DIY - এসো নিজে করি : সমুদ্রের নিচে কিছু মাছের চিত্রাংকন || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভাল এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি সমুদ্রের নিচে কিছু মাছের চিত্রাংকন করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।


20211205_215055.jpg

20211205_214556.jpg


আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • রং পেন্সিল
  • পেন্সিল কাটার

20211206_001055.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটা সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে সমুদ্রের নিচে পাথরের কিছু অংশ আর্ট করলাম।

20211205_192050_mfnr.jpg

20211205_192815.jpg

ধাপ - ২

  • এরপর কিছু ছোট ছোট গাছ আর্ট করলাম।

20211205_192931_mfnr.jpg

20211205_193141.jpg

ধাপ - ৩

  • এরপর আমি আরো কিছু ছোট ছোট পাথর এবং মাছ আর্ট করলাম।

20211205_194436_mfnr.jpg

20211205_194725.jpg

ধাপ - ৪

  • এরপর আমি এখানে আরো কিছু মাছ আর্ট করলাম।

20211205_200141.jpg

ধাপ - ৫

  • এরপর আমি কালো রং দিয়ে পাথর গুলো হালকা রঙ করে নিলাম।

20211205_223001.jpg

ধাপ - ৬

  • এরপর আমি সবুজ, টিয়া এবং গোলাপি রং দিয়ে ছোট ছোট গাছ গুলো রং করে নিলাম।

20211205_202340.jpg

20211205_202820.jpg

20211205_203650.jpg

ধাপ - ৭

  • এরপর আমি সবুজ রং দিয়ে কিছু চিকন চিকন ঘাসের মতো দিয়ে দিলাম।

20211205_203931_mfnr.jpg

20211205_222918.jpg

ধাপ - ৮

  • এরপর আমি পাথর গুলো নিচে খইরি কালার রং দিয়ে হালকা ঘষে রং করে নিলাম এবং ছোট ছোট গাছের পাশে টিয়া রং দিয়ে হালকা ঘষে রং করে নিলাম।

20211205_204203.jpg

20211205_204615.jpg

20211205_222832.jpg

ধাপ - ৯

  • এরপর আমি কালো এবং হলুদ রং দিয়ে দুটো মাছ সুন্দর করে ডিজাইন করে নিলাম।

20211205_222653.jpg

ধাপ - ১০

  • এরপর আমি নীল ও হলুদ রং দিয়ে আরো দুটো মাছ রং করে নিলাম।

20211205_222621.jpg

ধাপ - ১১

  • এরপর হলুদ এবং লাল রং দিয়ে আরো কিছু মাছ রং করে নিলাম। এবং মাছের মুখের উপরে নীল রং দিয়ে ছোট ছোট গোলা দিয়ে দিলাম মনে হচ্ছে মাছের মুখের উপরে পানি বুটবুট করছে।

20211205_222544.jpg

ধাপ - ১২

  • এরপর নীল রং হালকা করে ঘোষে সমুদ্রের পানির রং দিয়ে দিলাম।

20211205_214556.jpg

শেষ ধাপ

  • আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20211205_215055.jpg

20211205_222212.jpg

20211205_222146.jpg

আর্ট সহ আমার একটি ছবি

20211205_223137.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 4 years ago 

অসাধারণ একটি ড্রয়িং করেছেন আপনি। বিশেষ করে মাছ এবং ছোট ছোট পাথর গুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাছের মুখ থেকে বের হওয়া পানির বুদবুদগুলো খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন আপনি। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি ড্রয়িং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে মূল্যবান মন্তবটি করে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল শুভকামনা

 4 years ago (edited)

খুবই চমৎকার হয়েছে আপু, আমি তো একেবারে সত্যিকারের একুরিয়াম মনে করেছিলাম।কালার কম্বিনেশন আমার কাছে খুবই ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক একটি মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ওয়াও এককথায় খুবই খুবই অসাধারণ। এটি চিত্রাংকন প্রথমেই আমি বিশ্বাস করতে পারি নাই। আপনি খুব ভালো একজন আর্টিস্ট, তাতে কোন সন্দেহ নেই। আপনার আর্ট খুবই অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। খুব সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

এত সুন্দর করে একটি গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর ভাবে মাছগুলো ফুটে উঠেছে। আপনি সমুদ্রের নিচে মাছের চিত্র অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে এবং মাছ গুলির কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখার মত ছিল আপু। আপনার জন্য শুভকামনা রইল

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

আপু আপনি যে এটি আর্ট করেছেন তা বুঝতে আমার একটু সময় লেগেছে। কারণ এত নিখুঁতভাবে যে আর্ট করা যায় তা আপনার আর্ট না দেখলে বুঝতে পারতাম না। আপনার আর্ট এক কথায় অসাধারণ হয়েছে। তাছাড়া আপনি খুব সুন্দর করে আর্টের পদ্ধতিগুলো উপস্থাপন করেছেন যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

কিছু সময়ের জন্য মনে হচ্ছে আমি সনদ্রে চলে এসেছি।অসাধারন অংকন আপু দেখেই মনটা ভরে গেলো খুব নিখুত ভাবে কাজটি করেছেন ধাপ গুলো বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

সমুদ্রের নিচে মাছের চিত্র অংকন দেখে আমি মুগ্ধ। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপন দেখে এই চিত্রটি অঙ্কন করা আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য টি করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

সমুদ্রের নিচে মাছের চিত্রাঙ্কন খুব সুন্দর হয়েছে আপু। অনেকটা মাছের একুরিয়ামের মতো দেখাচ্ছে। সবুজ সবুজ উদ্ভিদগুলো সুন্দর লাগছে দেখতে আপু। আপনাকে ধন্যবাদ এমন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

খুব চমৎকার ছিল অংকনটি 👌
আপনার চেষ্টা আমি খেয়াল করি, ভীষণ পরিশ্রম করে যাচ্ছেন সবগুলো কাজেই।
এভাবেই এগিয়ে যান, পাশেই রয়েছি 🧐

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য এবং এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

ওয়াও অসাধারণ কিছু মাছের চিত্রাংকন করেছেন। দেখতে খুব সুন্দর দেখাচ্ছে।
বিশেষ করে বিভিন্ন রঙের মাছ।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন।

 4 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আপনার মূল্যবান মন্তব্য টি করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 109200.05
ETH 4023.26
USDT 1.00
SBD 0.61