DIY - এসো নিজে করি : পেন্সিল দিয়ে লাজুক খ্যাক অংকন || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, ❤️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি পেন্সিল দিয়ে লাজুক খ্যাক অংকন করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আশা করছি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাব যাতে আরো নতুন নতুন ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি।এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

FRAME_COLLAGE1631967678234.png

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • পেন্সিল কাটার

20210918_183741.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে শিয়ালের দুটো কান মাথা এবং মুখের কিছুটা অংশ আর্ট করলাম।

20210918_174637.jpg

ধাপ - ২

এরপর এরপর আমি শিয়ালের নাক চোখ আর্ট করলাম।

20210918_180428.jpg

ধাপ - ৩

এরপর আমি শিয়ালের শরীরের কিছুটা অংশ আর্ট করলাম।

20210918_104135.jpg

ধাপ - ৪

এরপর শিয়ালের পুরো শরীর লেজ আর্ট করলাম এবং পা লেজ এগুলো আর্ট করলাম। চোখ নাক গুলো পেন্সিল দিয়ে গারো করে দিলাম।

20210918_180342.jpg

ধাপ - ৫

তারপর আমি শিয়ালের শরীরের উপরের অংশ এবং নিচের অংশটি পেন্সিল দিয়ে হালকা করে ঘষে হালকা কালো করে দিলাম।

20210918_180243.jpg

ধাপ - ৬

তারপর শিয়ালের শরিলে এবং লেজের মধ্যে পেন্সিল দিয়ে হালকা হালকা করে লোম দিয়ে দিলাম। এবং চোখের চারপাশে পেন্সিল দিয়ে হালকা হালকা করে বড় লোম দিয়ে দিলাম।

20210918_114617.jpg

ধাপ - ৭

এরপর আমি শিয়ালের পুরো শরীরটাকে টিসু দিয়ে ঘষে ফিনিশিং করে দিলাম।

20210918_115638.jpg

শেষ ধাপ

আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো লাজুক খ্যাক অংকন সম্পূর্ণ করলাম।

20210918_123640.jpg

20210918_121946.jpg

20210918_121853.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20210918_180011.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

❤️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ❤️

বিশেষভাবে ধন্যবাদ

@rme
@amarbanglablog

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর হয়েছে আপু মনি আপনার পেন্সিলে আঁকা লাজুক।খ্যাক। শুভ কামনা♥

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু 🥰

 3 years ago 

বাহ আপু লাজুক খ‍্যাককে খুব ভালো একেছেন। তবে এর তাকানো দেখে একে লাজুক মনে হচ্ছে না। মনে হচ্ছে খুব ধুর্ত😌😌😌।

 3 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু সত্যিই অসাধারণ হয়েছে। আস্তে আস্তে আমাদের ছোট সেই শিয়ালটি বড় হয়ে উঠছে আপনাদের আর্ট এর মাধ্যমে। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত সুন্দর কমেন্টস করার জন্য।

 3 years ago 

বাহ দারুন হয়েছেতো!
দেখে যতটা সহজ মনে হচ্ছে আসলে ড্রয়িং করাটা ততো সহজ বিষয় না। আপনি শুরু হতে শেষ পর্যন্ত বেশ সুন্দরভাবে সম্পন্ন করেছেন, তাই ড্রয়িংটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক মিষ্টি এঁকেছেন। খুবই কিউট লাগছে। ভালো থাকুন।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে লাজুক খ্যাক কে অংকন করেছেন।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে লাজুক খ্যাক টি। দারুন ভাবে অংকন করেছেন। শুভেচ্ছা নিবেন আপু

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে আমাদের প্রিয় লাজুক খ্যাঁক অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে আমাদের প্রিয় লাজুক খ্যাঁক অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে

ধাপে ধাপে সুন্দরভাবে উপস্থাপন এবং আর্টগুলো অসাধারণ ছিল।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60268.51
ETH 3201.96
USDT 1.00
SBD 2.43