সত্যিই কোন বক্সে কাগজের তৈরি তা বুঝাই যাচ্ছে না। উপস্থাপনাও অনেক সুন্দর ছিল যা দেখে সবাই তৈরি করতে পারবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটি কাগজের গিফ্ট বক্স শেয়ার করার জন্য।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রঙ্গিন কাগজের অনেক সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন দারুন হয়েছে আপু। আমার ভিশন পছন্দ হয়েছে এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো
আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। নাকি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
রঙিন কাগজের তৈরি গিফ্টস বক্স টি অনেক সুন্দর লাগছে। গিফ্টস বক্স কীভাবে তৈরি করেছেন তার ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। গিফ্টস বক্স এর উপরে ফুলের দৃশ্যটি বেশি সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।
আবার তৈরি করা গিফট বক্সটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
🌹🌹🌹
বাহ গিফ্ট বক্সটি খুব সুন্দর হয়েছে। কাগজ দিয়ে অনেক সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
জেনে খুব ভালো লাগলো যে আপনার কাছে আবার গিফট বক্স ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
গিফট বক্স এর মধ্যে ক্যাডবেরি। আসলে ক্যাডবেরি দেখে আমার সেই ছোট বাচ্চাটার কথা মনে পড়ে গেল।
কি সুন্দর গিফট বক্স তৈরি করলেন। আসলেই এরকম প্রতিভা আমাদের প্রত্যেকেরই আছে তবে সকলেই সেটি প্রকাশ করতে পারে না। যেটি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপহার দিলেন।
কোনো ভুল হয়নি আপু। সবকিছুই অসাধারণ ছিল এবং পরবর্তী আপনার ক্রিয়েটিভ চিন্তাধারা দেখার আশায় রইলাম
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি খুব সুন্দর করে মন্তব্য করেছেন আর আপনার মন্তব্যটি পড়ে আমি খুব উৎসাহিত হয়েছি এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি গিফ্ট বক্সটি চাই। হাহাহা। ভিতরে জেমস গুলো আমি চাই। দারুন তৈরি করেছেন গিফ্ট বক্সটি। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।
পুরো টাই আপনাকে দিয়ে দিলাম ভাইয়া নিয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। কাছে ভালো লাগলে আমার কাজের সার্থকতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপু আপনার গিফট বক্সটি চমৎকার হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে আপনি এটি রঙিন কাগজ দিয়ে হাতে তৈরি করেছেন ।দেখে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা কোন গিফট বক্স ।খুবই চমৎকার হয়েছে ।কাউকে গিফট করলে সে বুঝতেই পারবে না আপনি তৈরি করেছেন। আমার কাছে আপনার গিফট বক্স দারুণ চমৎকার লেগেছে। খুব সুন্দর করে দেখিয়েছেন প্রতিটি ধাপ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গিফট বক্স আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনার পছন্দ হয়েছে জেনে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমরা উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি গিফট বক্স তৈরি করেছেন আপু। আমার কাছে সব থেকে ভালো লেগেছে গিফট বক্সের ভিতরে আপনার ক্যাডবেরি রেখে দেওয়া ছবিটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।