আমার লেখা ভালোবাসার কবিতা "প্রেম"। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, নিশ্চই ভালো? আমিও ভীষণ ভালো আছি।


♥♥♥হ্যাপী ভ্যালেনটাইনস ডে♥♥♥ "আমার বাংলা ব্লগের "সবার জন্য রইলো ভালোবাসা দিবসের শুভেচ্ছা।আপনারা নিশ্চই প্রিয় মানুষ, ভালোবাসার মানুষকে নিয়ে দারুণ একটা দিন পার করেছেন, সেই রেশ মন জুড়ে তো থাকবে বেশ কয়েকটা দিন কি বলেন সবাই? ভালোবাসা আসলে এমন একটা অনুভূতি যা মুহুর্তেই মনকে রঙিন করে, আর তার সৌরভ ছড়িয়ে দেয় চারপাশে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে ভীষণ অনুভূতি প্রবণ থাকে অল্পতেই কান্না পায়, অভিমান হয় আর তার থেকেই হয় ভুল বোঝাবুঝি সেই ভুল বোঝাবুঝি নিয়ে প্রিয় মানুষটি যখন তার থেকে দূরে চলে যায় তখন তার জন্য থাকে এক সমুদ্র অপেক্ষা! এরকম মিষ্টি একটা গল্প নিয়েই লেখা আমার আজকের কবিতা প্রেম।

received_293056172738645.jpeg

ছবি লিঙ্কঃ
https://pixabay.com/photos/couple-wedding-park-newlyweds-443600/

প্রেম

সোনিয়া স্নিগ্ধা

হিমালয় সমান ভালোবাসা নিয়ে অপেক্ষায় আছি
স্বপ্নের প্রত্যাশিত দরজা দিয়ে সে ফেরেনি।
এক সমুদ্র ঢেউ গুনতে যত সময় লাগে
তার থেকে বেশি সময় নিয়ে বসে আছি
তারই অপেক্ষায়, সে ফিরবে বলে!
কত শুক্লপক্ষ কত চন্দ্রভুক রাত পেরুলো
সে ফিরলো না এখনো।

যদি আমি গাছ হতাম আমার শিকড় পৌছুতো
মাটির অনেক গহীনে
তাও অপেক্ষা ফুরোতো না।
যদি সাইক্লোন হতাম
মুহূর্তেই লন্ডভন্ড করে দিতাম চরাচর,
তারপর ধ্বংসস্তুুপের ভেতর থেকে
খুঁজে নিতাম সেই স্বপ্নময় পদচিহ্ন।


ওক পাইন আর ইউক্যালিপটাস জানে
আমাদের প্রথম অভিসার,
কাঞ্চনজঙ্ঘা জানে কতটা রঙিন হয়েছিলো ভোর
ঘুম রেলস্টেশন জানে এখনো
অপেক্ষায় দাড়িয়ে দীর্ঘ প্রাচীন মন।


মলিন পাতা ঝড়ার দিন পেরিয়ে
গাছে গাছে কচিপাতার হিন্দোল।
রাঙা পলাশ শিমুল ছড়াচ্ছে
ভালোলাগার আবেশ,
সেই মুগ্ধ আবেশে আবারও ভাবনায় ছেদ
সূর্যিত দিন উঠবে হেসে
যুগল প্রেমে আমরাও যাবো ভেসে।

received_932393804333693.jpeg


ছবি লিঙ্কঃ

https://pixabay.com/photos/sunset-beach-sea-ocean-summer-5383043/


আমি সোনিয়া বাংলাদেশি,বাংলা লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি ভালোবাসার কবিতা লিখেছেন। দেখছি সবাই এখন কবি হয়ে গেছে। অসাধারণ প্রতিভা জেগে উঠেছে সবার থেকে। আপনার কবিতাটা অনেক ভালো লেগেছে পড়ে। অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে। কারণ আপনার কবিতার মধ্যে, ভালোবাসার সাহিত্যের ছোঁয়া টা অনেক ভালই ফুটিয়ে তুলেছেন।অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রেমের কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

অসাধারণ লিখেছেন আপু। আপনি খুব সুন্দর করে সময় নিয়ে কবিতাটি লিখেছেন। কারন খুব সুন্দর সাহিত্যে ফুটে তুলেছেন। আপনাকে স্বাগত জানাই। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওক পাইন আর ইউক্যালিপটাস জানে
আমাদের প্রথম অভিসার,
কাঞ্চনজঙ্ঘা জানে কতটা রঙিন হয়েছিলো ভোর
ঘুম রেলস্টেশন জানে এখনো
অপেক্ষায় দাড়িয়ে দীর্ঘ প্রাচীন মন।

লাইন গুলো একদম মণ ছুঁয়ে গেছে।ভাষার গভীরতা তালমেল একদম অসাধারণ।ধন্যবাদ আপু খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনার লেখা প্রেম কবিতাটি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি লাইন খুব ভালো লেগেছে। প্রেম আসলে এক অন‍্য রকম অনুভূতি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা পরিবেশন করার জন‍্য। শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 57886.34
ETH 3104.72
USDT 1.00
SBD 2.54