DIY : এসো নিজে করি : রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেট || ১০% পে-আউট 'লাজুক খ্যাক'এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি করেছি। আশা করি আজকের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে। এই কাগজের ওয়ালমেট কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20220216_203100.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • পেন্সিল
  • কাঁচি
  • স্কেল
  • শক্ত কাগজ
  • স্ট্যাপলার

20220216_170453.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিলাম। তারপর একটি শক্ত কাগজ নিয়ে কাগজটির উপরে আঠা লাগিয়ে সাদা কাগজ শক্ত কাগজের উপরে লাগিয়ে দিলাম।
20220216_171034.jpg20220216_204958.jpg
20220216_171232.jpg

ধাপ - ২

  • এরপর একটি কালো কাগজটি চিকন করে চারটি কাগজ কেটে নিলাম। তারপর কালো চিকন কাগজগুলো সাদা কাগজের চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিলাম।
20220216_172056.jpg20220216_172718.jpg

ধাপ - ৩

  • এরপর একটি বেগুনি কাগজ নিলাম তারপর কাগজটি ১০×১০ সে.মি সাইজে পাঁচটি কাগজ কেটে নিলাম। তারপর একটি কাগজ নিয়ে চিকন করে ভাজ দিলাম। তারপর উল্টিয়ে পাল্টিয়ে কাগজটি পুরো ভাজ করে নিলাম।
20220216_174000.jpg20220216_205229.jpg
20220216_205325.jpg20220216_205417.jpg

ধাপ - ৪

  • এরপর কাগজটি মাঝখানে ভাজ করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম। তারপর কাগজের উপরের অংশ কোনা করে কেটে নিলাম ।
20220216_174319.jpg20220216_174333.jpg
20220216_174244.jpg20220216_174632.jpg

ধাপ - ৫

  • তারপর ভাজ করা কাগজটির নিচের অংশে স্টাপলার করে দিলাম। এইভাবে সবগুলো কাগজ ফুলের মতো করে নিলাম।
20220216_180243.jpg20220216_180336.jpg
20220216_180546.jpg

ধাপ - ৬

  • তারপর একটি সবুজ কাগজ নিয়ে দুটো কাগজ একটু বড় করে কেটে নিলাম। তারপর তিনটি কাগজ একটু চারকোনা করে চতুর্ভুজ এর মত কেটে নিলাম। তারপরও কাগজগুলোকে বটে লাঠির মত বানিয়ে নিলাম। তারপর হাত দিয়ে চ্যাপ্টা করে নিলাম।
20220216_181221.jpg20220216_182250.jpg
20220216_182327.jpg

ধাপ - ৭

  • তারপরে সবুজ কাগজ ৭×৭ সে.মি কাজের তিনটে কাগজ কেটে নিলাম। তারপর কোনাকুনি করে মাঝখান বরাবর একটি দাগ দিয়ে দিলাম তারপর দাগ অনুযায়ী কাগজগুলো কেটে নিলাম।
20220216_184047.jpg20220216_182900.jpg
20220216_184230.jpg

ধাপ - ৮

  • তারপর কাগজগুলোকে চিকন করে উল্টে-পাল্টে ভাজ করে নিলাম।
20220216_183103.jpg20220216_184323.jpg

ধাপ - ৯

  • তারপর মাঝখান বরাবর আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এভাবে সবগুলো পাতা তৈরি করে নিলাম।
20220216_213443.jpg20220216_184732.jpg
20220216_213413.jpg

ধাপ - ১০

  • তারপর সাদা আর কালো কাগজ দিয়ে যে বোর্ড তৈরি করে নিয়েছি সেই বোর্ডের মধ্যে বেগুনি কালারের ফুল সবুজ ডালগুলো লাগিয়ে দিলাম।
20220216_190808.jpg20220216_190346.jpg
20220216_191348.jpg20220216_192016.jpg

ধাপ - ১১

  • তারপর গাছের ডাল গুলোর মধ্যে সবুজ পাতা গুলো আঠা দিয়ে লাগিয়ে নিলাম। এভাবে পুরো একটি ফুল গাছ তৈরি করে নিলাম।
20220216_193958.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করে নিলাম। তারপর ওয়ালমেটটি দেওয়ালে ঝুলিয়ে দিলাম।

20220216_195523.jpg

20220216_200643.jpg

আশা করি আমার রঙ্গিন কাগজের তৈরি ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে রঙ্গিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ আপনি তো খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনি অনেক সাজিয়ে গুছিয়ে ধাপগুলো বর্ণনা করেছেন যা আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপনার তৈরি করা রঙ্গিন কাগজের ওয়ালমেট টা দেখতে সত্যিই চমৎকার লাগছে্ । বিশেষ করে আপনি বেগুনি রংয়ের রঙিন কাগজ দিয়ে চমৎকারভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তাছাড়া ধাপে ধাপে অনেক সুন্দরভাবে বর্ণনাও করেছেন । ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি ক্রিটিভ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।❤️❤️

 2 years ago 

এত সুন্দর মূল্যবান গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজের সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। ফুলগুলো খুবই চমৎকার দেখতে।এমন সুন্দর উপস্থাপন এটি শিখতে সহায়ক হবে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আমন্ত্রণ ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপু অসাধারণ হয়েছে আপনার তৈরি করা রঙিন কাগজের ওয়ালমেট টি। যে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছে কাগজের কালার টা সত্যিই অনেক সুন্দর। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। দেয়ালে টাঙালে আরও সুন্দর দেখাবে। রঙিন কাগজের ফুলগুলো আমার কাছে ভালো লেগেছে। খুব সুন্দর করে ধাপে ধাপে ওয়ালমেট বানানোর প্রক্রিয়া বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

রঙিন কাগজ দিয়ে আপনি অসাধারণ ভাবে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট দেখে অনেক ভালো লাগলো। আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরির প্রতিটি স্টেপ আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

বাহ্ সুন্দর তো ❤️
ওয়ালমেটটি ভীষণ বুদ্ধি করে সুন্দর করে তৈরি করেছেন সত্যিই দারুন দেখাচ্ছে।
সৃজনশীল কাজ সবসময়ই ভালো লাগে ♥️
শুভ কামনা রইল 🥀

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

রঙিন পেপার দিয়ে দারুন একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন ওয়ালমেট দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালারটা দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

একটা সুন্দর গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61