বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় কিছুটা সময় কাটানোর মুহূর্ত || ১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা,♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করতে অনেক পছন্দ করি। তাই আমি মাঝেমধ্যে ওদেরকে ঘুরতে নিয়ে যাই আর সেই আনন্দের মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবার আমি ওদেরকে নিয়ে গেলাম খুব মজাদার একটি জায়গায় সেটি হল চিড়িয়াখানা। চিড়িয়াখানা নিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারন হলো পশু-পাখির সাথে ওদের পরিচিতি বাড়ানো এবং সবুজ ও খোলামেলা পরিবেশের সাথে কিছুটা সময় কাটানো। সেই সময় কার কিছু সুন্দর মূহুর্ত ও ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা আমার ও আমার ছেলে-মেয়ের সাথে চিড়িয়াখানা ভ্রমণ উপভোগ করবেন।
প্রথমে টিকেট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকে দেখলাম সুন্দর করে একটি মানচিত্র দেওয়া আছে। চিড়িয়াখানার ভিতরে কোথায় কি আছে মানচিত্রটি মধ্যে সব দেওয়া আছে। তারপর আমি মানচিত্রটির ছবি তুলে নিলাম। এরপর আমরা ভিতরে চলে গেলাম।


20220107_210435.jpg

20220108_212657.jpg


20211111_115720.jpg


কিছুক্ষণ হাঁটার পর আমরা কিছু বানর এবং ভাল্লুক দেখতে পেলাম। আমার ছেলে মেয়ে দেখে খুবই খুশি হয়ে গেল। বানরগুলোকে কিছু বাদাম খেতে দিল অরোরা খুব সুন্দর করে বাদামগুলো ছিলে খেয়ে নিল। তারপর একটু সামনে গিয়ে দেখলাম সিংহ এবং বাঘ। কিছুক্ষণ আমরা বাঘ সিংহ দেখে তারপর আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম।


20211111_123057.jpg

20211111_130504.jpg

20211111_121238.jpg

20211111_120556.jpg

20211111_120908.jpg

20211111_120708.jpg


তারপর দেখতে পেলাম অনেকগুলো অজগর সাপ। সাগুলো দেখতে অনেক ভয় লাগছে। আমার ছেলে দেখে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম।


20211111_131425.jpg

20211111_131828.jpg

20211111_131608.jpg


তারপর আমরা আরও কিছু সামনে গিয়ে দেখলাম কিছু বিভিন্ন ধরনের পাখি যেমন বাজপাখি, টোকান পাখি, ইমু পাখি ইত্যাদি আমার ছেলেমেয়ে এই প্রথম সরাসরি অনেকগুলো পাখির সাথে পরিচিত হয়ে ওরা খুব খুশি হয়েছে।

20211111_123021.jpg

20211111_121959.jpg

20211111_121810.jpg

তারপর একটু হাঁটার পরে দেখলাম কিছু হরিন। তারপর আমার ছেলেমেয়ে হরিন গুলোকে কিছু গাছের পাতা খাওয়ালো। হরিণ দেখে ওরা খুব আনন্দ পেয়েছে হরিণগুলো দেখতে খুব সুন্দর তাই ওরা হরিণগুলোর সাথে কিছু ছবি তুলে নিল।

20211111_142126.jpg

20211111_143105.jpg

20211111_143032.jpg

20211111_143308.jpg

20211111_143211.jpg


এরপর আমরা হাঁটতে-হাঁটতে দেখলাম খুব সুন্দর একটি লেক। লেকের চারপাশটা খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। তারপর ওখানে কিছুক্ষণ বসলাম। ছেলেমেয়ে লেকের পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিল আমিও লেকের কিছু সুন্দর ছবি তুলে নিলাম।


received_3045662039085121.jpeg

20211111_133359.jpg

20211111_140425.jpg

received_417090256668818.jpeg


তারপর আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে দেখলাম অনেক বড় বড় জল হস্তি তারপর আমি আমার ছেলে মেয়েকে জল হস্তি দেখালাম ওরা দেখে খুব আনন্দ পেল। ওরা অনেক পশু দেখতে পারল। ওরা খুব উপভোগ করছিল এবং দুই ভাইবোন খুব আনন্দ করছিল। চিড়িয়াখানাটা এতো বড় যে একদিনে ঘুরে শেষ করা যায় না। আমরা প্রায় মোটামুটি অনেক পশুপাখি দেখলাম। তারপর একসময় আমার ছেলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে।

20211111_124343.jpg

20211111_124254.jpg

20211111_124134.jpg


চিড়িয়াখানার ভিতরে ছোটখাটো একটি রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বসলাম। তারপর আমরা কপি এবং কিছু কোলড্রিংস খেলাম। তারপর দেখলাম প্রায় বিকেল হয়ে আসছে এরপর আমরা চিড়িয়াখানার ভিতরে থেকে বাহিরে চলে আসলাম। খুব ভালো এবং সুন্দর একটা দিন কাটালাম।


received_213554397571003.jpeg


এভাবে আমরা পুরো দিনটা উপভোগ করলাম। নিশ্চয় আমাদের সুন্দর মুহূর্ত গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে আমার পরিবার নিয়ে এভাবেই আনন্দে থাকতে পারি । সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই শেষ করলাম।

লোকেশন : R86W+VQ Dhaka

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

Sort:  
 3 years ago 

বাচ্চাদের চোখে মুখে চমৎকার একটা আনন্দের হাসি ছিল।
ভীষণ উপভোগ করেছে দেখলাম।
পুরো চিড়িয়াখানা অনেক বড় আর অনেক চমৎকার সব প্রানী রয়েছে। আসলে বাচ্চাদের শেখার একটা সুযোগ রয়েছে এখানে।
পুরো পরিবারের জন্য শুভকামনা রইল 🥀

 3 years ago 

জি ভাইয়া খুবই আনন্দ করেছে ওরা দুজনে। এত সুন্দর একটি গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাচ্চাদের নিয়ে আনন্দময় চিড়িয়াখানা ভ্রমন দেখে ভালো লাগলো। চিড়িয়াখানার সবচেয়ে ভালো লাগার জায়গা লেকপাড় সেখানে অনেক দিন যাওয়া হয়না আপনার পোষ্টে লেকপাড় থেকে ঘুরে এলাম, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ জাতীয় চিড়িয়াখানায় তো অনেক কিছুই আছে দেখছি।আর আপনারা পুরো পরিবার সহ খুব ভালো সময় পার করেছেন জাতীয় চিতিয়া খানায়।আসলে রিফ্রেশমেন্ট এর জন্য মাঝে মধ্যে একটু ঘুরাঘুরি দরকার।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি আমাদের ছেলে মেয়েকে নিয়ে অনেক খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব উপভোগ করছি আপু।
আপু আপনার ছেলে আর মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। দুআ করি এভাবে সব সময় হাসি খুশি থাকেন।
আপনার জন্য অনেক শুভকামনা ও দুআ রইলো।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি এটা খুবই ভালো কাজ করছেন আসলে বচ্চাদের নিয়ে মাঝে মাঝে এসব জায়গায় যেতে হয়। আর আপনি খুবই ভালো সময় পার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে শোয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গা এত সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পরিবার সহ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আপনার সুন্দর একটি দিন কাটিয়েছেন এবং উপভোগ করেছেন দেখে বোঝা যাচ্ছে। প্রকৃতির মাঝে যেতে আমাদের খুব ভালো লাগে। বিশেষ করে সন্তানদের জন্য চিড়িয়াখানা জাদুঘর এগুলো খুব শিক্ষনীয় একটি জায়গা। তাদের মানসিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মন ভালো রাখার জন্য এবং মানসিক শান্তির জন্য আমাদের মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। আপনার পোষ্টের মাধ্যমে আমরা অনেকগুলো পশুপাখি দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো আপু আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার মাধ্যমে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

সত্যি বলতে আমার কখনো যাওয়া হয়নি এখানে। সুন্দর একটি সময় পার করেছেন। ভিতরে দৃশ্যগুলো দেখা হয়ে গেল আপনার মাধ্যমে। ভালো থাকবেন ধন্যবাদ।

 3 years ago 

একদিন সময় করে ফ্যামিলি নিয়ে চলে যাবেন ভাইয়া সত্যি খুব সুন্দর জায়গা। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন সব সময়।

 3 years ago 

ভালো একটি সময় কাটিয়েছেন আপু চিড়িয়াখানায়। কখনো যাওয়া হয়নি তবে আপনার পোস্টের মাধ্যমে অনেকগুলো প্রানীসহ জায়গা দেখতে পেলাম। আসলে বাচ্চাদের মাঝে মাঝে সবজের মাঝে বেড়াতে নিয়ে গেলে বেশ খুশি হয়। আপনার ছেলে মেয়ে সময়টুকু অনেক উপভোগ করেছে আপু। ধন্যবাদ আমাদেরকেও কিছু স্থান দেখার সুযোগ করে দেয়ার জন্য আপু।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাচ্চাদের নিয়ে আপনি খুব ভালো সময় কাটিয়েছেন আপু।মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়া দরকার।তাতে তাদের মন খুশি ও ফুরফুরে থাকে।আপনাকে ধন্যবাদ আপনার আনন্দের ও সুন্দর মুহূর্তটুকু আমাদের সাথে শেয়ার করার জন্য ।এবং আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর গঠনমূলক একটি মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার পরিবারসহ ঘোরাঘুরি অনেক মজার হয়েছে। ফ্যামিলি সহ ঘুরতে আসলেই অনেক ভালো লাগে। আপনার পরিবার সহ ঘোরাঘুরির এত সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জি আপু পরিবারসহ ঘোড়ার মজাটাই আলাদা।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62639.70
ETH 2439.41
USDT 1.00
SBD 2.64