ভিন্ন জীবনে নিরন্তর যুদ্ধের গল্প।@ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরে ভীষন ব্যস্ততা যাচ্ছে, ঠিকমতো সময় করে উঠতে পারছিনা ব্লগের জন্য। তারপরও মনটা অস্থির হয় আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবার জন্য। তাইতো শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করলাম লিখতে সেটাও পথেরই গল্পই।

20220322_114749.jpg


রাজধানী ঢাকার রাস্তায় ভীষণ পরিচিত দৃশ্য জ্যামে পড়লেই অদ্ভুত সাজের কিছু মানুষ এসে পথ আগলে দাড়াবে টাকা চাইবে। এরা না নারী না পুরুষ সবাই তৃতীয় লিঙ্গের মানুষ সবাই যাদেরকে হিজরা বলে। তবে এসব মানুষেরা শুরু থেকেই হিজরা নয়, তারা হয় ছেলে নয়তো মেয়ে হয়ে জন্ম নিয়েছিলো, ঠিক বয়ঃসন্ধিতে এসে প্রকৃতির অমোঘ নিয়মে পরিবর্তিত হয়ে,হয়ে গেলো হিজরা।

20220322_114825.jpg

শুধু ঢাকার রাস্তা নয় মার্কেট, কাঁচাবাজার, শপিংমল সব খানেই এইসব তৃতীয় লিঙ্গের মানুষের উৎপাতে অতিষ্ঠ নগরবাসী। সবাই বিরক্ত হয়ে যায় তাদের এই টাকা চাওয়াতে, কেউ কেউ তো এটাকে চাঁদাবাজি বলে, তারা কি কখনো ভেবে দেখেছে এভাবে টাকা না চাইলে তাদের জীবন যাপনের রসদ কোথা থেকে আসবে। পরিবার থেকে বিতারিত এইসব মানুষ চাইলেও কাজ খুঁজে পায়না।

20220322_114832.jpg


ছবিতে যে দুজন মানুষকে দেখছেন তারা কোন আত্মীয়তার সম্পর্কের মানুষ নয়। জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য পরিবার থেকে বিতারিত হয়ে ঠাঁই নিয়েছে একই বাড়িতে, রাস্তায়ও টাকা চাইতে নেমেছে এক সাথে। দুজনেই আমার অনেক দিনের পরিচিত। অফিসের রাস্তায় জ্যামেই তাদের সাথে পরিচয় হয়।এক সময় মোটামুটি স্বচ্ছল পরিবারেই ছেলে হিসেবে জন্ম তাদের। বয়ঃসন্ধিতে শারীরিক পরিবর্তনের পর এখন তারা নারী এদের একজনের বর্তমান নাম নাবিলা আরেকজন মনিষা।

20220322_114804.jpg


এখনও নাড়ির টানে পরিচয় গোপন করে রাতের আধারে মাঝে মাঝেই ফিরে যায় গ্রামে, দেখা করে আসে বাবা মায়ের সাথে। তবে বাড়িতে ভাইয়ের কারণে জায়গা হয়না তাই নিয়ে কোন অভিযোগ নেই আছে এক বুক অভিমান আর কষ্ট। আমি যে সব সময় ওদেরকে টাকা দেই বিষয়টা তেমন নয়, তবে টাকা না দিতে পারলেও ওদের সাথে হাসি মুখে কথা বলি সেটাই ওরা অনেক বড় বিষয় হিসেবে দেখে।একবার ভাংতি টাকা না থাকায় রিক্সা ভাড়া দিতে পারছিলাম না দৌড়ে এসে রিক্সা ভাড়া দিয়ে আবার মিলিয়ে গেলো জ্যামে। শুধু একটু ভালো ব্যবহারই ওদের জন্য প্রয়োজন যা তাদেরকে ভাবতে শেখায় ওরাও মানুষ।

20220322_114829.jpg


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62854.40
ETH 2463.99
USDT 1.00
SBD 2.65