আমার তোলা কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। ফুল ভালবাসেনা এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে । সবাই ফুলকে খুব ভালোবাসে। ফুল দেখতে খুবই ভালো লাগে। তাই সুন্দর কিছু ফুল দেখলেই আমি আমার মোবাইলের ক্যামেরায় ছবি তুলে রাখি। আমি যদিও ফটোগ্রাফি তেমন একটা করিনা তবে মাঝেমধ্যে করতে ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। তাহলে চলুন আমার ফুলের ফটোগ্রাফি গুলো দেখা যাক।

ফটোগ্রাফি - ১

20211231_164859.jpg

20211231_164904.jpg

20211231_164852.jpg

এই ফুলগুলো হচ্ছে : কসমস বিপিনাটাস

এই ফুলগুলো অনেক সুন্দর ফুল। দেখলেই তাকিয়ে থাকতে মন চায়। আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি ফুলগুলো ছবি তুলছি।

ফটোগ্রাফি - ২

20211231_165136.jpg

20211231_164959.jpg

20211231_164936.jpg

এই ফুলের নাম হচ্ছে : চন্দ্রমল্লিকা।

এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর অনেকগুলো ছোট ছোট পাপরি সত্যিই অসম্ভব সুন্দর লাগে ।

ফটোগ্রাফি - ৩

20211231_164950.jpg

20211231_164947.jpg

20211231_164945.jpg

এই ফুলগুলো হচ্ছে : সাদা এবং হালকা গোলাপি কালারের চন্দ্রমল্লিকা।

এই ফুলগুলো অত্যন্ত সুন্দর দেখতে খুবই ভালো লাগে ফুল গুলো দেখতে। একসাথে অনেকগুলো ফুল দেখতে কি অপূর্ব লাগছে।তাই আমি এই ফুলগুলো ফটোগ্রাফি করেছি।

ফটোগ্রাফি - ৪

20220103_190715.jpg

20211231_164207.jpg

এই ফুল গুলোর নাম হচ্ছে : রঙ্গন ফুল।

ফুল গুলো দেখতে সত্যি খুব সুন্দর। এক তোকায় অনেকগুলো ফুল একসাথে ফুটে থাকে।এই জন্য রঙ্গন ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগে।

ফটোগ্রাফি - ৫

20220106_094026.jpg

20220106_093927.jpg

20220106_093845.jpg

20220106_093857.jpg

এই ফুলগুলোর নাম হচ্ছে : খয়রি এবং কমলা রঙের গাঁদা ফুল।

ফুল গুলোর উপর খুব সুন্দর শিশির পড়ে আছে দেখতে খুবই ভালো লাগছে। সবগুলো ফুল একসাথে ফুটে আছে। তাই দেখি আমার ক্যামেরায় বন্দী করে নিলাম এই ফুলের ফটোগ্রাফি।

ফটোগ্রাফি - ৬

20220103_190848.jpg

20211231_163237.jpg

20211231_163208.jpg

এই ফুল গুলোর নাম হচ্ছে : মোরগ ফুল।

এখানে অনেকগুলো মোরগ ফুল ফুটে আছে দেখতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছে। মাঝখানে আবার অনেকগুলো হলুদ মোরগ ফুল ফুটে আছে।

ফটোগ্রাফি - ৭

20211231_164917.jpg

এইখানে অনেকগুলো চন্দ্রমল্লিকা ফুল একসাথে ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছে।

আমার তোলা ছবিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের মন্তব্যের আশায় রইলাম। যদি কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।

গুগোল ম্যাপ লোকেশন : XCR5+8V Gazipur

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 4 years ago 
  • অপরূপ সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখেই মন ভরে গেল। আপনি খুবই সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করলেন। আসলেই আমি ফুল খুবই ভালোবাসি। আজকে আপনার এই ফটোগুলো দেখে আমার মন ভরে গেছে। আপনার জন্য রইল শুভকামনা।
 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

অসাধারণ হয়েছে আপু সব গুলো ফটোগ্রাফি। আপনার ফটোগ্রাফি গুলো আমার মন ছুয়ে গিয়েছে আপু। আপনি সত্যিই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। প্রত্যেকটি ছবির কালার, কন্ট্রাস্ট, লাইট একদম পারফেক্ট। এভাবেই এগিয়ে চলুন আপু। শুভ কামনা রইলো।

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ফুলগুলো দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে ফুল অনেক ভালোবাসি আপনি ফুলগুলোর ফটোগ্রাফি দারুন ভাবে সম্পন্ন করেছেন এবং প্রত্যেকটা ফটোগ্রাফি একদম স্পষ্ট ভাবে করতে সক্ষম হয়েছে ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপু আপনার ফুলের ফটোগ্রাফি দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছে। আমার কাছে বেশি ভালো লেগেছে, চন্দ্রমল্লিকা ফুলের ছবি। খুবই ভালো লাগছে। আশা করি মাঝেমাঝেই এই সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 4 years ago 

আপনার কাছে আমার ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।

 4 years ago 

ফুল আমার খুবই প্রিয়।সকাল সকাল আপনার ফুলের ছবিগুলো দেখে মন ভালো হয়ে গেল।তাছাড়া আপনি খুব সুন্দরভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন।অসাধারণ হয়েছে ছবিগুলো, ধন্যবাদ আপু।

 4 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

➡️ সবগুলো ফুলের এত সুন্দর করে করে আপনি ফটোগ্রাফি করেছেন দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি। আপনি খুব যত্নসহকারে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন। ফুল দেখতে আমার খুবই ভালো লাগে, মায়া পড়ে যায় আমি যখন দেখি। শুভকামনা রইল আপনার জন্য।
 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু। প্রত্যেকটি ফুল আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক দক্ষতার সাথে বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন। আপু অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

খালি ফুল আর ফুল। সাজানো ফুলের মেলা। খুবই ভালো লাগলো সকাল সকাল ফুলগুলো দেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

4 ও 6 নাম্বার ছবিগুলো খুব বেশি ভালো না লাগলেও বাকি ছবিগুলো অসাধারণ লেগেছে। অনেক ধন্যবাদ খুব চমৎকার কিছু ফুলের ছবি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.28
JST 0.035
BTC 106968.11
ETH 3635.25
USDT 1.00
SBD 0.51