আলোর খোঁজে একদিন। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো। আমি ও ভালো আছি।

দিনের পর স্বাভাবিক ভাবে রাত আসে, রাত এলেই আসে অন্ধকার। সেই অন্ধকার থেকে রেহাই পেতে আমরা ঘরে বাইরে সব খানে আলো জ্বেলে রাখি, এটা আমাদের জীবনের জন্য প্রয়োজন। এই প্রয়োজনের বাইরেও কিছু মানুষ আছে যারা ভিন্ন রকম আলোর খোঁজ করে। তাদের জন্যই আমার আজকের পোষ্ট আলোর খোঁজে একদিন।

20211231_111458.jpg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/cans.leader.scooters

অন্দর সজ্জার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বিভিন্ন রকমের লাইট শেড। সৌখিন মানুষদের জন্য নানান রকম ডিজাইনের লাইট হোল্ডার নিয়ে অপেক্ষায় আছে দোয়েল চত্বরের সামনের দোকান গুলো।

20211231_111452.jpg


রাজধানীর বড় বড় লাইটের শো-রুম গুলোতে আছে চোখধাঁধানো নানা রকম ঝাড়বাতি এগুলোর দামও অনেক বেশি। কিন্তু অল্প বাজেটে নান্দনিক রুপে ঘর সাজাতে চাইলে আপনারা চলে আসতে পারেন দোয়েল চত্বরের এই দোকানগুলোতে।

20211231_110715.jpg

20211231_110732.jpg

এত সুন্দর সুন্দর লাইটগুলোর দাম কত, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? ১০০০ -১৫০০ টাকা খরচ করে কিনে নিতে পারেন নান্দনিক এই লাইট স্ট্যান্ডগুলো। এই স্ট্যন্ডগুলোর কোনটা বোর্ডের তৈরি, কোনটা মেটালের,কোনটা কাঠের আবার কোনটা বা নারকেলের মালোর।

20211231_111519.jpg

20211231_111458.jpg

বোতল দিয়েও যে দারুণ সব ঝুলন্ত লাইট-স্ট্যান্ড বানানো যায় তা দোয়েল চত্বরের দোকান গুলো না ঘুরলে জানাই হতো না।কোন কোন দোকানে আবার রয়েছে মাটির হ্যারিকেন সেগুলোতে আলো দিয়ে দিব্বি অন্ধকার দূর করা সম্ভব।

20211231_111925.jpg

20211231_111421.jpg

সৌন্দর্য পিপাসুদের জন্য ভিন্ন কিছুর খোঁজ আছে দোয়েল চত্বর। আলোর খেলায় মাততে হলে আসতে হবে অপরুপ সাজানো দোকান গুলোতে।

20211231_110706.jpg


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরে বেড়াতে। অবসর কাটে গান শুনে বই পড়ে। প্রকৃতি থেকে খুঁজে নেই বাঁচার রশদ।

Sort:  
 3 years ago 

ছবিতে দেখা যাচ্ছে শিল্প কর্মের মাধ্যমে আলোর জন্য বিভিন্নভাবে বাতিগুলো প্রতিস্থাপন করা হয়েছে। আপনার প্রত্যেকটি আলোকচিত্র খুবই দুর্দান্ত হয়েছে এক কথায় অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু অল্প বাজেটে লাইটের শেড আরে স্ট্যান্ড কোথায় পাওয়া যাবে আপনার পোষ্টটি পড়ে জানতে পারলাম। আসলে জানা না থাকলে ঠকতে হয়। তাই কোন কিছু কেনার আগে ভালো করে জেনে নেয়ার চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ। আশাকরি লাইট শেড আর স্ট্যান্ড যারা কিনতে যাবেন তারা আপনার পোস্টটি পড়ে উপকৃত হবে।

 3 years ago 

জি ভাই। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68614.03
ETH 2441.44
USDT 1.00
SBD 2.36