DIY - এসো নিজে করি : একটি প্রজাপতির মান্ডালা আর্ট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটি প্রজাপ্রতির মান্ডালা আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20211127_175135.jpg

20211126_112836.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন
  • স্কেল
  • পেন্সিল কাটার
  • কাল মার্কার পেন
  • পেন্সিল কম্পাস

20211127_201658.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল কম্পাস দিয়ে একটি ভিতরে আরেকটি মোট তিনটি বৃত্ত আর্ট করলাম।

20211126_004838_mfnr.jpg

ধাপ - ২

  • এরপর স্কেল দিয়ে বৃত্তের মাঝখান বরাবর যোগ চিহ্নের মতো দাগ দিয়ে দিলাম।

20211126_005000_mfnr.jpg

20211126_005029_mfnr.jpg

ধাপ - ৩

  • এরপর ভেতরে আরো দুটো দাগ দিয়ে দিলাম।

20211126_114048.jpg

ধাপ - ৪

  • এরপর আমি দাগের মাঝখান বরাবর প্রজাপতির শরীরের কিছুটা আর্ট করলাম।

20211126_005152_mfnr.jpg

20211126_005200_mfnr.jpg

ধাপ - ৫

  • এরপর আমি প্রজাপতির পাখার কিছুটা অংশ আট করলাম।

20211126_005454_mfnr.jpg

20211126_005331_mfnr.jpg

ধাপ - ৬

  • এরপর আমি পুরো প্রজাপতিটা আর্ট করলাম।

20211127_182052.jpg

20211127_182144.jpg

ধাপ - ৭

  • এরপর আমি পেন্সিলের দাগের ওপর কালো মার্কার পেন দিয়ে প্রজাপতিটা আর্ট করলাম এবং প্রজাপতির শরীরে কিছু ডিজাইন করে নিলাম।

20211126_011055_mfnr.jpg

20211126_113949.jpg

ধাপ - ৮

  • এরপর আমি প্রজাপতির পাখার উপরের অংশে কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।

20211126_013412_mfnr.jpg

20211126_113740.jpg

ধাপ - ৯

  • এরপর আমি প্রজাপতির পাখা নিচের অংশে ও আরো কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।

20211126_113537.jpg

20211126_113438.jpg

ধাপ - ১০

  • এরপর আমি প্রজাপতির পাখার আরেকটি পাশে উপরের অংশ একই রকম ডিজাইন করে নিলাম।

20211126_113410.jpg

20211126_113315.jpg

ধাপ - ১১

  • এরপর প্রজাপতিটির পাখা নিচের অংশটি একইভাবে সুন্দর করে ডিজাইন করে নিলাম।

20211126_113229.jpg

20211126_113154.jpg

ধাপ - ১২

  • এরপর বৃত্তটির দুই পাশে উপরে নিচে আরও কিছু সুন্দর ডিজাইন করে নিলাম । এবং আমি পেন্সিলের দাগ গুলো রাবার দিয়ে সুন্দর করে মুছে নিলাম।

20211126_113128.jpg

20211126_024737.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20211127_175135.jpg

20211126_112836.jpg

20211126_112736.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20211127_200351.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

ওয়াও। অনেক সুন্দর ছবি এঁকেছেন আপু। আমার এই ধরনের ছবি গুলা অনেক সুন্দর লাগে। কিন্তু আমি তেমন পারি না।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ম্যান্ডেলা অঙ্কনে আপনি অনেক দক্ষ যেটা আপনার ম্যান্ডেলা দেখে বোঝা গেছে। আপনি অনেক যত্নসহকারে ম্যান্ডেলা টি অঙ্কন করেছেন এবং তার ছবি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার প্রজাপতির মান্ডালা আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।এই ধরনের আর্ট করতে আমারও খুবই ভালো লাগে ।আমিও মাঝে মাঝে সময় পেলে এধরনের আর্ট করে থাকি। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় ।যেটি আপনি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আপনার প্রজাপতির ম্যান্ডেলের চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি।আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার মন্তব্যটি করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর একটি ড্রইং শেয়ার করেছেন আপনি। ম্যান্ডেলা আর্ট আমিও করি। আমার খুবই ভালো লাগে এই আর্ট গুলো। অনেক নিখুঁত ভাবে ড্রয়িং টি শেষ করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্যটি করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপু, আপনি প্রজাপতির অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট অঙ্কন করেছেন, আপনার অংকন গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। তবে বিশেষ করে আপনি অনেক সুন্দর ভাবে মান্ডালা আর্ট করে থাকেন, প্রতিবারের ন্যায় এবারও আপনার মান্ডালা আর্ট টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে প্রজাপতির মান্ডালা আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি মান্ডালা আর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🤟🤟🎊

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি প্রকাশ করার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

আমার মেয়ে প্রজাপতি খুব পছন্দ করে এবং একটু বড় হলে এই আর্টটা তাকে করে দিলে সে খুব খুশি হবে। তাই আপনার এই আর্টটি আমি রিস্টিম করে আমার ওয়ালে রেখে দিচ্ছি । ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া প্রথমে আপনার মেয়ের জন্য রইল ভালোবাসা এবং দোয়া। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি খুব সুন্দর করে প্রজাপতির ম্যান্ডেলা টি এঁকেছেন প্রতিটি ধাপ খুব সুন্দর ছিল এবং সুন্দর উপস্থাপনা ছিলো, আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো।

 3 years ago 

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

প্রজাপতির ম্যান্ডালা আর্টটি অতি দারুন লাগছে।দেখে আমি মুগ্ধ হলাম ।আপনি এত সুন্দর ভাবে বানিয়েছেন,আর আমি কী বলবে।আর্টের সাথে উপস্থাপনা অনেক চমৎকার লাগছে আপু।অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56516.28
ETH 2315.44
USDT 1.00
SBD 2.34