আমার লেখা কবিতাঃ নিরাশায় কাটে দিন।@ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমি ও বেশ ভালো আছি।

মানুষ বড় অদ্ভুত। যাপিত জীবনের কষ্ট দুঃখ মানুষকে প্রতিনিয়তই গ্রাস করে ফেলে, তারপরও মানুষ অপেক্ষায় থাকে ভালো সময়ের।কিছু মানুষের সংস্পর্শ মানুষকে ভুলিয়ে দেয় কষ্টকর দীর্ঘপথ। এক সময় অপেক্ষা ফুরোয় কিন্তু পথ কি স্বপ্নিল হয়? সেই জিজ্ঞাসা অনন্তকালের।

received_471797154356328.jpeg

ছবি লিঙ্কঃ
https://www.pexels.com/photo/wood-light-landscape-people-9632585/

নিরাশায় কাটে দিন

সোনিয়া স্নিগ্ধা

যাপিত জীবনের কষ্টে প্রতিদিন জুবুথুবু
প্রতিদিন নৈরাশের সঙ্গে নিবিড় আলিঙ্গন,
ক্রমাগত ডোর বেলের একঘেয়ে শব্দ
সব ভেদ করে বেজে ওঠে ধ্বনি!
যেমন করে মানুষ ঝড়ের পূর্বাভাস পায়
তেমন করে জানতে পারে সে আসছে
নৈশব্দে মৃদঙ্গ বাজাতে।

একলা অবেলায় একটা পাখি দাঁড়িয়ে
সেদিকে তাকিয়ে কেটে যায় একাকিত্বের কষ্ট,
বিষন্ন রাতে যেমন করে জ্বলে থাকে শুকতারা
আমিও তেমনি করে অপেক্ষার বাতি জ্বালিয়ে
পুরো আলোকবর্ষ জুড়ে জেগে আছি।
এই বেদনার ভার কোথাও কি উড়ে যাবে
যেমন করে পেঁজা তুলো মেঘ উড়ে যায়!
কেউ কি নিয়ে যাবে চির বসন্তের দেশে
যেখানে বসন হবে ফুলের
চারিদিকে বইবে আনন্দের ফোয়ারা।


অপেক্ষায় ক্লান্ত মন ফু দিয়ে উড়িয়ে দিতে চায়
শুক্লপক্ষ রাতের কষ্ট,
নিস্তরঙ্গ জীবনের প্রতিটি ভাঁজে
ঢেউয়ের আনা গোনা হোক প্রবল ভাবে।
কুসুমে কুসুমে ভরে যাক মনের বাগান
জ্যোৎস্না আর জোনাকির আলিঙ্গনে কাটুক
মুক বধির সময় এই ভীষণ ক্লান্ত ক্ষণ।


সীমারেখা ধরে হেটে যাবো আমি
মাঝখানে বিরাট প্রশ্নবোধক
জীবনের লেনদেন, হিসেবের খাতায় ভুল
তবু ও আমৃত্যু আশায় বুক বাধি
হয়তো মিলে যাবে স্বপ্নলোকের সেই কাঙ্ক্ষিত চাবি।


received_628947835110247.jpeg

ছবি লিঙ্কঃ

https://www.pexels.com/photo/woman-covered-with-polka-dot-lights-2967853/


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরে বেড়াতে।অবসর কাটে বই পড়ে, গান শুনে।জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 3 years ago 

কবিতাটির ভাষা গুলো বুঝতে যদিও একটু কঠিন হচ্ছিল ,তবুও বলি নিরাসায় কাটে দিন কবিতার এই লাইন গুলো অসাধারন আর্থ প্রকাশ করে

অপেক্ষায় ক্লান্ত মন ফু দিয়ে উড়িয়ে দিতে চায়
শুক্লপক্ষ রাতের কষ্ট,
নিস্তরঙ্গ জীবনের প্রতিটি ভাঁজে
ঢেউয়ের আনা গোনা হোক প্রবল ভাবে।
কুসুমে কুসুমে ভরে যাক মনের বাগান
জ্যোৎস্না আর জোনাকির আলিঙ্গনে কাটুক
মুক বধির সময় এই ভীষণ ক্লান্ত ক্ষণ।

কবিতার জন্য শুভ কামনা রইল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অপেক্ষায় ক্লান্ত মন ফু দিয়ে উড়িয়ে দিতে চায়
শুক্লপক্ষ রাতের কষ্ট,
নিস্তরঙ্গ জীবনের প্রতিটি ভাঁজে
ঢেউয়ের আনা গোনা হোক প্রবল ভাবে।
কুসুমে কুসুমে ভরে যাক মনের বাগান
জ্যোৎস্না আর জোনাকির আলিঙ্গনে কাটুক
মুক বধির সময় এই ভীষণ ক্লান্ত ক্ষণ।

  • কবিতাটি পড়ে নিজের জীবনকে যেন অন্য ভাবে উপভোগ করতে শিখলাম । খুবই চমৎকার কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার কাছে এমন কবিতার আরো প্রত্যাশা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একলা অবেলায় একটা পাখি দাঁড়িয়ে
সেদিকে তাকিয়ে কেটে যায় একাকিত্বের কষ্ট,
বিষন্ন রাতে যেমন করে জ্বলে থাকে শুকতারা
আমিও তেমনি করে অপেক্ষার বাতি জ্বালিয়ে
পুরো আলোকবর্ষ জুড়ে জেগে আছি।
এই বেদনার ভার কোথাও কি উড়ে যাবে
যেমন করে পেঁজা তুলো মেঘ উড়ে যায়!
কেউ কি নিয়ে যাবে চির বসন্তের দেশে
যেখানে বসন হবে ফুলের
চারিদিকে বইবে আনন্দের ফোয়ারা।

এই কয়টা লাইন আমার কাছে অসাধারণ লেগেছে আপু।আপনি অনেক ভালো লেখেছেন।অসাধারণ আমার প্রতিভা।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57653.84
ETH 2354.20
USDT 1.00
SBD 2.35