কবিতাঃ ইচ্ছেরা মরে যায় -c ১০% Shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি।একটা বিষয় মাঝে মাঝেই খুব বেশি ভাবায় আমাকে, একটাই জীবন আমাদের সেই জীবনের সব ইচ্ছা পূরণ করার সাধ্য হয়তো আমাদের নেই কিন্তু ছোট ছোট ইচ্ছেগুলি তো চাইলেই পূরণ করতে পারি তাহলে কেন করিনা? আপনাদের কি মনে হয় আমার মত, এই নিয়েই লেখা আমার আজকের কবিতা।

FB_IMG_1636479302595.jpg

ইচ্ছেরা মরে যায়

সোনিয়া স্নিগ্ধা

ইচ্ছেরা মরে যায়
না ঠিক মরে যায়না, খুন হয়
ইচ্ছেরা হারিয়ে যায়,নিতান্তই অনিচ্ছেতে।

খুব বেশি চাইনি তো কিছু
কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয়
ফেওয়ার সূর্যাস্ত
আর সমুদ্রের ঢেউয়ে দুঃখের বিসর্জন।

এমন তো হতেই পারতো
বর্ষার ভেজা জুঁই,
আকাশ ভরা জ্যোৎস্নার আলোয় স্নান
ক্লান্তিকর দীর্ঘ রাতের শেষে,
তারা গোনার সাথী, রয়েছে আমারই অপেক্ষায়।

সুন্দর কিছু মুহূর্ত, ছোট ছোট ইচ্ছে পূরণ করলে জীবনের আক্ষেপ কমে যায় অনেক খানি। একটাই জীবন তাই বেঁচে থাকি বাঁচার আনন্দ নিয়ে।

Sort:  
 3 years ago 

খুব ভালো হয়েছে আপনার কবিতাটি। মাঝে মধ্যে আমরা আবেগবর্শী হয়ে কবি হয়ে যাই 😄😄
এটাও ভালো মনের কথাগুলো তখন কবিতা হয়ে ফুটে ওঠে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

আপু ইচ্ছাকে নিয়ে অনেক সুন্দর কবিতা ও বিশ্লেষণ লিখেছেন আপনি। দুটোই আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ও।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61414.81
ETH 2984.62
USDT 1.00
SBD 2.46