আমার লেখা কবিতা "অভিমান।"@ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও বেশ ভাল আছি। আজ আমি আপনাদের সাথে আমাদের বাস্তব জীবনে ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করবো। আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে অভিমান। এই অভিমানের কারণেই আমরা প্রিয়জন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। একবুক হতাশায় ডুবে যাই। আমরা সব সময় ভাবি আমাদের বিপরীতে যে মানুষটি আছে সে কাছে আসবে, আমি যাবোনা। এই রকম পরিস্থিতিতে বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে , কষ্ট হয় দু'জনেরই। তাই আসুন অভিমান ভুলে একসাথে আনন্দে বাঁচি।

received_1151879505628271.jpeg
ছবি লিঙ্কঃ
https://www.pexels.com/photo/silhouette-of-a-woman-standing-on-seaside-2853192/

অভিমান

সোনিয়া স্নিগ্ধা

অভিমান শব্দটায় কেমন যেন মায়া লেগে থাকে
তাকে অগ্রাহ্য করা যায়না,
উপেক্ষাও করা যায়না।
যারা অভিমান কে উপেক্ষা করতে পারে
তারা আসলে কখনো ভালোই বাসেনা।

বাধ ভাঙা উচ্ছ্বাস বা অসীম কষ্ট
ভালোবাসায় হাত ধরাধরি করে হাটে
মাঝখানে সুক্ষ অনুরণন অভিমান!
এই অভিমান বুকে নিয়ে
কেউ কেউ হয়তো হারিয়ে যায় বিস্মৃতির অতলে!
হয়তো খুব ইচ্ছে করে ফিরে আসার
কিন্তু অদৃশ্য শিকল আষ্টেপৃষ্টে বেধে দেয়।


খর রোদ্দুরে একলা হেটে চলা শুধুই অভিমান বুকে নিয়ে,
নিঃশব্দে জোনাকির আওয়াজ
বড় বেশি করে বেধে পাঁজরে।
এই যে দহনকালে একলা পথে হাটা
তাও শুধু অভিমান বুকে নিয়ে।
যদি সে আমায় ভালোবাসতো
ঠিক জেনে যেতো কতটা ক্ষয়ে গেছি উপেক্ষায়!


মায়াবী জোছনার সাথে আলিঙ্গন হয়
উত্তাল সমুদ্রও পেরুনো যায়
শুধু অভিমান ভুলে কাছে যাওয়া হয়না।


received_507058897711658.jpeg
ছবি লিঙ্কঃ
https://www.pexels.com/photo/silhouette-photo-of-male-and-female-under-palm-trees-1024981/


আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 3 years ago 

আপনি যে এত সুন্দর ভাবে কবিতা লিখতে পারেন তা আমার জানা ছিল না। আসলেই বিরহ মিশ্রিত কবিতা গুলো খুবই ভালো লাগে আমার।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে খুব ভালো লাগলো আপনি খুব সুন্দর করে মনের আবেগ থেকে কবিতাটি লিখেছেন বলে মনে হচ্ছে। আপনার কবিতার প্রতিটি লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে আপনার কথাটা একদম সত্য অভিমান শব্দটা খুবই অন্যরকম যার মাঝে অনুভূতি কাজ করে। এত অসাধারণ কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার লেখা কবিতা অভিমান খুব ভালো লেগেছে আমার। আপনি কবিতা প্রতিটি লাইনে আপনার অভিমত ব্যক্ত করেছেন। আপনার অনুভূতি গুলো এত সুন্দর ভাবে কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করছেন জান সত্যি আমার খুব ভালো লেগেছে। কবিতা লেখা অনেক কঠিন কাজ সবাই কবিতা লিখতে পারে না যদি না তার সৃজনশীলতা প্রখর না হয় অর্থাৎ সৃষ্টিশীল মানুষ গুলো কবিতা লিখতে পারে। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অভিমান শব্দটায় কেমন যেন মায়া লেগে থাকে
তাকে অগ্রাহ্য করা যায়না,
উপেক্ষাও করা যায়না।
যারা অভিমান কে উপেক্ষা করতে পারে
তারা আসলে কখনো ভালোই বাসেনা।

অনেক সুন্দর হয়েছে কবিতাটি। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই আপু যারা অভিমানকে উপেক্ষা করে থাকে তারা ভলোবাসতেই জানেনা।

খুবই ভালো লাগলো আপনার লেখা কবিতাটি। শুভকামনা রইল আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

মায়াবী জোছনার সাথে আলিঙ্গন হয়
উত্তাল সমুদ্রও পেরুনো যায়
শুধু অভিমান ভুলে কাছে যাওয়া হয়না।

বাহ সত্যি চমৎকার ছিল আপু আপনার কবিতার এই লাইন গুলো। বেশ ভালো ভাবে কবিতাটি লিখেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96907.08
ETH 3380.66
USDT 1.00
SBD 3.23