DIY - এসো নিজে করি : বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকন || ১০% পে-আউট 'লাজুক খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকন করেছি। আশা করি আজকের পেন্সিল আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20220510_201645.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার
  • পেন্সিল কম্পাস
20210918_183741.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল কম্পাস দিয়ে একটি বড় গোল বৃত্ত আর্ট করে নিলাম।
20220510_135756_mfnr.jpg20220510_135850.jpg

ধাপ - ২

  • এরপর এরপর একটি কাগজ নিয়ে কাগজের উপর একটি ফুল আর্ট করে নিলাম।
20220510_140430.jpg20220510_140942.jpg

ধাপ - ৩

  • এরপর আমি ফুলটির দাগ অনুযায়ী কাগজটি কেটে নিলাম। একবার একটি টিস্যু ভাজ করে নিলাম।
20220510_141601.jpg20220510_143124.jpg

ধাপ - ৪

  • এরপর আমি তারপর কিছু পেন্সিলের গুঁড়া নিয়ে টিস্যুর মধ্যে লাগিয়ে ফুলের কাগজ টা হাত দিয়ে চাপ দিয়ে ধরে টিস্যু দিয়ে ঘষে ঘষে পেন্সিল দিয়ে কালো রং করে নিলাম।
20220510_143133.jpg20220510_143143.jpg
20220510_143258_mfnr.jpg

ধাপ - ৫

  • এরপর আমি উপরে কাগজটি উঠিয়ে নিলাম খুব সুন্দর একটি ফুলের ছাপ দেখা যায়।
20220510_143730.jpg20220510_144200.jpg

ধাপ - ৬

  • এরপর আমি ফুলের ছাপ থেকে নিচের দিকে ফুলের ডাল এবং দুটো পাতা আর্ট করে নিলাম।
20220510_165847.jpg20220510_165816.jpg
20220510_165738.jpg

ধাপ - ৭

  • এরপর পাপড়ি গুলোর মাঝখানে দাগ দিয়ে দিলাম। তারপর ফুলের ভিতরে পুংকেশর গুলো আর্ট করে নিলাম। তারপর পাতা ডাল এর চারপাশে পেন্সিলের গুঁড়ো নিয়ে টিস্যু দিয়ে ঘষে কালার করে নিলাম।
20220510_165533.jpg20220510_165400.jpg
20220510_165451.jpg

ধাপ - ৮

  • তারপর পাতার ভেতর পেন্সিল দিয়ে ঘষে হালকা কালার করে নিলাম এবং ফুল ও পাতার উপর বৃষ্টির ফোটার মত আর্ট করে নিলাম।
20220510_192412.jpg20220510_193040.jpg

শেষ ধাপ

  • তারপর আর্টের নিচে আমার নাম লিখে নিলাম। এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20220510_201645.jpg

20220510_205326.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 2 years ago 

বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

বৃষ্টির দিনের সাথে মিল রেখে অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন। পেন্সিল দিয়ে এত সুন্দর চিত্র অঙ্কন করা যায় সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতেই পারতাম না। আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংক খুবই সুন্দর হয়েছে, দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি অসাধারণ দক্ষতা দিয়ে আপনি এই চিত্রটি অঙ্কন করেছেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু। আমার কাছে চিত্রাংকন একদম ইউনিক মনে হচ্ছে। আপনি বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন সত্যিই অসাধারণ লাগছে

 2 years ago 

আপু আপনি সব সময় খুব চমৎকার চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। আজকের আর্ট টি ও অসাধারণ হয়েছে। ফুলের উপর বৃষ্টির ফোঁটা গুলো খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে পাতাগুলোর উপর পড়ে আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

ফুলটি আপনি দারুন এঁকেছেন আপু। বিশেষ করে ফুলটির উপরে যে পানির ফোঁটা গুলো এঁকেছেন ওগুলো একদম আসল বৃষ্টির পানির ফোঁটার মতই লাগছে। সত্যি আপু খুবই ভালো লাগলো আপনার করা এই চিত্রাংকন টি। ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর ফুলের চিত্র অংকন করেছেন আপু। শুধু পেন্সিল দিয়ে এত সুন্দর চিত্র অংকন করা যায় তার আগে জানতাম না। পেন্সিলের তৈরি ফুল দেখে আমি মুগ্ধ হলাম আপু। পেন্সিল দিয়ে এত সুন্দর একটি ফুল অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু, বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকন করতে আপনি যে ধাপগুলো দেখিয়েছেন তা অত্যন্ত চমৎকার হয়েছে। ফুলের চিত্র টি অঙ্কন করতে আপনি টিস্যু পেপার দিয়ে ঘষে ঘষে পেন্সিলের কালো রং গুলো তুলে নিলেন। এবং তারপরে খুবই চমৎকার করে বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকনটি সম্পন্ন করলেন। অনেকটা সময় ও ধৈর্য নিয়ে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও বৃষ্টির ফোঁটা পড়া একটি সুন্দর ফুলের চিত্রাংকন তৈরি করেছেন আপনি দেখতে অপূর্ব সুন্দর লাগতাছে আমার কাছে একান্ত আপনার এই চিত্র অংকন অনেক বেশি ভালো লেগেছে কারণ আপনি অনেক ধৈর্য্য নিয়ে এটি সুন্দরভাবে তৈরি করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45