ঘুরে এলাম মালয়েশিয়ার থ্রি-ডি আর্ট গ্যালারি। @shy-fox ১০% বেনিফিশিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আছি ভালোই। প্রকৃতির পালা বদল শীতের আগমনে অনেকেই ঠান্ডা জনিত রোগে ভুগছেন হয়তো। আমাদের যাদের ঘর আছে তারা মোটামুটি সুরক্ষায় থাকি, কিন্তু ছিন্নমূল মানুষ যারা তারা খোলা আকাশের নীচে অনেক কষ্টে দিন পার করছে। কিন্তু তাদের এই কষ্ট কিছুটা হলেও কমতে পারে যদি আমরা একটু সাহায্য করি। আমাদের অনেকের ঘরেই অব্যবহৃত পুরোনো শীতের কাপড় থাকে যদি সেই শীতের কাপড়গুলো ছিন্নমূল মানুষগুলোকে দেই তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে। অনেক কঠিন কথা বলে ফেললাম কি? যাক এবার একটা মজার বিষয় শেয়ার করি।

received_312452757202130.jpeg

আমার আগের একটা পোস্টে মালয়েশিয়ার বার্ড পার্ক শেয়ার করেছিলাম সেখানে বিভিন্ন রকম পাখি দেখিয়েছিলাম। আজ দেখাবো মালয়েশিয়ার লংকাউই দ্বীপের থ্রিডি আর্ট মিউজিয়াম। এই মিউজিয়ামে গিয়োছিলাম ক্যাবল কারে করে। স্কাক ব্রিজের গল্প তো আগেই লিখেছি, স্কাই ব্রীজ দেখে ফেরার পথে পরে এই থ্রিডি আর্ট মিউজিয়াম। এখানে দারুণ সব ছবি রয়েছে যেগুলো সব সত্যি বলে মনে হবে।ছবির সামনে দাড়ালে মনে হবে আপনি গহীন অরণ্য বা সমুদ্রের পাড়ে আছেন অথবা কানের রেড-কার্পেটের সামনে দাড়িয়ে বাস্তবে আসলে তা নয় ছবিগুলো আসলে রঙ আর আলোর খেলা আজকের পোস্ট সেই মজার ছবি গুলো শেয়ার করবো।

received_1109836029826323.jpeg

লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/free.womanhood.slowness

ধরুন গহীন অরণ্যে হারিয়ে গেছেন হঠাৎই দেখতে পেলেন জিরাফ। বয়ে চলা পানির মাঝে মাঝে যে পাথর আছে সেখানে বসেই পানি খাওয়াচ্ছেন জিরাফকে, দারুণ হবেনা বিষয়টি।


received_267017765469507.jpeg

ঘুরতে ঘুরতে দেখলেন বাচ্চাটাকে খুঁজে পাচ্ছেন না বুকটা কেঁপে উঠবে না? হঠাৎ দেখলাম বাচ্চাটা ভয়ঙ্কর প্রাণীর মুখের মধ্য কিন্তু তার কোণ ভাবলেশ নেই। এরপর তাকে নিয়ে ঘুরতে গেলাম ভ্যানিস এ।


received_426743215600476.jpeg

পরের গল্প রহস্যে ভরা। আটকে গেলাম বৈজ্ঞানিক এর পরীক্ষাগারে। তার আগে অবশ্য বেধে নিয়ে আটকে রাখার গল্পও আছে, একেবারে টানটান উত্তজনায় ভরা।


received_3183146041953369.jpeg


received_226428072957201.jpeg

চাইলের রং আর আলোর খেলার সাথে নিজেকে নানান ভাবে দেখে নিতে পারবেন এই থ্রিডি স্টেডিয়াম ঢুকে। ঘণ জঙ্গলে ভ্রমন, আগ্নেয়গিরির লাভার উদগীরণ একসাথে উপভোগ করতে পারবেন।


received_4414260238671450.jpeg


received_226351562964150.jpeg

ভাবুন তো একটা কোথাও বসে আছেন পেছনে দেখলেন হাতির তারা ভয়ে বুক কাঁপবেনা? অথবা ঈগলের কাছ থেকে স্বপ্নের চাবি কেড়ে নেবার জন্য লড়ে যাচ্ছেন অবশেষে জিতে পেয়ে গেলে উড়ে যাবার ডানা খুব ভালো হবেনা।


received_865555637427378.jpeg


received_604681874144203.jpeg


received_224409246493391.jpeg

স্বপ্ন সব পূরণ হয়ে গেছে কিন্তু মনের কোনে, খুব গোপন রয়ে গেছে ক্যান ফেস্টিভ্যালের রেড কার্পেটে হাটার, সে স্বপ্ন পূরনের ব্যবস্থাও আছে। এগিয়ে যাচ্ছি রেড কার্পেটের দিকে এক সাথে জ্বলে উঠলো অনেক ক্যামেরার ফ্লাস। এরকম দারুণ একটি দিন কাটেয়েছি মালয়েশিয়ার ল্যাংকাউই দ্বীপের থ্রীডি আর্ট গ্যালারিতে।


received_263805452451956.jpeg

কিছু ছবি আমার ফেসবুক থেকে নেয়া।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমি সোনিয়া, বাংলাদেশী। গান, কবিতা লিখি। ভ্রমণ আমার নেশা প্রতিনিয়তই খুঁজে ফিরি জীবনের ভিন্ন রুপ।

Sort:  
 3 years ago (edited)

জীবনে অনেক থ্রিডি আর্ট দেখেছি কিন্তু এত সুন্দর আর নিখুঁত থ্রিডি আর্ট আমার কখনো দেখা হয়নি। অসম্ভব সুন্দর এবং অবাক করা একটি জায়গা ঘুরতে গিয়েছেন। আপনি ভ্রমণ প্রেমী একজন মানুষ যা এ পোস্টের মাধ্যমে খুবই সহজ ভাবে বুঝা যাচ্ছে।

আমি শুনেছিলাম মালয়েশিয়া অনেক সুন্দর একটি দেশ এবং ওখানে অনেক সুন্দর সুন্দর পর্যটক স্থান আছে। কিন্তু ওখানে যে এরকম একটি থ্রিডি আর্ট গ্যালারি আছে তা কখনোই জানা ছিল না। কিন্তু আজ জানতে পারলাম আপনার মধ্যেমে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68773.73
ETH 2716.62
USDT 1.00
SBD 2.72