ঘুরে এলাম তিন নেতার মাজার থেকে। @ shy-fox ১০% বেনিফিশিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন।

আজ আমি আপনাদের ঘুরিয়ে আনবো তিন নেতার মাজার থেকে। রাজধানী ঢাকার দোয়েল চত্বর পেরিয়েই অবস্থান এই দৃষ্টি নন্দন স্থাপনার। ৩ নেতার মাজার কারা সমাহিত তা নিয়ে অনেকেই সঠিক তথ্য জানেন না তাই আজ আমি জানাবো এখানে কাদের সমাধি রয়েছে।

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/kick.contracting.thinker


20211231_110635.jpg

20211231_105432.jpg

এই মাজারে শায়িত আছেন স্বাধীনতা পূর্ব অর্থাৎ পূর্ব পাকিস্তানের তিন বিখ্যাত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন, এবং শেরে বাংলা এ কে ফজলুল হক।সেই সময়ের রাজনীতিতে এই তিন নেতার অবদান অবিস্মরণীয়।

received_464470471875392.jpeg

১৯৬৩ স্থপতি মাসুদ আহমেদ এবং এস এ জহিরুদ্দিন প্রখ্যাত এই তিন নেতার স্মরণে এটি নির্মান করেন।এটি মুলত মুসলিম স্থাপত্য রীতির ভাস্কর্য।তিন নেতার তিনজন ভিন্ন ভিন্ন সময়ে মৃত্যু বরণ করলেও তাদের সমাহিত করা হয়েছিলো সোহরাওয়ার্দী উদ্যানের একই জায়গায়।

received_995787528000567.jpeg

বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ে এই মহান নেতাদের ভুমিকা জাতি কখনো ভুলবেনা।অবিভক্ত বাংলায় বাঙালির সংগ্রামের যে ইতিহাস তার সাথেই জড়িয়ে আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক,এবং খাজা নাজিমুদ্দিন এর নাম।

received_650755476125561.jpeg

আমি সোনিয়া বাংলাদেশি।বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরে বেড়াতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। প্রকৃতি থেকে খুঁজে নেই মন ভালো করার উপাদান।

Sort:  
 3 years ago 

প্রথমেই সম্মান ও শ্রদ্ধা জানাই সেই তিন নেতাকে । যারা না থাকলে হয়তো বাংলাদেশ নামে কোন ভূখণ্ডের জন্মই হতো না। আর আপনিও খুব সুন্দর করে পুরো বিস্তৃত বিষয়গুলো নিয়ে আপনার পোস্টে তুলে ধরেছেন ধন্যবাদ জানাই আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও

 3 years ago 

সত্যিই আপু আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনি যেই তিন নেতার পরিচয় দিয়েছেন এবং তাদের শায়িত করা জায়গার বিবরণ দিয়েছেন এটা জানতে পেরে আমি খুবই খুশি হলাম। কারণে বিষয়টি আমার একেবারেই অজানা ছিল এবং আপনি অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আর আমরা যদি ওই তিন নেতার কথা ভুলে যাই তাহলে এটা আমাদের সাথে বেইমানের একটা সম্পর্ক হয়ে যাবে। কারণ বাংলাদেশের রাজনীতির জন্য তারা চির অমর হয়ে থাকবে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর করে তিন নেতার মাজারের বর্ণনা করেছেন। কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24