মজাদার চিংড়ি নাগেট- ১০% Shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আছি মোটমুটি।প্রতিদিনের ব্যস্ততায় সময় হয়না অনেক কিছু করার, কিন্তু প্রিয়জন পরিবারের সদস্যদের জন্য আলাদা কিছু করার চিন্তা সব সময় থেকে যায়। আর তাইতো আজকে মন দিয়েছি বাচ্চার জন্য পছন্দের খাবার বানাতে। চিংড়ি মাছ ছোট বড় সবারই পছন্দের খাবার আর সেই চিংড়ি দিয়েই তৈরী করেছি মজাদার চিংড়ি নাগেট। আপনি চাইলে একসাথে তৈরী করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন।


20211112_144904.jpg

উপকরণপরিমান
মাঝারি চিংড়ি১কাপ
পাউরুটি৩ পিস
গোল মরিচের গুঁড়ো১ চা চামচ
লবণপরিমাণ মত
শুকনা মরিচের গুঁড়ো১চা চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
পেঁয়াজ বাটা১ চা চামচ
ডিম১ টা
ব্রেড ক্রামপ্রয়োজন মত
তেলপরিমান মত

Polish_20211115_110341213.jpg

প্রস্তুত প্রণালিঃ

প্রথম ধাপঃ
প্রথমে ১ কাপ পরিমান চিংড়ি মাছ ভালো ভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর মাছ গুলি পাটায় বেটে নিতে হবে।চাইলে ব্লেন্ডারে পিষে নিতে পারেন।


20211112_130709.jpg

দ্বিতীয় ধাপঃ
বেটে রাখা চিংড়ি মাছের সাথে একে একে আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা,গোল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ও পরিমাণ মত লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে।


20211112_131717.jpg

তৃতীয় ধাপঃ বেটে রাখা চিংড়ির সাথে সব মশলা মাখানো হলে তাতে ১ টা ডিম ভালো করে ফেটে নিয়ে মাখাতে হবে।এরপর পাউরুটির টুকরোগুলো একেবারে গুড়ো করে চিংড়ির মিশ্রনে ভালো করে মেশাতে হবে।


20211112_131811.jpg

চতুর্থ ধাপঃ এই ধাপটি খুব গুরুত্বপূর্ণ। সব উপকরন এক সাথে মেশানো হলে একটা পাত্রে তেল ব্রাশ করে তাতে চিংড়ির পুরো মিশ্রনটি সমান করে বিছিয়ে দিতে হবে। এরপর ছুড়ি দিয়ে নাগেটের সাইজ করে কেটে নিতে হবে।


20211112_132823.jpg

পঞ্চম ধাপঃ এই ধাপটি নাগেট তৈরীর মুল ধাপ।শেপ করা নাগেটগুলি কোটিং করতে হবে। একটা করে নাগেটের পিস নিয়ে প্রথমে ডিমে চুবাতে হবে তারপর ভালোভাবে ব্রেডক্রামে গড়িয়ে নিতে হবে। ব্রেডক্রাম ঠিক মতো নাগেটের গায়ে না বসলে নাগেট ক্রিসপি হবে না।ব্রেডক্রামে নাগেট গড়ানো হলে ২ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে শক্ত হতে দিতে হবে।


20211112_134000.jpg

ষষ্ঠ ধাপঃ নাগেটগুলি ডিপ ফ্রিজ থেকে বের করে উল্টেপাল্টে দেখতে হবে ব্রেডক্রাম ঝরে পড়ে কি না। যদি না ঝড়ে পড়ে তাহলেই বুঝবেন নাগেট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানে পরিমাণ মত তেল গরম করে নাগেট ছেড়ে দিতে হবে। অল্প আচে ভাজতে ভাজতে সোনালী রং ধারন করলে নামিয়ে নিতে হবে। এভাবেই তৈরী হয়ে গেলো সুস্বাদু চিংড়ির নাগেট।


Polish_20211115_120007562.jpg

দারুণ সুস্বাদু এই নাগেট পোলাও এর সাথে খেতে খুব ভালো লাগে। বিকালের নাস্তা হিসেবেও খুবই ভালো লাগে। যারা বাইরের খাবার পছন্দ করেন না তারা বানিয়ে ড্রিপ ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছের নাগেট অসাধারণ সুন্দর একটি মজাদার রেসিপি। চিংড়ি মাছের নাগেট খেতে অনেক ভালো লাগে আমার। আপনার পোস্টে বর্ণনাগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার চিংড়ি 🍤🍤🍤🍤 মাছের নাগেট অথবা বড়া দেখতে খুবই সুন্দর হয়েছে। এবং আপনি অনুমান গুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এবং ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। এই ভড়া গুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং কি আপনি অনেক সুন্দর করে লাল লাল বেছেছেন। দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার উপস্থাপনাটি খুব সুন্দর ছিল আমাদের সাথে আপনার চিংড়ি মাছের নাগেট শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ।অনুমান করে বানাইনি যেভাবে বানিয়েছি সেই পরিমান দিয়েছে যাতে সহজে অন্য কেউ বানাতে পারে

 3 years ago 

মজাদার চিংড়ি নাগেট

  • চিংড়ি দিয়ে অনেক রান্না দেখছি। চিংড়ি চপ খেয়েছি কিন্তু চিংড়ির নাগেট কোনদিন শুনি নাই। আপনি এত সুন্দর ভাবে রান্না টি সম্পূর্ণ করেছেন। প্রয়োজনীয় উপকরণ প্রতিটি ধাপ সাবলীল ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল

বাহ আপু অনেক সুন্দর বরা তৈরি করেছেন আপনি চিংড়ি মাছ দিয়ে। তাও আবার চিংড়ি মাছের নাগেট। প্রথম শুনলাম এই রেসিপির নাম। যাইহোক সত্যি অনেক সুন্দর হয়েছে আপু। আপনার নতুন রেসিপি টাও শিখে গেলাম। শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনার জন্য।

 3 years ago 

এটা খেতে খুব মজা। আমার রেসিপিতে পরিমান ঠিক করে দেয়া আছে বাসায ট্রাই করতে পারেন।

 3 years ago (edited)

আপু আপনার পোস্ট টি অনেক সুন্দর হয়েছে।আজ বেস কিছু ইউনিক রেসিপি দেখলাম তার মধে আপনার সবচেয়ে সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ। আপনার কমেন্ট পড়ে মন ভালো হয়ে গেলো।

 3 years ago 

এতোদিন মুরগীর মাংসের নাগেট বা চিকেন নাগেট অনেক দেখেছি এবং খেয়েছি। তবে কখনো চিংড়ি মাছের নাগেট খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি তুলে ধরেছেন আমাদের সামনে।সত্যি দারুণ।এগিয়ে যান আপু।

 3 years ago 

ধন্যবাদ। চিকেন নাগেটের চেয়ে মজাদার।

 3 years ago 

বাহ আপনি অনেক সুন্দর একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই রকম রেসিপি এই প্রথম আমি দেখলাম এবং নামটাও প্রথম শুনলাম। আর যাই হোক এই অভিজ্ঞতা নিয়ে আমি আগামীতে এরকম একটা রেসিপি তৈরি করবো। তাই পরিশেষে আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে।

আপনার ক‍্যাপশনটার সাথে আমি একমত পোষণ করছি। চিংড়ি সত‍্যি খেতে অনেক সুস্বাদু হয়। আপনার রেসিপি দেখে আমার জিহ্বায় জল গড়িয়ে পরছে। আমি মাঝে মধ্যে চিংড়ি রেসিপি খেয়ে থাকি। রেসিপি সম্পর্কে সুন্দর বর্নণা করেছেন। শুভকামনা রইল

 3 years ago 

অসাধারণ একটি রেসিপি আমাদের সবাইকে দেখালেন দিদি। মাছ কম খেলেও চিংড়ি মাছ খুব পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে যে এত মজার কিছু হতে পারে কখনো ভাবতেও পারিনি। আর আপনি যা যা উপকরণ ব্যবহার করেছেন তাতে নিঃসন্দেহে বলা যায় খাবার টা খুবই মজাদার হবে। এটা আমি অবশ্যই বাড়িতে করবো। শুভেচ্ছা রইল দিদি ,ভালো থাকবেন।

 3 years ago 

আসলেই খেতে দারুন মসলা যা দেয়া তাতে মাছের ফ্লেভার খুব বোঝা যায় না। বানালে জানাবেন কেমন লাগলো।

 3 years ago 

চিংড়ি মাছের নগেট কখনো বাসায় রান্না করে খাওয়া হয়নি আপনার চিংড়ি মাছের নগেট দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে চিংড়ি মাছের নগেট খেতে খুবই মজা লাগে আমি দোকান থেকে মাঝে মাঝেই এগুলো খেয়ে থাকি চিংড়ি মাছের নগেট এর এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

একবার খেলে আবার খেতে চাইবেন।দারুণ মজার নাগেট।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31