DIY - এসো নিজে করি : একটি কিউট বেবি আর্ট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, ❤️

"আসসালামু আলাইকুম"সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে সুন্দর একটি কিউট বেবি আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আর্টটি করলাম।

20210914_004742.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন

20210907_110347.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে চোখ দুটো আঁকলাম।

20210913_204822.jpg

ধাপ - ২

এরপর বেবিটির নাক এবং ঠোট আর্ট করলাম।

20210913_205959.jpg

ধাপ - ৩

এরপর বাচ্চাটির মুখ এবং মাথার অংশটুকু আর্ট করলাম।

20210913_212705.jpg

ধাপ - ৪

এরপর বাচ্চাটির মাথার উপরে হেয়ার ব্যান্ডটি কলম দিয়ে আস্তে আস্তে সুন্দর করে কাল করে নিলাম। পেন্সিল দিয়ে চুলগুলো আর্ট করলাম এবং একটি হাত আর্ট করলাম।

20210913_214911.jpg

ধাপ - ৫

এরপর আমি বাচ্চাটির গায়ের গেঞ্জির কিছু অংশ এবং আরেকটি হাতাট করলাম।

20210913_220806.jpg

ধাপ - ৬

এরপর বাচ্চাটির জামার নিচের অংশটুকু এবং পা দুটো আর্ট করলাম।

20210913_222545.jpg

ধাপ - ৭

এরপর বাচ্চাটির গায়ের গেঞ্জি পায়ের জুতা কলম দিয়ে কালো করে দিলাম এবং বাচ্চাটির হাতের উপরে একটি প্রজাপতি আর্ট করলাম এবং প্রজাপতির মধ্যে কিছু ডিজাইন করলাম।

20210914_003921.jpg

শেষ ধাপ

আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্টি ধৈর্য সহকারে সম্পূর্ণ করলাম।

20210914_004742.jpg

20210914_112853.jpg

20210914_113025.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20210914_114341.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

❤️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ❤️

Sort:  

অসাধারণ আর্ট করেছেন আপু। বেবি টি সত্যিই কিউট হয়েছে।অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার বেবি আর্ট করা অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি অনেক ভালো আর্ট করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর করে আপনি বেবি অংকন করেছেন। এ রকম মনের মাধুরি মিশিয়ে ছবি তখনই আকা যায়, যখন ঐ বস্তুর উপর গভির ভালোবাসা থাকে।
শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওরে কিউট রে, সুন্দর বাবু!

বেশ চমৎকার এবং সুন্দর হয়েছে ড্রয়িংটি, সত্যি বেশ নিখুঁতভাবে আপনি ড্রয়িংটিকে পূর্ণতা দিয়েছেন। এতো সুন্দরভাবে এটা সম্পূর্ণ হবে, সেটা আমি শুরু হতেই বুঝতে পেরেছি। কারন ইতিমধ্যে আমরা জেনে গেছি আপনি খুব সুন্দর ড্রয়িং করতে জানেন। ধন্যবাদ

 3 years ago 

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

বাবুটা অনেক কিউট হয়েছে আপু। আমি সুন্দর ভাবে আপনি হাতের কাজটি সম্পন্ন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট। বিশেষ করে বাবুটার হেয়ার ব্যান্ড টা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 63750.99
ETH 3130.22
USDT 1.00
SBD 3.95