DIY : এসো নিজে করি : 🐇 কাগজের তৈরি সুন্দর দুটো খরগোশ 🐇 || ১০% পে-আউট 'লাজুক খ্যাক'এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, 💕

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম। আজকে আমি কাগজ দিয়ে সুন্দর দুটো খরগোশ তৈরি করেছি। আশা করি আজকের খরগোশ গুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই কাগজের খরগোশ কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলুন শুরু করা যাক।


20220205_165645.jpg

প্রয়োজনীয় উপকরন :

  • রঙ্গিন কাগজ
  • মার্কার পেন
  • কাঁচি

20220205_112647.jpg

প্রস্তুতিকরণ :

ধাপ - ১

  • প্রথমে আমি রঙিন কাগজ গুলো কোনাকোনিভাবে ভাজ করে তারপর নিচের বাড়তি অংশটা কেটে কাগজগুলো সমান করে নিলাম।
20220205_112457.jpg20220205_112553.jpg
20220205_112934.jpg

ধাপ - ২

  • একটি লাল কাগজ নিয়ে কাগজটি সমান করে মাঝখান বরাবর ভাজ করে নিলাম। তারপর ভাজটি খুলে দুই পাশ থেকে আরো দুইটা ভাজ দিয়ে দিলাম।
20220205_113013.jpg20220205_113038.jpg
20220205_113102.jpg

ধাপ - ৩

  • এরপর আবার ভাজ খুলে কোনাকোনিভাবে কাগজটি ভাজ করে নিলাম। এভাবে পুরো কাগজের মধ্যে সবগুলো ভাজ দিয়ে দিলাম।
20220205_113138.jpg20220205_113208.jpg
20220205_113431.jpg

ধাপ - ৪

  • এরপর আবার মাঝখানে দুই পাশ থেকে ভাজ দিয়ে নিলাম। এরপর কাগজটি নিচের অংশ ধরে দুটো কোনা করে চতুর্ভুজের মত করে নিলাম।
20220205_113547.jpg20220205_113550.jpg
20220205_113635.jpg

ধাপ - ৫

  • তারপর কাগজের ভাজ গুলো উল্টো করে নিলাম। তারপর আবার উল্টিয়ে আবার কোনাকুনিভাবে কাগজটিকে ভাজ করে নিলাম।
20220205_113926.jpg20220205_113934.jpg
20220205_114046.jpg

ধাপ - ৬

  • তারপর মাঝখান বরাবর কাগজটিকে আবার ভাজ করে নিলাম। তারপর কাগজটিকে আবার উল্টিয়ে কাগজের উপরের অংশ অল্প একটু ভাজ করে নিলাম। তারপর কাগজটিকে হাত দিয়ে ধরে মাঝখান বরাবর পুরো সমান করে ভাজ দিয়ে নিলাম।
20220205_114224.jpg20220205_114433.jpg
20220205_114446.jpg20220205_114509.jpg

ধাপ - ৭

  • তারপরে উপরের কোনাগুলো হাত দিয়ে ধরে উপরের দিকে টান দিয়ে নিচের অংশে চাপ দিয়ে একটি ভাজ করে নিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেল খরগোশের কানা আর মুখ। তারপর খরগোশের কান নিচের দিকে একটি ভাজ দিয়ে দিলাম। তারপর ভাজ খুলে কানগুলো উপরের দিকে খাড়া করে হাত দিয়ে কানের ভিতর কান গুলো খুলে দিলাম।
20220205_114627.jpg20220205_114652.jpg
20220205_114730.jpg20220205_114810.jpg

ধাপ - ৮

  • তারপর খরগোশের পিছনের অংশে একটু বাকা করে কাগজটিকে ভাজ দিয়ে নিলাম। তারপর ভাজটা খুলে হাত দিয়ে ধরে ভিতরের দিকে কাগজটি ভাজ করে নিলাম।
20220205_114952.jpg20220205_115031.jpg
20220205_120216.jpg20220205_120451.jpg

ধাপ - ৯

  • তারপর কাগজটির ভাজ আবার খুলে ভিতরে মাঝখান বরাবর কোনাকোনিভাবে আরেকটি ভাজ দিয়ে খরগোশের পা তৈরী করে নিলাম।
20220205_120432.jpg20220205_120500.jpg
20220205_120708.jpg20220205_120712.jpg

ধাপ - ১০

  • তারপর খরগোশের পায়ের উপরের অংশে আরেকটুকু কোনা করে ভাজ দিয়ে নিলাম। তারপর ভাজটি খুলে ভেতরের দিকে ভাজ দিয়ে দিলাম। এইভাবে আমি পুরো একটি খরগোশ তৈরি করে নিলাম।
20220205_120730.jpg20220205_120755.jpg
20220205_120807.jpg20220205_183940.jpg
20220205_183808.jpg

ধাপ - ১১

  • তারপরে একইভাবে আমি আরেকটি সাদা কাগজ দিয়ে খরগোশ ও তৈরী করে নিলাম। তারপর আমি খরগোশের চোখ মার্কার দিয়ে এঁকে নিলাম। এভাবে আমি দুটো খরগোশের চোখে এঁকে নিলাম।
20220205_123125.jpg20220205_123835.jpg
20220205_124119.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি কাগজ দিয়ে দুটো সুন্দর খরগোশ তৈরি করে নিলাম।

20220205_124524.jpg

20220205_164530.jpg

20220205_124615.jpg

আশা করি আমার কাগজের তৈরি খরগোশগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💕 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💕

Sort:  
 2 years ago 

বাহ দারুন তো 👌👌 দুই কালারের দুইটা খরগোশ দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি আপনার ইউনিট চিন্তাধারার তারিফ করতে হয় ।খুব সহজেই আপনি এটি প্রস্তুত করেছেন। ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অও,অসাধারণ হয়েছে আপু ।খরগোশ প্রাণীটি আমার খুবই পছন্দের।লাল ও সাদা খরগোশের জুটি খুবই ভালো মানিয়েছে।ধাপগুলো সুন্দর ছিল,ধন্যবাদ আপু।

 2 years ago 

সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে বানানো খোরগোশ টি।খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।

 2 years ago 

সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর সুন্দর দুইটি খরগোশ তৈরি করেছেন । দেখতে খুব কিউট দেখাচ্ছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
আপু আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

একটি গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কাগজ দিয়ে যে এতো সুন্দর এবং নিখুঁত ভাবে খরগোস তৈরি করা যায়, সেটা আপনার পোস্টি না দেখলে জানাই হতো না, সত্যি আপু অনেক সুন্দর করে খরগোশ তৈরি করেছেন, দেখে সত্যি খুবই ভালো লাগলো আপু, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খরগোশ খুব সুন্দর একটি প্রাণী। এটি বাস্তবে দেখতে বেশ মায়াবী লাগে।আপনার এই খরগোশ তৈরি করার প্রক্রিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে। কাগজ দিয়ে কত সুন্দর করে আপনি এই খরগোশ ২টি তৈরি করেছেন আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো খরগোশ দুটি খুবই সুন্দর হয়েছে আপু । আমিও একবার খরগোশ বানিয়ে শেয়ার করেছিলাম তবে আপনার বানানো এবং উপস্থাপনা সুন্দর হয়েছে আপু । ধন্যবাদ আপনাকে আপনাকে

 2 years ago 

এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল ।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি এই খরগোশটি দেখতে আসলেই অনেক ভালো লাগে। অনেকদিন আগে আমিও এই খরগোশটি তৈরি করেছিলাম ।আজ আবার আপনি তৈরি করলেন দেখে ভালো লাগছে। খুব সুন্দর ভাবে আপনি খরগোশটি বানিয়েছেন লাল আর সাদা কাগজ দিয়ে বানানোর কারনে আরো বেশী ভালো লাগছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার কাগজের তৈরি খরগোস দুটি দেখতে অনেক কিউট হয়েছে। আপনি অসাধারণ ভাবে খরগোস দুইটি তৈরির প্রতিটি প্রসেস দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ ব্যতিক্রম ধর্মী এই প্রজেক্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

এত সুন্দর করে একটি গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কাগজ দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে দুটি খরগোশ তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের দুটি খরগোশটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। বিশেষ করে লাল রঙের খরগোশটি অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর দুটি রঙিন কাগজের খরগোশ আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপু আপনার জন্য

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 69571.32
ETH 3782.89
USDT 1.00
SBD 3.88