নগরে শীতের পিঠা। @shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আছি ভালোই। চারিদিকে শীতের আমেজ, প্রকৃতিতে নানান রকম পরিবর্তন। খুব ভোরে ঘুম থেকে উঠলেই দেখতে পাবেন ঘাসের উপর জমে আছে শিশির বিন্দু। বাজারে নানান রকম শীতের সব্জি ফুলকপি,বাঁধাকপি, শিম এর সমাহার।
পাশাপাশি রঙ বেরঙের ফুল গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়া। ছোট বেলার শীতের কথা মনে পড়ে। পরীক্ষা শেষে আমরা চলে যেতাম দাদাবাড়িতে। আমাদের বাড়ির উঠোনে ছিলো ২ টি খেজুর গাছ, সেই গাছের খেজুর রস আমার খুব প্রিয় ছিলো। শীতের সময় যখন ভোর বেলায় গফুর গাছি এসে
রস পাড়তে তখন বাড়ির ছোটরা সবাই রস ঘিরে উৎসবে মেতে উঠতাম। গ্লাসে রস নিয়ে বসে যেতাম উঠোনে সাথে থাকতো মুড়ি। জীবনের মধুর স্মৃতি গুলোর মধ্য এই স্মৃতিটা অনন্য। একটু বেলা বাড়লেই শুরু হতো ভাপা পিঠা, চিতোই পিঠা পুলি পিঠা বানানোর উৎসব। নাগরিক ব্যস্ত মানুষেরা সেসব উৎসব থেকে বঞ্চিত। কিন্তু ছোট বেলার সেই পিঠার স্মৃতি এমন ভাবে মনে গেছে তাইতো এখন শীতের সন্ধ্যায় ঢাকা শহরেই খুঁজে ফিরি পিঠা।

20211130_213634.jpg

লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/mason.bordering.playoffs

শহরে সন্ধ্যা নামতেই রাস্তার পাশে পিঠার পসরা সাজিয়ে বসে পড়েন মহিলারা। ভাপা পিঠা, ভাজা পিঠা, আর চিতোই পিঠা কিনতে কখনো কখনো ভীড় লেগে যায় দোকানে। চিতোই পিঠার সাথে আবার পাওয়া যায় ধনিয়াপাতা, সরিষা, শুটকি,কাঁচা মরিচ ভর্তা। গরম চিতোই পিঠার সাথে ভর্তা খেতে দারুণ মজা।


20211130_214226.jpg


20211130_214302.jpg

20211130_214127.jpg

কখনো কখনো পুরুষ বিক্রেতাও পাওয়া যায় তারা অবশ্য ভ্যানের মধ্যে চুলা বসিয়ে সেখানেই বানান পিঠা। সেখানে আবার বিচিত্র পিঠার বাহার। ভাজা পিঠার পাশাপাশি চিংড়ী দিয়ে বানান পিঠা।


20211130_213754.jpg


20211130_213409.jpg

শহুরে জীবনের বাচ্চার অনেকটাই বঞ্চিত আমাদের মত শেকড়ের সন্ধানে দীর্ঘ সময় ছুটি কাটানো থেকে। আর তাইতো রাস্তার পাশের মাটির চুলায় বানানো পিঠা দেখিয়ে গল্প বলি ছোট বেলার।

20211130_213738.jpg

আমি সোনিয়া, আমি বাংলাদেশী। বাংলায় লিখি গান, কবিতা। ভালো লাগে পড়তে, গান শুনতে আর ঘুরে বেড়াতে। জীবনের রং প্রতিনিয়তই উপভোগ করি ভিন্ন ভাবে। ভীষণ উৎসব প্রিয় মানুষ আমি। স্মৃতিতে খুঁজে ফিরি হারানো শৈশব আর রঙিন ছেলেবেলা।

Sort:  
 3 years ago 

শীতকালে বাড়িতে সময় কাটানো এবং পরিবারের সাথে বিভিন্ন খাবার উপভোগ করা শীত মৌসুমে বেঁচে থাকার একটি ভাল উপায় এবং আপনি এটি একটি ভাল উপায়ে করছেন। আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার পোস্টটি দেখা ও পড়ার মাধ্যমে অতীতের স্মৃতি বিজরিত দিনের কথা মনে পড়ে গেল।ম্যাচে থাকাকালীন শীতের মৌসুমে শহরে সত্যি সত্যিই রাস্তার চারপাশে এইরকম পিঠা তৈরির দৃশ্য বিরাজমান। খেতে খুবই সুস্বাদু লাগে। আমি অনেক খেয়েছি শেয়ার করার জন্য ধন্যবাদ। 😍😍

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 55290.41
ETH 2357.13
USDT 1.00
SBD 2.32