পছন্দের একটি রবীন্দ্র সংগীত কভার || "স্বপন পারের ডাক শুনেছি "|| ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,💞

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আরো একটি গান নিয়ে হাজির হলাম। আমার পছন্দের একটি রবীন্দ্র সংগীত আপনাদের সাথে শেয়ার করছি। গানটি হচ্ছে "স্বপন পারের ডাক শুনেছি"।

এটি একটি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেকগুলো গানের ভিতর এই গানটি ও খুব সুন্দর একটি জনপ্রিয় গান। সুচিত্রা মিত্র সহ আরো অনেকে এই গানটি গেয়েছেন। গানের কথা এবং সুর খুবই সুন্দর ।

এই রবীন্দ্র সংগীতটি খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভুল মানুষ মাত্রই হয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

গান : স্বপন পারের ডাক শুনেছি.......

শিল্পী : সুচিত্রা মিত্র

গীতিকার : রবীন্দ্রনাথ ঠাকুর

আমার গানের ভিডিও

< গানের লিরিক্স >


স্বপন-পারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি--

কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি॥

নয় তো সেথায় যাবার তরে, নয় কিছু তো পাবার তরে,

               নাই কিছু তার দাবি--

 বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্নলোকের চাবি॥

চাওয়া-পাওয়ার বুকের ভিতর না-পাওয়া ফুল ফোটে,

 দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে।

খুঁজে যারে বেড়াই গানে, প্রাণের গভীর অতল-পানে

               যে জন গেছে নাবি,

 সেই নিয়েছে চুরি করে স্বপ্নলোকের চাবি॥

গানটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সকলের মন্তব্য আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

💞 আমার পোস্টটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।💞

Sort:  
 4 years ago (edited)

দারুন গেয়েছেন আপু। গানটি আমি এর আগেও শুনেছি।আমি মুগ্ধ। আরো গান শুনতে চাই । শেয়ার করবেন আশাকরি। ভাল থাকবেন । ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

সত্যিই আপনার গান শুনে মুগ্ধ। আপনি খুব সুন্দর করে গান করেন। আর আপনার গানের মুভমেন্ট খুবই ভালো লাগে। আজকে আপনি আমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত উপহার দিয়েছেন। আর গানটি এত মধুর লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের সাথে এত সুন্দর একটি গান শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

আপু দারুণ একটি গান উপহার দিয়েছেন আমাদের। আপনার কন্ঠ অনেক সুন্দর। সুর, তাল, লয় সব যেন শিল্পীদের থেকে কম নয়। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি রবীন্দ্র সংগীত আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 4 years ago 

এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 
রবীন্দ্র সংগীত সবাই গাইতে পারেন না। তবে আপনার কন্ঠে এই রবীন্দ্র সংগীতটি দারুন লাগলো আপু। খুবই সুন্দর ভাবে আপনি একটি সংগীত রচনা করলেন আজকে আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

আপনার গান তো আগেও শুনেছি দিদি। খুব সুন্দর গলা আপনার। রবীন্দ্র সংগীত তো আমার সব সময়ের প্রিয়। বেশ ভালো লাগলো এই গানটা আপনার কণ্ঠে। এমন সুন্দর সুন্দর গান মাঝে মাঝে যদি আমাদের সাথে ভাগাভাগি করতেন তাহলে সত্যি খুব আনন্দ পেতাম।

 4 years ago 

আপনার মন্তব্য দেখে খুশি হলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

দারুন একটি রবীন্দ্র সংগীত আমাদের মাঝে উপহার দিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। আপনার গানের গলা অসাধারণ। আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু আপনার গাওয়া গানটি। আসলে রবীন্দ্র সংগীত শোনার অনুভূতি আলাদা। ভালো লাগে মাঝে মাঝে রবীন্দ্র সংগীত শুনতে। আপনার এই গানটি আমার খুব পছন্দের। আর আপনার গলায় খুব মানিয়েছে। ধন্যবাদ এই মিষ্টি কন্ঠে আমাদেরকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আর আশা করছি মাঝে মাঝে এমন সুন্দর সুন্দর গান আমাদের সাথে শেয়ার করবেন। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপু।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনার রবীন্দ্র সংগীত খুব সুন্দর হয়েছে। আপনি অত্যন্ত চমৎকারভাবে মধুর কন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন। শুনতে বেশ ভালো লাগলো। এত সুন্দর রবীন্দ্র সংগীত কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার গানটা অনেক সুন্দর হয়েছে। রবীন্দ্র সংগীত আমার অনেক ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আজ প্রথম আপনার মুখেই শুনলাম। একবার শুনেই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য ।
আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে আপনার পছন্দের একটি রবীন্দ্র সংগীত কভার করেছেন "স্বপন পারের ডাক শুনেছি" শুনে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 4 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 108071.35
ETH 3862.24
USDT 1.00
SBD 0.63