"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে মিকি মাউস এর মান্ডালা আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।
আর্ট করতে যা যা লাগবে:
- সাদা কাগজ
- পেন্সিল
- রাবার
- কালো জেল পেন

ধাপ - ১
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে মিকি মাউসের কান এবং মাথার অংশ আর্ট করে নিলাম।
ধাপ - ২
- তারপর আমি মিকি মাউস এর দুটো হাত আর্ট করে নিলাম।
ধাপ - ৩
- এরপর আমি শরীরের কিছু অংশ এবং দুটো পা আর্ট করে নিলাম।
ধাপ - ৪
- এরপর আমি মিকি মাউস এর চোখ, নাক, মুখ আর্ট করে নিলাম।
ধাপ - ৫
- এরপর আমি পুরো মিকি মাউসটার পেন্সিলের দাগের উপর
কালো জেল পেন দিয়ে আর্ট করে নিলাম।
ধাপ - ৬
- এরপর মিকি মাউস এর দুটো কানের মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ - ৭
- এরপর মুখের পাশে আরো কিছু সুন্দর ডিজাইন করে নিলাম।
ধাপ - ৮
- মিকি মাউস এর জামার হাতার মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ - ৯
- এরপর মিকি মাউস এর জামার গলার মধ্যে জামার মধ্যে এবং পায়ের মধ্যে আরো সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
ধাপ - ১০
- তারপর মিকি মাউসের নাক এবং চোখের মধ্যে কিছু ডিজাইন করে নিলাম।

শেষ ধাপ
- আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।



আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗
আপনি অনেক সুন্দর ভাবে মিকি মাউস এর ম্যান্ডেলা তৈরি করেছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি ভাবে ধাপগুলো আমাদের সাথে শেয়ার করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল আপু
ওলেলে বাবা লে কি কিউট।আপু খুবই চমৎকার হয়েছে আপনার আঁকা মিকি মাউসের মান্ডালা আর্ট টি। চোখ, নাক, কান কোন কিছুতেই খুত নেই। আপনি খুব নিখুঁত ভাবে অঙ্কন করতে পারেন। আর সহজ পদ্ধতিতে এঁকে দেখান। যা আমার খুব ভালো লাগে।
https://mobile.twitter.com/Shifa96616076/status/1510862070065266689.
দারুন হয়েছে আপু আপনার মিকি মাউসের ম্যান্ডেলা আর্টটি ।ম্যান্ডেলা আর্টগুলো অনেক ভালো লাগে আমার কাছে তার পরে আবার যদি এমন কিউট মিকি মাউস আর্ট করা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। দেখতে কি কিউট লাগছে। ছোট ছোট ডিজাইন গুলো খুবই চমৎকার হয়েছে আপু খুব ভালো লাগলো আমার কাছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ওয়াও আপু অনেক সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করেছেন আপনি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অনেক চমৎকার লাগছে। এছাড়াও প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ওয়াও অনেক সুন্দর মেয়েকে মাউসের ম্যান্ডেলা অঙ্কন করেছেন। আমার কাছে তো অনেক বেশ ভালো লাগলো। কারণ ম্যান্ডেলা অংকন এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর কাল রংটা অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন। আমাদের মাঝে। এত সুন্দর একটি ম্যান্ডেলা অংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
মিকি মাউস এর মান্ডালা আর্ট ভীষণ চমৎকার দেখাচ্ছে 😍
এই অংকন বেশ কঠিন, আপনি কি সুন্দর অবলীলায় করে ফেললেন ❣️
সত্যিই ভীষণ সুন্দর দেখাচ্ছে।
জিনিসটা খুব কিউট লাগছে ☺️
এত সুন্দর করে মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আপনার আর্ট চরিত্র যদিও সাধারন কিন্তু আপনার আর্ট অনেক অসাধারন ভাবে ফুটে উঠেছে। একটি মিকি মাউস যখন আপনি এর মান্ডালা আর্ট করলেন তখন তা বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। সুন্দর লাগছে দেখতে ।শুভকামনা
করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
মিকি মাউস এর মান্ডালা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। আপনার মান্ডালা আর্ট আমার কাছে ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে মান্ডালা আর্ট করেছেন। অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপু শুভকামনা রইল আপনার জন্য।
মিকি মাউসের ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনি খুবই দক্ষতার সাথে মিকি মাউস টি অঙ্কন করেছেন। বিশেষ করে মিকি মাউসের জামার ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।