DIY - এসো নিজে করি : একটি বাঁশির মান্ডালা আর্ট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটি বাঁশির মান্ডালা আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20211116_182236.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন
  • স্কেল
  • পেন্সিল কাটার

20211117_003605.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে বাচ্ছর কিছুটা অংশ আর্ট করলাম।

20211116_133424.jpg

20211116_133539.jpg

ধাপ - ২

  • এরপর আমি বাঁশিটির উপরে পেন্সিল কম্পাস দিয়ে কিছু গোল দাগ দিলাম।

20211116_133741_mfnr.jpg

20211116_133843.jpg

ধাপ - ৩

  • এরপর গোল দাগ গুলোর পাশে একটি ময়ূরের পালক আর্ট করলাম। এভাবে পেন্সিল দিয়ে আর্ট করা শেষ হলো।

20211116_134701.jpg

20211116_134812.jpg

ধাপ - ৪

  • এরপর পেন্সিলের দাগের উপর বাঁশিটা কাল জেল পেন দিয়ে আর্ট করে নিলাম। বাঁশীটির মধ্যে কিছু ডিজাইন করলাম।

20211116_135945_mfnr.jpg

20211116_220455.jpg

ধাপ - ৫

  • এরপর আমি বাঁশিটির মধ্যে কিছু সুন্দর ডিজাইন আর্ট করলাম।

20211116_220351.jpg

20211116_220312.jpg

ধাপ - ৬

  • এরপর আমি বাঁশিটির উপরে পেন্সিল কম্পাস দিয়ে যে দাগ গুলো দিয়েছি সে দাগ গুলোর মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।

20211116_170503.jpg

20211116_172958.jpg

20211116_215927.jpg

ধাপ - ৭

  • এরপর আমি ময়ূরের পালকের মধ্যে কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।

20211116_215658.jpg

ধাপ - ৮

  • এরপর আমি ময়ূরের পালক গুলোর মধ্যে আরও কিছু ডিজাইন করে নিলাম।

20211116_215452.jpg

20211116_215610.jpg

ধাপ - ৯

  • এরপর আমি বাঁশির নিচের দিকে যে ফিতা দেওয়া আছে তার মধ্যে কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।

20211116_181805.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20211116_182236.jpg

20211116_182448.jpg

20211116_182355.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20211116_213318.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

আপু আপনি তো বরাবরই মান্ডালা আর্ট গুলো অনেক ভালো করে করেন। আমার তো আপনার প্রত্যেকটি মান্ডালা আর্টি খুব ভালো লাগে। এবারেরটাও অসম্ভব সুন্দর হয়েছে। বাঁশির মান্ডালা আর্টের প্রত্যেকটি ধাপ ই অনেক সুন্দর করে দেখিয়েছেন এবং বর্ণনা করেছেন আপু। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর আপনার মূল্যবান মন্তব্য টি করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

অসাধারন একটি মেন্ডালা অংকন করেছেন।মেন্ডালা আকতে অনেকটা পরিশ্রম এর প্রয়োজন হয়।দারুন এই মেন্ডেলা টি শেয়ার করাএ জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য।

 3 years ago 

আপু আপনার বাশির ম্যান্ডেলা আর্টটি সুন্দর দেখাচ্ছে খুব। ধাপে ধাপে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। দেখেই বুঝা যাচ্ছে কাজটি সময় নিয়ে করেছেন। আপনাকে ধন্যবাদ আপু আমাদের সাথে আপনার আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনি একটি বাঁশির মান্ডালা আর্ট করেছেন দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আপনি বরাবরই অনেক সুন্দর আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাঁশির মান্ডালা আর্ট জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। সত্যি প্রসংশার যোগ্য। আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

একটি বাঁশির মান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতার সাথে এই সুন্দর আর্টটি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাঁশির মান্ডালা আর্টটি ভীষণ সুন্দর হয়েছে। অনেক দক্ষতার সাথে খুব নিখুঁতভাবে আপনি অঙ্কন করেছেন। এবং আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটা মান্ডালা আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

ওয়াও অসাধারন একটি বাঁশির ম্যান্ডেলা অংকন করলেন। আপনার সবগুলো ম্যান্ডেলা অংকন আমার কাছে খুব ভালো লাগে। সব সময় নিখুঁতভাবে খুব সুন্দর চিত্র অঙ্কন করেন আপনি। আজকের বাঁশির মেন্ডেলা অংকন অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সব সময় এত সুন্দর ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মূল্যবান মন্তব্যটি করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

একটি বাঁশির ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন আমার খুবই ভালো লেগেছে। ম্যান্ডেলা টি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। আপনার অংকন করার পদ্ধতি টা অনেক ভাল। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

অসাধারণ লাগছে আপু আপনার বাঁশির ম্যান্ডেলা আর্টটি। অনেকদিন আগে আমিও একটি বাঁশির আর্ট করেছিলাম একটু অন্য রকম ছিল। আপনার বাঁশিটিও অনেক বেশী সুন্দর লাগছে। ডিজাইন গুলো ছোট ছোট করে ফুটিয়ে তুলেছেন দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। আপনারা আর্টগুলো আমার কাছে সব সময় অনেক ভালো লাগে আজকেরটাও আপনি খুব সুন্দর এঁকেছেন ।শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57344.91
ETH 3100.39
USDT 1.00
SBD 2.42