ঘরে বসে সহজেই আয় করবেন যেভাবে
বর্তমানে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে চাকরির পাশাপাশি ঘরে বসে টাকা ইনকামের সুযোগ রয়েছে। আবার অনেকেই চাকরি না করেই ঘরে বসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে টাকা উপার্জন করে নিজের ক্যারিয়ার গড়ছেন।
ঘরে বসে টাকা উপার্জন করার সবচেয়ে বড় জায়াগা হলো সামাজিক যোগাযোগমাধ্যম। এজন্য আপনাকে খুব বেশি যোগ্যতা বা বড় কোনো ডিভাইস লাগবে এমন না। শুধু মাত্র স্মার্ট ফোনের মাধ্যমেই আপনি চাইলে সহজেই টাকা ইনকাম করতে পারবেন।
কীভাবে ঘরে বসে টাকা ইনকাম করবেন সেটা নিয়ে একটি প্রতিবেদন করেছে ইনডেড ক্যারিয়ার গাইড। চলুন এক নজরে জেনে নেয়া যাক অনলাইনে কীভাবে খুব সহজে ঘরে বসেই আয় করা যায়-
অনলাইন ব্যবসা
ফেসবুকে পেজ খুলে ব্যবসা করতে পারেন। বর্তমানে ব্যবসার জন্য অনলাইন বড় প্ল্যাটফর্ম। মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এখান থেকে। তবে এজন্য আপনাকে একটু ক্রিয়েটিভ কিছুই চিন্তা করতে হবে। গতানুগতিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে গেলে খুব একটা লাভ নাও হতে পারে।
পেজ মডারেটর
অনলাইন ব্যবসা করতে হলে আপনাকে বেশ কিছু মূলধন থাকতে হবে। এটি যদি না থাকে তাহলে অন্যদের পেজ মডারেট করেও আয় করা যায়। কাজটি ঘরে বসেই করতে পারবেন। পণ্যের অর্ডার নেয়া, পেজ মডারেট করা, পণ্যের আপডেট, কমেন্টের রিপ্লাই দেওয়া মূলত এসব কাজই করতে হবে। এতে মাসে বেশ ভালো আয় করতে পারেবেন।
ফ্রিল্যান্সিং
ঘরে বসে আয় করার অন্যতম এক উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। যা অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি মার্কেটপ্লেসে কাজের ব্যবস্থা রয়েছে। এইসব মার্কেট প্লেসে আপনি ঘণ্টা হিসেবে অথবা গিগ সাার্ভিস প্রদানের মাধ্যমে আপনার কাজের দাম নির্ধারণ করতে পারেবেন। ফ্রিল্যান্সিং এর পুরো সার্ভিস আপনি ঘরে বসে দিতে পারবেন। এমনকি বিভিন্ন অনলাইন পেমেন্ট ও ব্যাংক এর মাধ্যমে আপনার আয় বুঝে নিতে পারবেন।
ব্লগিং
ঘরে বসে আয় করার আরেকটি উপায় হচ্ছে ব্লগিং। আপনার দিনের কাজ, কিংবা রান্না-বান্না। যে কোনো বিষয় হতে পারে। ভিডিও করে ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। এখান থেকেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এজন্য একটু ইউনিক কিছু করার চিন্তা করতে পারেন। তাহলে ভিউজ বেশি পাবেন। ফলে আয়ও হবে অনেকবেশি।
অনলাইন টিউশনি
আপনি যদি গান, আঁকা বা নাচ পারেন তাহলে অনলাইনে টিউশনি করতে পারেন। শুধু গণিত বা ইংরেজি শেখার জন্যই নয়, এসব বিভিন্ন বিষয় শিখতেও এখন শিক্ষার্থীরা ইউটিউবের সাহায্য নেন। আপনার বিভিন্ন ক্লাস ফেসবুক এবং ইউটিউবে চ্যানেল খুলে আপলোড করুন। কাজটি ঘরে বসেই করতে পারবেন। আয় হবে অনেক বেশি।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!