ঘুরে এলাম স্কাই ব্রিজ ল্যাংকাউই থেকে। ১০% shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। ছেলের পরীক্ষা তাই নতুন জায়গায় বেড়াতে যেতে পারছিনা। সেজন্য পুরোনো সব ছবি ঘাটাঘাটি করে মনের খেদ মেটাচ্ছি। বছর তিনেক আগে গিয়েছিলাম মালয়েশিয়ায়। পাহাড়, সমুদ্র,দ্বীপ আর বৈচিত্র্যময় প্রকৃতির জন্য এখনো মনে গেঁথে আছে মালয়েশিয়া। চলুন আজ আপনাদের ঘুরিয়ে আনি ল্যাংকাউই দ্বীপ থেকে যেখানে দেখা পেয়েছিলাম ভয়ঙ্কর সুন্দর কাঁচের ব্রীজের।

received_646210426379444.jpeg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/free.womanhood.slowness

ল্যাংকাউই যেতে হলে প্রথমে যেতে হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। আমরা প্রথমে কুয়ালালামপুরে গিয়েছিলাম সেখান থেকে কানেকটিং ফ্লাইটে সোজা ল্যাংকাউই। ছোট্ট ছিমছাম পরিচ্ছন্ন পাহাড় ঘেরা শহর ল্যাংকাউই। যেখানে যেদিকেই চোখ যায় শুধু মুগ্ধ আবেশে চোখ জুড়িয়ে যায়। প্রথম দিন হোটেলে পৌছে রেষ্ট নেবো ভাবলাম কিন্তু তা আর সম্ভব হলো না কারণ চেক ইন করে হোটেল টা ঘুরে দেখতে দেখতে পিছন পাশে এসে দেখি অপার সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে দারুণ সমুদ্র যেই সমুদ্রের মাঝখানেই আছে পাহাড়। আর হোটেলের সুইমিংপুল পেরিয়েই একটু দুরে নীল সমুদ্র। আমরা একবার সুইমিংপুল একবার সমুদ্রে ঝাপাঝাপি করেই কাটিয়েছি পুরো বেলাটা।

FB_IMG_1637731896654.jpg


received_649405409389122.jpeg

পরের দিন সকালে আমাদের গন্তব্য ল্যাংকাউই দ্বীপ আর এর বিখ্যাত স্কাই ব্রিজ। আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে রওনা হলাম স্কাই ব্রীজের উদ্দেশ্যে। স্কাই ব্রীজ দেখতে হলে যেতে হবে ক্যাবল কারে করে। আমরা টিকিট কেটে একটা পাহাড়ের সামনে দাড়ালাম চোখে পড়লো তার বেয়ে আসছে কেবল কার।

received_421882369612797.jpeg

পৃথিবীর এক আশ্চর্য সৌন্দর্য আমাদের চোখে ধরা দিলো। স্কাই ব্রিজ যাবার জন্য এক পাহাড় থেকে উঠে পড়লাম ক্যাবল কারে গন্তব্য আরেক পাহাড়। প্রায় বিশ মিনিটের এই যাত্রা পথে খালি বিস্ময় আর বিস্ময়। চারিদিকে ঘন সবুজ পাহাড় নীচ দিয়ে বয়ে চলেছে নীলচে সবুজ সমুদ্র। এই সমুদ্রের মাঝখানেই হঠাৎ দেখা মিলছে ছোট্ট দ্বীপের। যাত্রাপথে অবশ্য পাহাড়ি জঙ্গলের ভেতর হঠাৎ দেখা মিলবে ঝর্ণার, কপাল ভালো থাকলে গহীন জঙ্গলের পশুপাখির দেখা মিলে যেতে পারে। পৃথিবীর উঁচু ক্যাবল কারের মধ্যে ল্যাংকাউই অন্যতম। যাত্রা পথে মেঘের সাথে দেখা হবে হঠাৎ করেই পেঁজা তুলোর মেঘ ঢেকে দিয়ে যাবে ক্যাবল কারকে। দারুণ রোমাঞ্চকর এই পথে একদিকে যেমন ভালোলাগা কাজ করবে তেমনি নিচের দিকে তাকালে ভয়ে গা শিউরে উঠবে।

received_1958488070996327.jpeg

স্কাই ব্রীজে যাবার জন্য ক্যাবল কারে প্রথম স্টপেজ এ নামা যাবে না। দ্বিতীয় স্টপেজে নেমে চাইলে হেটে যেতে পারেন স্কাই ব্রীজের মাথায় হাটতে না চাইলে আরো দশ রিঙ্গিত খরচ করে টিকেট কেটে উঠে পড়তে হবে ক্যাপসুল লিফটে। আমরা লিফটে করেই গিয়েছিলাম। আশ্চর্যজনক এই কাঁচের ব্রীজে উঠলে অদ্ভুত এক অনুভুতি হয় মাথার উপরে আকাশ নীচে সমুদ্র চারপাশে ঘন সবুজ পাহাড় যেহেতু ব্রীজটি কাচের, নীচের দিকের গভীর ঢালু পাহাড় ভয়ে শরীরে কাপন ধরায়। হঠাৎই বাতাসে যখন ব্রীজ নড়ে ওঠে মনে হয় আর ফিরে যেতে পারবোনা।

received_189698690031335.jpeg

received_2892842034348035.jpeg

দুই পাহাড়ের মাঝখানের এই কাঁচের ব্রীজটি হঠাৎ করেই মেঘে ঢেকে যায় আবার উদ্ভাসিত হয়। এই ব্রীজে দাড়িয়েই দেখে নেয়া যায় পুরো ল্যাংকাউই দ্বীপটি। তবে আমি যতটা দেখেছি তা ভাষায় প্রকাশ করার মত নয়, নীলচে সমুদ্রে জাহাজের চলাচল সবুজ পাহাড় সবই অপার্থিব। আমাদের সাথের অনেকেই ব্রীজের অর্ধেক পর্যন্ত গিয়ে ফেরত এসেছে যেহেতু কাঁচের স্বচ্ছ ব্রীজ এখানে দাড়ালে মনে হয় নীচে কিছু নাই, বোধহয় এখনই অনেক উপর থেকে নীচে পড়ে যাবো সাথে ভয় বাড়ায় বাতাসের দুলুনি।

received_923883371587359.jpeg

received_1082502705857469.jpeg

ছবিগুলি আমার ফেসবুক থেকে শেয়ার করা।

আমি সোনিয়া ভ্রমণ আমার নেশা। ঘুরে বেড়ানো আমার আনন্দের খোরাক যোগায়। কেমন লাগলো আমার সাথে স্কাই ব্রীজ ভ্রমণ জানাতে ভুলবেন না। আমি সৃষ্টিশীল বিভিন্ন বিষয় নিয়ে লিখি অনেক আগে থেকেই, এখন লিখছি আমার বাংলা ব্লগে। আশা করছি আমার লেখা আপনাদেরও আনন্দ দেবে।

Sort:  

বাহ আপু তিন বছরের স্মৃতির ছবি এখনো জুড়ে আছে এটা সত্যি অনেক ভালো ব্যাপার। অনেক সুন্দর সময় কাটিয়েছেন ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আর জায়গার লোকেশন গুলো ছিল অসাধারণ। ধন্যবাদ সুন্দর জায়গার লোকেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.028
BTC 57297.27
ETH 3101.41
USDT 1.00
SBD 2.41