চারুকলার বসন্ত উৎসবের নানা রঙ। ১০% shyfoxshyfox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আমি আছি ভালোই। আজকে আপনাদের সাথে শেয়ার করবো বসন্ত দিনের কথা। যদিও সবে মাত্র শীত শুরু হচ্ছে প্রকৃতিতে বসন্ত আসতে ঢের বাকী তবুও ছুটির দিনটাকে রাঙিয়ে দিতে এই বসন্ত কথন শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

Polish_20211119_145506322.jpg

বসন্ত উৎসব হচ্ছে রঙের উৎসব। প্রতি বছর ফাল্গুনের প্রথম দিন ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শুরু হয় বসন্ত উৎসব। ঠিক কত বছর ধরে এই উৎসবে যাই বলতে পারবোনা, কিন্তু সারাবছরই অপেক্ষায় থাকি বসন্ত উৎসবের জন্য। শুধু অপেক্ষা নয় রীতিমতো প্রস্তুতিও থাকে নতুন বাসন্তী রঙ বা হলুদ রঙের শাড়ি, ম্যচিং চুড়ি, ফুলের গহনা সব কিছুতেই বাড়তি উত্তেজনা। শুধু আমি নই এরকম প্রস্তুতি থাকে এই উৎসবে যোগ দিতে আসা সব মেয়েদের, পুরুষরাও বাদ যায়না এই প্রস্তুতি থেকে তারাও খুঁজে নেন মানানসই পাঞ্জাবী।

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/lectured.yell.float

received_289995326339478.jpeg

বসন্ত উৎসব শুরু খুব ভোর থেকে।চারুকলার বকুল তলায় স্টেজ তৈরি করা হয় নানান রঙের তাজা ফুল দিয়ে সকালে ভৈরবী রাগ বাজিয়ে বসন্তকে আমন্ত্রন জানানো হয় এরপর পাঠ করা হয় বসন্ত কথন। এর পর মঞ্চে দীর্ঘক্ষণ ধরে চলে গান, আবৃত্তি,নাচ। শুধু মঞ্চের মানুষেরা গান গায়না অনুষ্ঠান দেখতে আসা সবাই ও গলা মেলায় আহা আজি এ বসন্তে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে,বসন্ত বাতাসে সই গো,বসন্ত এসে গেছো এসব গানে। গান চলতে থাকে সবাই যাতে বসন্তের আমেজ উপভোগ করতে পারে তাইতো বানানো হয় ফুলের দোলনা সেই দোলনায় পালা করে চলে ছবি তোলা।

received_609872033565922.jpeg


FB_IMG_1637301895622.jpg

রঙিন ফুলের গহনায় যখন সবাই নিজেকে সাজাতে ব্যস্ত তখন বাদ যায়না ফুল বিক্রি করতে আসা শিশুটিও।সারা বছর ফুলের গহনা যে দামে বিক্রি বসন্ত উৎসবের দিনে কিন্তু দাম বেশি নিতে একটুও ভুল করেনা।

received_931988351070614.jpeg

বসন্ত উৎসবের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে রাখি বন্ধন আর আবির খেলা।সবাই তার প্রিয়জনের হাতে ফুলের তৈরী রাখি পড়িয়ে দেয়। আর গালে ছোয়ায় নানান রঙের আবির।

FB_IMG_1637314724265.jpg


FB_IMG_1637314360843.jpg


received_4585999988143477.jpeg

ছবি গুলো আমার ফেসবুক থেকে শেয়ার করা।

বসন্ত উৎসবকে রঙিন করতে ঢাকা শহরের আরো বেশ কয়েকটা জায়গায় আয়োজন করা হয় বনাঢ্য বসন্ত উৎসবের আর টেলিভিশনের কল্যানে সেই আয়োজনের খবর পৌছে যায় সারা দেশে। আমার বাংলা ব্লগের বন্ধুদের জন্য সেই উৎসবের খবর ছড়িয়ে দিলাম। গত দুই বছর করোনার কারণে সেভাবে হয়নি বড় করে বকুল তলায় বসেনি বসন্ত উৎসব, গতবছর সীমিত পরিসরে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে হয়েছিলো আয়োজন খুব সীমিত পরিসরে। বাংলাদেশে করোনা কমে এসেছে এ বছর হয়তো আবার সবাই মেতে উঠবে চারুকলার বকুল তলায় বসন্ত উৎসবে।


FB_IMG_1637314734645.jpg

আমি সোনিয়া আমার বাংলা ব্লগে নিয়মিত লিখছি। পাশাপাশি গান লিখি, কবিতা লিখি। মনের আনন্দেই লিখে যেতে চাই এই ব্লগে।

Sort:  
 3 years ago 

বাহ, কি সুন্দর লাগছে ছবিগুলো।দেখেই একেবারে চোখ জুড়িয়ে গেলো আমার। খুব ভালো লেগেছে, বিশেষ করে আপনাকে দেখতে অপরূপ লাগছে।

<div class "text=justify">

আপনি বোধহয় মার্কডাউন দেওয়ার সময় একটু ভুল করাতে এগুলো পোস্টে শো করছে।ঠিক করে নিয়েন আপু।
আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে খুব দারুন সব মুহুর্ত কাটয়েছিলেন।চিত্র গুলোর ভাষায় সেটাউ প্রকাশ করছে বসন্ত মানেই উৎসব। খুব ভাল সময় কাটয়েছিলেন।আমাদের সাথে শেয়ার করার জম্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও

বাংলার অন্যতম প্রধান কয়েকটি উৎসবের মধ্যে বসন্ত হচ্ছে একটি প্রধান উৎসব। বসন্ত এলে যেন চারুকলার কথা মনে পড়ে যায়। বসন্ত এলে নতুন সাজে সজ্জিত হয়ে যেন চারুকলা। আপনি বসন্তের মুহূর্তগুলো ভীষণ ভাবে উপভোগ করেছেন। আপনার ছবিগুলো অসম্ভব সুন্দর হয়ে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে বসন্তের এত সুন্দর অনুভূতিগুলো ভাগ করে নেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

চারুকলায় বসন্ত উৎসবের বিভিন্ন প্রকারের আয়োজন করা হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। পাশাপাশি বর্ণনাগুলো চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। বসন্ত উৎসব আমার প্রাণের উৎসব।

 3 years ago 

এই প্লাটফর্মে পাবলিস্ট করার আগে কোনো ফটো বা লেখা যদি পূর্বে অন্য কোথাও পাবলিস্ট করা হয় তাহলে সেই পোষ্ট টি Curation এর জন্য উপেক্ষা করা হতে পারে ।তবে এক্ষেত্রে আপনার নিজের কিছু ছবি শেয়ার করেছেন যেগুলো ঠিক আছে ।

আর একটা বিষয় হচ্ছে ফেসবুক থেকে যখন আপনি ফটো ডাউনলোড দিয়ে সেটি এখানে পোস্ট করেন তখন ফটো রেজুলেশন নষ্ট হয়ে যায় ।এজন্য অরিজিনাল ফাইল আপলোড দেওয়ার চেষ্টা করুন ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32