DIY : এসো নিজে করি : রঙ্গিন কাগজ ও টিস্যু দিয়ে একটি পাতা এবং একটি পোকা তৈরি || ১০% 'লাজুক খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম।

আজকে আমি রঙিন কাগজ ও টিস্যু দিয়ে একটি পাতা ও একটি পোকা তৈরি করেছি। আশা করি আজকের কাগজ ও টিস্যু দিয়ে তৈরি করা কাজটি আপনাদের কাছে ভালো লাগবে। এইটা কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20220316_173333.jpg

আমার তৈরি করা পাতা ও পোকার জিপ ফাইল

SmartSelect_20220316-175858_Gallery.gif

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • টিস্যু
  • কাঁচি
  • কলম
  • আঠা
  • মার্কার পেন
  • একটি শলা

20220316_134131.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি টিয়া কালারের কাগজ নিলাম। তারপর কাগজটিকে ১০×৫ সে.মি সাইজে কেটে নিলাম। তারপর কাগজটিকে মাঝখান বরাবর ভাজ করলাম। তারপর ভাজের উপরে কলম দিয়ে একটি পাতার অর্ধেক অংশ এঁকে নিলাম।
20220316_134307_mfnr.jpg20220316_134334_mfnr.jpg
20220316_134436_mfnr.jpg

ধাপ - ২

  • এরপর দাগ অনুযায়ী কেটে নিলাম। তারপর ভাজ খুললেই একটি পাতা হয়ে যাবে। তারপর পাতাটিকে আবার মাঝখানে ভাজ করে একটু বাকা বাকা করে পুরো পাতাটা ভাজ করে নিলাম। তারপর ভাজটা খুলে নিলাম।
20220316_134610.jpg20220316_134625_mfnr.jpg
20220316_135144_mfnr.jpg20220316_140512.jpg

ধাপ - ৩

  • এরপর আরেকটি ছোট কাগজ কেটে নিলাম তারপর কাগজটিকে বটে আঠা দিয়ে লাগিয়ে গোল করে নিলাম। তারপর পাতার উপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
20220316_140530_mfnr.jpg20220316_140608_mfnr.jpg
20220316_140841_mfnr.jpg

ধাপ - ৪

  • এরপর একটি টিস্যু নিয়ে নিলাম। তারপর একটি লাঠির মধ্যে বটে নিয়ে শেষে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ধরে দুই পাশ থেকে চেপে ছোট করে নিলাম।
20220316_183650.jpg20220316_141118.jpg
20220316_141253.jpg20220316_141319.jpg

#ধাপ - ৫

  • তারপর টিস্যুটির ভেতর থেকে লাঠি বের করে নিলাম। তারপর কালো মার্কার দিয়ে টিস্যুটির উপরে পোকার শরীরের মত এঁকে একটি পোকা তৈরী করে নিলাম।
20220316_141437_mfnr.jpg20220316_141512.jpg
20220316_141618_mfnr.jpg

ধাপ - ৬

  • তারপর পোকাটি পাতার উপরে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
20220316_141850.jpg20220316_142108.jpg

ধাপ - ৭

  • তারপর একটি শলা নিলাম শলার উপরে টিয়া কালারের কাগজ বটে একটি লাঠি তৈরি করে নিলাম।
20220316_142159_mfnr.jpg20220316_142506.jpg

ধাপ - ৮

  • তারপর পাতার ভিতরে লাঠি ঢুকিয়ে পোকাটির মাথার সাথে আঠা দিয়ে লাগিয়ে নিলাম।
20220316_142539_mfnr.jpg20220316_142704_mfnr.jpg
20220316_142717_mfnr.jpg20220316_143039_mfnr.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি রঙ্গিন কাগজ ও টিস্যু দিয়ে একটি পাতা এবং একটি পোকা তৈরি করে নিলাম।

20220316_150856.jpg

20220316_150854.jpg

20220316_150758.jpg

আশা করি আমার ড্রাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। আপনি আজ তৈরি করেছেন কাগজ ও টিস্যু দিয়ে একটি পাতা এবং একটি পোকা। আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙ্গিন কাগজ ও টিস্যু দিয়ে একটি পাতা এবং একটি পোকা তৈরি করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ‌। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

এক কথায় অসাধারন, রঙিন পেপার এবং টিসু দিয়ে অনেক সুন্দর একটি প্রজেক্ট তৈরি করেছেন, সত্যিই একটি ইউনিক প্রজেক্ট হয়েছে আপু, আপনার তৈরীকৃত প্রজেক্টে আমার খুবই ভালো লেগেছে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

পোকাটি দেখে একদম বাস্তব মনে হচ্ছে। আর এই রকম পোকা দেখলে আমার গা শিউরে ওঠে। তেমনি এখনো শিউরে উঠলো। আপনি খুব সুন্দর করে এটি তৈরি করেছেন ।মনে হচ্ছে একদম বাস্তব ,পাতার উপর একটি পোকা বসে আছে। খুব দারুণ একটি কাজ শেয়ার করেছেন আপু। অনেক ভালো লেগেছে আপনার আজকের এই কাজটি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ এবং কিছু টিস্যু ব্যবহার করে চমৎকার একটি পাতা এবং পাতার উপরে একটি অসাধারণ পোকা তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এই পোস্ট টা আমার কাছে অনেক ইউরিক মনে হয়েছে আপনি অনেক সুন্দর ভাবে এটি সাজিয়ে-গুছিয়ে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

পাতাটি খুবি সুন্দর হয়েছে কিন্তু পোকা টি ভয়ঙ্কর মনে হয়েছে। তবে দারুন ছিল আইডিয়া টি। উপস্থাপনা এবংবর্ননা সুন্দর ভাবে দিয়েছেন। পোকাটি তৈরী বেশী ভাল লেগেছে । কেরা পোকার মত তবে এটা সাদা । যাই হোক সব মিলিয়ে ঠিক ঠাক । ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপু সত্যিই অসাধারণ এবং নতুন ছিল আপনার কাজটি। এত সুন্দর পেপার ক্রাফট আমি আগে কখনো দেখিনি। এক কথায় আমি অভিভূত হয়ে গেছি আপনার হাতের কাজ দেখে। অনেক অনেক শুভকামনা রইল এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপনার ডাই অনেক সুন্দর হয়েছে এবং ইউনিক।
প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা আপু ।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপু।

 3 years ago 

দিদি সত্যি বলছি পাতাটা একদম হুবহু আসল গাছের পাতার মতো লাগছে। খুব সুন্দর একটা কাজ। মজার ব্যাপার হলো টিস্যু পেপার দিয়ে যে এত চমৎকার ভাবে পোকা তৈরি করা যায় চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। খুব খুব ভালো লাগলো পুরো পোস্ট টা।

 3 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74967.91
ETH 2823.87
USDT 1.00
SBD 2.51