DIY - এসো নিজে করি : একটি ম্যাপল পাতার মান্ডালা আর্ট || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, 💗

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।

আজকে আমি আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটি ম্যাপল পাতার মান্ডালা আর্ট করেছি। আশা করি আজকের আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। এই আর্টের প্রত্যেকটি ধাপ আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।

20220410_214922.jpg

আর্ট করতে যা যা লাগবে:

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রাবার
  • কালো জেল পেন

20210907_110347.jpg

ধাপ - ১

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নেই তারপর পেন্সিল দিয়ে ম্যাপল পাতার কিছুটা অংশ আর্ট করলাম।
20220410_122431.jpg20220410_122437.jpg

ধাপ - ২

  • এরপর ম্যাপল পাতাটি পুরো আর্ট করে নিলাম।
20220410_122839.jpg20220410_122941.jpg

ধাপ - ৩

  • এরপর আমি পাতার ভিতরে দাগ গুলো দিয়ে দিলাম।
20220410_123053.jpg20220410_123130.jpg

ধাপ - ৪

  • এরপর আমি পেন্সিলের দাগের উপর কাল জেল পেন দিয়ে পুরোটা আর্ট করে নিলাম।
20220410_221325.jpg20220410_221302.jpg

ধাপ - ৫

  • এরপর আমি ম্যাপল পাতার কিছুটা অংশে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
20220410_221204.jpg20220410_221103.jpg

ধাপ - ৬

  • এরপর আমি পাতার বাকি অংশে কিছু দাগ দিয়ে দিলাম ভেতরে সুন্দর ডিজাইন করার জন্য।

20220410_220956.jpg20220410_220120.jpg

ধাপ - ৭

  • এরপর আমি পাতার ভিতরে আরও কিছু ডিজাইন করে নিলাম।
20220410_215905.jpg20220410_215751.jpg

ধাপ - ৮

  • এরপর পুরো পাতার মধ্যে সুন্দর কিছু ডিজাইন করে নিলাম।
20220410_215621.jpg

শেষ ধাপ

  • এরপর আমি ম্যাপল পাতার পাশে আমার নাম লিখে নিলাম। আর এই ভাবেই আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে পুরো আর্ট ধৈর্য সহকারে সুন্দর করে সম্পূর্ণ করলাম।

20220410_215152.jpg

20220411_122440.jpg

20220410_215522.jpg

আশা করি আমার আর্টি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

💗 আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ 💗

Sort:  
 3 years ago 

একটি ম্যাপল পাতার মান্ডালা আর্ট খুব সুন্দর দেখাচ্ছে। সত্যি বলতে এই আর্ট অনেক কঠিন ✨
আপনি চমৎকারভাবে করে দেখালেন ❣️
ভীষণ সুন্দর ছিল।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কঠিন থেকে কঠিনতর। একটি পাতার মধ্যে এত কারুকাজ। সময় তো লাগবেই। ভালো না বলে উপায় নেই। যে কারণে ধন্যবাদ জ্ঞাপন করছি।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি ম্যাপল পাতার মান্ডালা আর্ট করছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার করা ম্যাপল পাতার ম্যান্ডেলা আর্ট দেখতে অসাধারন লাগছে। মাপল গাছ নিউজিল্যান্ডে সচরাচর আমরা দেখতে পাই। আপনার আর্টের হাত খুব ভালো। ধন্যবাদ

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্য করার জন্য । আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

একটি ম্যাপল পাতার মান্ডালা আর্ট দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে এই আর্টিস্টি সম্পন্ন করেছেন। আপনার আর্টিস্টি দুর্দান্ত হয়েছে। এত অসাধারন আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার ম্যাপল পাতার ম্যান্ডালা আর্ট, আপনার ম্যান্ডালা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু, সত্যি অনেক প্রসংশা নিও একটি ম্যান্ডালা আর্ট করেছেন, অনেক সুন্দর করে উপস্থাপনাও করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ম‍্যাপল পাতাটা দেখতে বেশ দারুণ। এবং মাপল পাতার মান্ডালা আর্ট টাও দারুণ করেছেন আপু। প্রতিটা ধাপ সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন। অনেক সুন্দর পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

কি যে প্রশংসা করি আপনাকে আপনার পোস্ট দেখে। এত ভালো লেগেছে আপনার ম্যান্ডেলা আর্টি বলে বুঝাতে পারব না। অবশ্যই অবশ্যই অনেক সময় দিয়ে আপনি এটি অংকন করেছেন। ম্যান্ডেলা অঙ্কন করতে অনেক সময় দিয়ে করতে হয় তা আমি জানি। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ! খুবই সুন্দর হয়েছে রঙ যদি সবুজ কালার করা যেত তাহলে জীবন্ত মনে হত। আপনি অনেক সুন্দর আর্ট করছেন সেই সাথে প্রতিটা ধাপ খুব সুন্দর করে বর্ননা দিছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 112519.71
ETH 4327.73
SBD 0.86