DIY - এসো নিজে করি : একটি ময়ূর আর্ট 🦚|| ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,💝

"আসসালামু আলাইকুম"সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরেকটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে একটি ময়ূর এঁকেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।এই আর্টের প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।


20210920_191810.jpg


আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন

20210907_110347.jpg

ধাপ - ১

প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে ময়ূরের মাথার ঠোট এবং শরীরের কিছুটা অংশ আর্ট করলাম।

20210920_184013.jpg

ধাপ - ২

এরপর আমি ময়ূরের পেখম এর কিছুটা অংশ করলাম।

20210920_183937.jpg

ধাপ - ৩

এরপর প্রথমে নিচের নিচের অংশটুকু আর্ট করলাম।

20210920_183836.jpg

ধাপ - ৪

এরপর আমি ধৈর্য সহকারে আস্তে আস্তে করে ময়ূরের পুরো পেখম আর্ট করলাম। এবং পেন্সিল দিয়ে আঁকা শেষ করলাম।

20210920_183641.jpg

ধাপ - ৫

তারপর আমি পেন্সিলের দাগের উপর কাল জেল পেন দিয়ে আস্তে আস্তে করে পুরোটা আর্ট করে নিলাম।

20210920_183715.jpg

ধাপ - ৬

এরপর ময়ূরের পেখম এর মধ্যে কিছু হালকা ডিজাইন আর্ট করলাম।

20210920_133644.jpg

ধাপ - ৭

এরপর ময়ূরের পেখম এর মধ্যে আরো কিছু ডিজাইন করলাম।

20210920_182510.jpg

ধাপ - ৮

এরপর ময়ূরের পেখম এর পুরো ডিজাইনটা আর্ট করে শেষ করলাম।

20210920_182417.jpg

ধাপ - ৯

এরপর ময়ূরের পেটের অংশটা মধ্যে কিছু ডিজাইন করলাম এবং চোখ মুখ এবং ঠোঁটের মধ্যে কিছু ডিজাইন করলাম এবং মাথার টায়রা আর্ট করলাম।

20210920_182129.jpg

ধাপ - ১০

এরপর ময়ূরের শরীরের মধ্যে আরও কিছু ডিজাইন করলাম এবং এভাবে আমার ময়ূর আর্ট করা শেষ হল।

20210920_181953.jpg

ধাপ - ১১

তারপর একটি গাছের ডাল এবং কিছু পাতা আর্ট করলাম এবং ডালে এবং পাতার মধ্যে কিছু ডিজাইন করলাম।

20210920_181753.jpg

শেষ ধাপ

আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো ময়ূর আর্টি ধৈর্য সহকারে সম্পূর্ণ করলাম।

20210920_191810.jpg

20210920_181625.jpg

20210920_181401.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20210920_193445.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

Cc:

@rme
@amarbanglablog

💝 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💝

Sort:  

গাঢ় রঙের আর্ট করার জন্য আপনার আর্ট গুলো খুব সুন্দর হয়।ধাপে ধাপে আপনি আর্টের বর্ণনা দিয়েছেন।অনেক সুন্দর হয়েছে আপু।অনেক ধন্যবাদ আপনাকে আপনার আর্ট দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভাল থাকবেন সুস্থ থাকবেন।

 4 years ago 

শিফা আপু আপনি অনেক সুন্দর আঁট করেন। তবে আপনার এবারের চিত্র অঙ্কন অতুলনীয়। আপনার অংকণ টি ধাপে ধাপে সুন্দর্য ফুটিয়ে তুলেছেন। আর উপস্থাপনা টি অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইলো আপু

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 4 years ago 

অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন 🤗

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ।

অসাধারণ, আপনি অনেক সুন্দর আট্ করেন। আপনার তৈরিকৃত ময়ূরীর ছবিটা অনেক সুন্দর এবং মনমুগ্ধকর হয়েছে, ধন্যবাদ।

 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য ভালো থাকবেন।

 4 years ago 

বাহ আপনার ময়ূর পাখির অংকন টি অনেক সুন্দর হয়েছে। আর এই রকম পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 4 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে আপনার ময়ূরের আরেকটি আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন নতুন আর্ট দেখতে চাই।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অবশ্যই আরো নতুন নতুন আর্ট দেখবেন।

 4 years ago 

আসলেই চিত্রটী অনেক সুন্দর ও গোছালো হয়েছে। আপনি অনেক সময় ও ধৈর্যের সহিত এই চিত্রটি অংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 4 years ago 

দারুন দারুন দারুন। একদম সূক্ষ্ম হাতের কাজ। 👌👌 এমন কাজ আরো চাই কিন্তু।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে বলার জন্য অবশ্যই এমন কাজ আরও দেখবেন।

 4 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর একটি ময়ূর আর্ট করেছেন। দেখতে অসাধারণ লাগছে। আপনার উপস্থাপনা টি ও হয়েছে অনেক সুন্দর । আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা।

 4 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 4 years ago 

ওয়াও আপু অসাধারণ হইছে। অনেক সময় নিয়ে কাজটি করেছেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্যের জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.036
BTC 101878.12
ETH 3386.32
USDT 1.00
SBD 0.56