DIY : এসো নিজে করি : রঙিন কাগজ দিয়ে একটি কুমিরের অরিগামি তৈরি || ১০% পে-আউট 'লাজুক খ্যাক'এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি কুমিরের অরিগামি তৈরি করেছি। আশা করি আজকের কাগজের তৈরি কুমিরের অরিগামি ভালো লাগবে। আর কাগজ দিয়ে কুমিরের অরিগামি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


IMG_1646276200025.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • মার্কার পেন
  • কাঁচি
  • স্কেল
  • আঠা

20220303_092704.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সবুজ কাগজ নিয়ে কাগজটিকে লম্বালম্বিভাবে ৫ ভাজ করে ভাঁজ অনুযায়ী কাগজটি কেটে নিলাম। তারপর একটি কাগজ নিয়ে কাগজটি আঠা দিয়ে গোল করে লাগিয়ে নিলাম।
20220303_000125.jpg20220303_000247_mfnr.jpg
20220303_000305_mfnr.jpg

ধাপ - ২

  • একটি কাগজের ভিতরে আরেকটি কাগজ ঢুকিয়ে আবার আঠা দিয়ে গোল করে লাগিয়ে নিলাম এভাবে চারটি কাগজ গোল করে লাগিয়ে নিলাম। এইভাবে কুমিরের শরীরের কিছুটা অংশ বানিয়ে নিলাম।
20220303_000402_mfnr.jpg20220303_000406_mfnr.jpg
20220303_000414_mfnr.jpg20220303_000801.jpg

ধাপ - ৩

  • এরপর আরো দুটো সবুজ কাগজ কেটে নিলাম। কাগজগুলো মাঝখানে ভাজ করে কুমিরের পায়ের মতো করে কেটে নিলাম।
20220303_001630.jpg20220303_002028.jpg
20220303_002219.jpg

ধাপ - ৪

  • এরপর কুমিরের শরীরের বাকি অংশটুকু সাথে আরেকটি সবুজ কাগজ গোল করে লাগিয়ে দিলাম এবং পেছনের বাড়তি কাগজটি একটু ডিজাইন করে কেটে কুমিরের লেজ তৈরি করে নিলাম। তারপর কুমিরের পাগুলো শরীরের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
20220303_090525.jpg20220303_090437.jpg

ধাপ - ৫

  • তারপর একটু চ্যাপ্টা এবং লম্বা করে আরেকটি সবুজ কাগজ কেটে নিলাম। তারপর কাগজটিকে মাঝখানে ভাজ দিয়ে দিলাম। তারপর ভাঁজের একটু উপরে আরেকটা ভাজ দিয়ে দিলাম। তারপর কাগজটিকে উল্টিয়ে কুমিরের মুখের মত তৈরী করে নিলাম।
20220303_001504.jpg20220303_002028.jpg
20220303_003741.jpg20220303_003855.jpg

ধাপ - ৬

  • তারপর আরেকটি সবুজ গোল কাগজ কেটে নিলাম। গোল কাগজটি সাথে কুমিরের মুখের অংশ আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর মুখের অংশটি কুমিরের শরীরের সাথে লাগিয়ে নিলাম।
20220303_004742.jpg20220303_005038.jpg

ধাপ - ৭

  • তারপরে দুটো চিকন লম্বা সাদা কাগজ কেটে নিলাম কুমিরের দাঁত বানানোর জন্য। কাগজ দুটো একসাথে করে কাগজের নিচের কিছুটা অংশ ভাজ করে নিলাম। তারপর কেচি দিয়ে কোনাকুনি করে কাগজ টি পুরো কেটে নিলাম এবং কুমিরের দাঁত তৈরী করে নিলাম।
20220303_004151.jpg20220303_004226_mfnr.jpg
20220303_004541.jpg

ধাপ - ৮

  • তারপর প্রথমে কুমিরের মুখে নিচের অংশের মধ্যে দাঁতগুলো লাগিয়ে নিলাম তারপর কুমিরের উপরের অংশে লাগিয়ে নিলাম।
20220303_090342.jpg20220303_090210.jpg

ধাপ - ৯

  • তারপর কুমিরের চোখ বানানোর জন্য দুটো সাদা গোল কাগজ কেটে নিলাম। তারপর মার্কার পেন দিয়ে কুমিরের চোখ দুটো বানিয়ে নিলাম। এরপর আঠা দিয়ে কুমিরের চোখগুলো লাগিয়ে নিলাম। এরপর কুমিরের মুখের উপরের অংশে মার্কার পেন দিয়ে কুমিরের নাক এঁকে নিলাম।
20220303_011900.jpg20220303_012807.jpg
20220303_024515.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি কুমিরের অরিগামি তৈরি করে নিলাম।

20220303_024515.jpg

20220303_094717.jpg

20220303_091422.jpg

20220303_091824.jpg

আশা করি আমার রঙ্গিন কাগজের তৈরি কুমিরের অরিগামিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ 💕

Sort:  

কাগজ কেটে কুমির বানানো। শুনতেই ভাল লাগে। সঠিক ভাবে ধারনার প্রয়োগ ছিল। ভাল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

একেই বলে সিজনশীল বুদ্ধি 👌 দারুন দেখালেন আপু রঙিন কাগজ দিয়ে কুমির তৈরি করে। কালারটা দারুণ ভাবে ফুটেছে ।ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

রঙিন পেপার দিয়ে অনেক সুন্দরভাবে কুমির তৈরি করেছেন আপু।চোখগুলো অনেক সুন্দর হয়েছে।অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা

 3 years ago 

বাহ্ খুব চমৎকার কুমির তৈরি করেছেন 😍
কাজটি খুব কঠিন ছিল আর আপনি খুব চমৎকারভাবে করে দেখালেন ❣️
সত্যিই অসাধারণ হয়েছে 👌
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উৎসাহমূলক একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর কুমির তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর ভাবে এই কুমির তৈরি করার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। পরবর্তীতে আমি তৈরি করব। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি কুমির বানিয়েছেন। কুমির বানানোর আইডিয়া আমার খুব ভালো লেগেছে। কুমির বানানো মাধ্যমে আপনার সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। এত সুন্দর একটি সৃজনশীল কাজ করার জন্য আপনাকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আপু খুব সুন্দর করে আপনি কাগজ দিয়ে কুমির তৈরি করেছেন।দেখতে কিন্তু সত্যিই মনে হচ্ছে একটি কুমির বসে আসে। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে এই ক্রাফটটি শেয়ার করেছেন।আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু,দেখে তো সত্যিকারের মনে হচ্ছে।দারুণ আইডিয়া, ভালোভাবে ফুটে উঠেছে কুমিরের অরিগামিটি।ধাপগুলো সুন্দর ছিল, ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অবিশ্বাস্য একটি কুমির তৈরি করেছেন । রঙিন পেপার দিয়ে এত সুন্দর কুমির তৈরি করা যায় সেটা আগে জানতাম না । তবে আপনার তৈরি করা দেখে আমারও ইচ্ছা জাগল । আপনার দেওয়া ধাপ গুলো দেখে আমিও চেষ্টা করব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

ওয়াও আপু আপনার প্রতিভা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে কুমির তৈরি করেছেন তা প্রকাশ করা বাইরে। দেখতে একদম অরজিনাল কুমিরের মতো লাগতেছে। চোখগুলো বিশেষ করে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে আপনার তৈরি করা ড্রাই টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05