পাঠ্যপুস্তক বিতরণী উৎসব ২০২৩ || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আর পোস্টটি হচ্ছে পাঠ্যপুস্তক বিতরণী উৎসব ২০২৩। নতুন বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই বিতরণ নিয়ে প্রত্যেকটা স্কুলে খুব সুন্দর উৎসব হয়। তেমনি আমার মেয়ের স্কুলেও বিনামূল্যে বই বিতরণীর খুব সুন্দর একটি উৎসব হয়েছে। এবং সেই উৎসবের ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবককে দাওয়াত দেওয়া হয়েছে। তারপরে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে সময় মত আমার মেয়ের স্কুলে চলে গেলাম।

1672673198708.jpg

তারপর গিয়ে দেখলাম স্কুলের ভিতর খুব সুন্দর প্যান্ডেল টানিয়ে সবার বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং খুব সুন্দর করে প্যান্ডেলটি সাজিয়েছে। এরপর আমরা গিয়ে বসলাম। আসলে নতুন বই পাওয়ার আনন্দটাই আলাদা। আমার মেয়ে তো খুব আনন্দে ছিল কখনো নতুন বই সব হাতে পাবে।

20230101_091917.jpg

20230101_095026.jpg

এরপর সব অতিথিরা আসলো তারপর প্রথমেই কোরআন তেলাওয়াত হলো। তারপর স্কাউটের ছাত্র-ছাত্রীরা জাতীয় সংগীত গাইলো। এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে পরিচালক কিছুক্ষণ শিক্ষামূলক কিছু বক্তব্য রাখলেন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য। এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরো কিছু বক্তব্য রাখলেন।

20230101_090715.jpg

20230101_092039.jpg

তারপর শুরু হলো বই বিতরণী পর্ব। এরপর প্রতিটা ক্লাসের কিছু বাচ্চাদের হাতে বই তুলে দিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং প্রধান শিক্ষক সব বাচ্চাদের হাতে নতুন বই গুলো তুলে দিলেন। তারপর নতুন বইগুলো হাতে নিয়ে সবাই একসাথে খুব সুন্দর কিছু ছবি তুলে নিল। এই ফাঁকে আমিও কিছু ফটোগ্রাফি করে নিলাম। এরপর সব অভিভাবক এবং বাচ্চাদের হাতে মিষ্টি প্যাকেট দিয়ে দিল। তারপর বাকি বাচ্চাদের ক্লাস রুমে নিয়ে আস্তে আস্তে সবার হাতে নতুন বই তুলে দিল। আসলে নতুন বই পাওয়ার আনন্দটাই আলাদা। নতুন বই হাতে পেয়ে সব বাচ্চারা খুবই খুশি।

20230101_093054.jpg

20230101_094056.jpg

এই ছিল আমার আজকের পোস্ট আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

ফটোগ্রাফার : @sshifa

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

গুগল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঠিক বলেছেন আপু নতুন বই পাওয়ার আনন্দটা সব সময় অন্য রকম থাকে। আমার মেয়ে ও গতকাল বই পেয়ে অনেক খুশি।নতুন বই দেওয়ার উপলক্ষে স্কুলে অনেক সুন্দর আয়োজন করছে আবার সবার হাতে মিষ্টির প্যাকেট দিয়েছে। যাইহোক বাচ্চারা নতুন পেয়ে অনেক আনন্দে আছে এটাই অনেক,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাই-স্কুল লেভেল অব্দি থাকতে এভাবে বই নিতে হতো।ইয়া বড় ভীড় পার করে হাতে পেতাম কাংখিত সেই বই।আর বই পাওয়ার পরই আমার প্রথম কাজ হতো নতুন বইয়ের গন্ধ শোকা😁।আর তারপর বাসায় এনে আম্মুর থেকে মলাট করে নিতাম।
মেয়ের স্কুলে সুন্দর সময় কাটিয়েছেন।ভালো লাগলো ছবিগুলো দেখে।শুভ কামনা রইলো।

 2 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আশা করি এভাবেই সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

 2 years ago 

বছরের প্রথম দিকে নতুন নতুন বই পাওয়ার আনন্দটা ছিল কিন্তু অন্যরকম। আমরাও ছোটবেলায় অনেক মজা করতাম এই বই নেওয়ার সময়। বাচ্চারা একটু বেশি খুশি হয় নতুন বই পাওয়ার ফলে। নতুন বইয়ের গ্রান নিতে বেশি পছন্দ করে। খুবই ভালো একটি সময় অতিবাহিত করেছেন এবং বেশ ভাল ভাল ফটোগ্রাফি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপু এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আশা করি এভাবেই সুন্দর মন্তব্যের মাধ্যমে সব সময় পাশে থাকবেন।

 2 years ago 

আসলে বছরের শুরুতে চারোদিকে বই বিতরণের ধুম পড়ে গেছে। আমাদের এদিকেও বই দেয়া হচ্ছে। তবে আমাদের এদিকে বই দেওয়ার বিনিময়ে টাকা নেয় হচ্ছে। আপনাদের ওইদিকে কি টাকা নিচ্ছে?

 2 years ago 

আমি তো আমার পোষ্টের উপরেই লিখেছিলাম বিনামূল্যে বই বিতরণী উৎসব আপনি হয়তো বা খেয়াল করেননি লেখাটা। না ভাইয়া আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ হচ্ছে। সারা বাংলাদেশে তো বিনামূল্যের বিতরণ করার ঘোষণা দিয়েছে সরকার তাহলে আপনাদের ওদিকে কেন টাকা নিচ্ছে সেটা আমার জানা নেই।

 2 years ago 

পাঠ্যপুস্তক বিতরণী অনুষ্ঠান দেখে মনে হচ্ছে অনেক জাকজমক অনুষ্ঠান হয়েছে। আপনার বাচ্চাদের দেখে মনে হচ্ছে অনেক খুশি তারা। বিনামূল্যে বই বিতরণ এটি ভাল উদ্যোগ।আপনি ঠিক বলেছেন নতুন বই পাওয়ার আনন্দ আলাদা। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

বর্তমান সময়ে প্রতিটা স্কুলে বিনামূল্যে বই বিতরণ করা হয় এই ব্যাপারটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। বই বিতরণী অনুষ্ঠান দেখতে আমার অনেক বেশি ভালো লাগে যখন স্কুলে পড়তাম তখন এই ব্যাপারটা আমি অনেক বেশি ইনজয় করতাম দেখতাম অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে আসতো এবং তাদের সুন্দর সুন্দর বক্তব্য রাখত। আপনার মেয়ের নতুন বই পেয়ে অনেক খুশি এটা জেনে আরো বেশি ভালো লাগলো আপু, শুভকামনা রইল আপনার মেয়ের জন্য। তার ভবিষ্যৎ দিনগুলো উজ্জ্বল হোক এই কামনা করি।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনার মন্তব্যটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আশা করি এভাবেই সব সময় সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

 2 years ago (edited)

নতুন বছরের সেই নতুন বই গুলো আহারে সেই দিনগুলো কতইনা মজার ছিল। সব বন্ধুরা মিলে একসাথে চলে যেতাম নতুন বছরের সেই নতুন বই গুলো নেওয়ার জন্য। ইচ্ছে করে আবার ছোটবেলায় হারিয়ে যাই এবং সবার সাথে আগের মত চলি। যদি সেই দিনগুলো আবার ফিরে আসত।প্রত্যেক বছরের শুরুতে এরকম বই বিতরণ অনুষ্ঠান হয়। খুবই ভালো একটি সময় অতিবাহিত করেছেন দেখছি। আপনার মেয়ে যেন খুবই ভালোভাবে এগোতে পারে সেই দোয়া করি। ধন্যবাদ।

 2 years ago 

ইচ্ছে থাকলেও সেই দিনে আর ফেরার সম্ভব না ভাইয়া। এখন ছেলে মেয়ের সাথে সেই দিনগুলো কিছুটা ইনজয় করা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

 2 years ago 

নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। আমাদের সময় এভাবে অনুষ্ঠান করে বই বিতরন করা হত না। কিন্তু নতুন বই কিনে আনার পর সেই বই নিয়ে কি যে আনন্দ হত। ক্যালেন্ডার দিয়ে বইয়ের মলাট লাগাতাম। আপনার পোস্টের মাধ্যমে সেই সৃত্মি মনে পড়ে গেল। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 2 years ago 

যাক আমার পোষ্টের মাধ্যমে আপনার সেই স্মৃতি মনে পড়ে গেল সেজন্য খুব ভালো লাগলো। আসলেই আপু ঠিক বলেছেন আমাদের সময় এরকম অনুষ্ঠান হতো না আবার আমাদের সময় বই কিনে নিতে হত। তাও কিন্তু নতুন বই হাতে পাওয়ার পর আনন্দটাই অন্যরকম ছিল। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আশা করি সব সময় এভাবে সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76571.01
ETH 3026.93
USDT 1.00
SBD 2.61