শখের বাগান

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চই ভালো আছেন। আমিও ভালো আছি। অবসরে কি করেন সবাই? আমার তো বেশ খানিকটা সময় কাটে বাগানের পরিচর্যা করে। আমার বাগানের নানান রকম ফুল আর গাছের ছবি শেয়ার করছি আপনাদের সাথে। ছুটির দিনে আমার বাগানের সুবাস ছড়িয়ে পড়ুক আপনাদের মাঝে।

received_1280179369080048.jpeg

এ্যারোমেটিক বেলী

মন ভোলানো ভিন্ন রকম ফুলের নাম জিপসি। সাধারণত সাদা রঙের জিপসি সচারাচর দেখা যায়। আমরা ঘুরতে গিয়েছিলাম সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে সেখান থেকেই এনেছিলাম এই গোলাপী আভার সুন্দরীকে।

জিপসি

কমলা হলুদ রঙের মিশেলে এই ফুলটা যখন ফোটে তখন পুরো বাগানটা উজ্জ্বল হয়ে ওঠে। পুরো শীত জুড়েই ফোটে এই ফুল। নাম নিয়ে মতভেদ রয়েছে। তবে যার কাছ থেকে কিনেছি সে বলেছে স্টার ফুল।

FB_IMG_1636084362442.jpg

স্টার ফুল

আমার সংগ্রহে আছে নানা রঙের নানা ধরনের গোলাপ। গোলাপের সুঘ্রাণ বিমোহিত করে মনকে। আছে বেশ কিছু বিদেশি গোলাপও। কেউ বলে চাইনিজ গোলাপ কেউ বলে মিনি টাটা। এক সাথে ৩০ থেকে ৪০ ফুল ফোটে।

FB_IMG_1636084372977.jpg

চাইনিজ গোলাপ

বাগান বিলাসের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। তাইতো খুঁজে খুঁজে বের দুর্লভ হলুদ রঙের বাগান বিলাস।

received_571393467417912.jpeg

বাগান বিলাস

বাগানোর সৌন্দর্য বাড়াতে পর্তুলিকার জুড়ি মেলা ভার। একসাথে নানান রঙের পর্তুলিকা যখন ফোটে চোখ ফেরানো যায়না।

FB_IMG_1636084302337.jpg

পর্তুলিকা

বাগানের বৈচিত্র্যময় ফুলের নাম লিপিষ্টিক ফুল। গাঢ় লাল রঙের শক্ত আবরনের ফুলটাকে দেখলেই লিপিষ্টিকের কথা মনে হয়। এই ফুলের কোন গন্ধ নাই।

20211105_102142.jpg

লিপিষ্টিক ফুল

আজকাল রজনীগন্ধা ফুলের দেখা মেলাই ভার। ছোট বেলার স্মৃতির সাথে রজনীগন্ধার রয়েছে মাখামাখি। তাইতো ছাদ বাগানে বিশেষ যত্নে বেড়ে উঠছে সুগন্ধি রজনীগন্ধা।

20211105_102245.jpg

গন্ধরাজ

বাগানের নানান রঙের কচুপাতায় যখন বৃষ্টির পানি জমা হয় আবার সেই শৈশবের হাতাছানি খুঁজে পাই।

কচু পাতা

20211105_102528.jpg

কচু পাতা

20211105_102509.jpg

কচু পাতা

20211105_102419.jpg

বাগানের কাটা মুকুটে যখন ফুল ফোটে দেখতে অসাধারণ লাগে। ভিন্ন জাতের কাটামুকুটের জন্য খুব বেশি সময় ব্যায় করতে হয়না।

20211105_102705.jpg

কাটা মুকুট

20211105_102653.jpg

কাটা মুকুট

ক্যকটাস বাগানোর সৌন্দর্যকে পরিপূর্ণ করে। কিছু দুর্লভ ক্যাকটাস আছে যেগুলিতে ফুলও ফুটে।

20211105_102442.jpg

ক্যাকটাস

আকাশের দিকে মুখ করে রাখা ঝাউ গাছ বাগানকে করেছে পরিপূর্ণ।ঝিরিঝিরি পাতার সৌন্দর্য সত্যিই দারুন। তবে এর সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ট্রিম করতে হয়।

20211105_102745.jpg

ঝাউ গাছ

সাপ্তাহিক ছুটির দিনে আমি খুঁজি মন ভালো করার খোড়াক। আমার মন তো ভালো হয়েছে আপনাদের যদি আমার বাগান দেখে মন ভালো হয় জানাতে ভুলবেন না। সবার জন্য ফুলের শুভেচ্ছা। আনন্দে কাটুক সারাবেলা।

Sort:  
 3 years ago 

সত্যিই আপু আপনার বাগান পরিচর্যার কাজটি আমাকে মুগ্ধ করে দিল। আমার নিজের ছাদের ও ছোটখাটো একটি বাগান আছে। আমি গাছ অনেক বেশি ভালোবাসি। তাই যারা গাছ ভালোবাসে পরিবেশকে ভালোবাসে প্রকৃতিকে ভালবাসে তাদের আমার খুব পছন্দ। আপনার বাগানের প্রত্যেকটি গাছ খুব সুন্দর। সত্যিই আপনার বাগান দেখে আমার মন অনেক ভাল হয়ে গেছে। আর যত প্রশংসা করবো ততই কম কী যে বলবো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার নিশ্বাস নেবার জায়গা এই বাগান। যখনই মন খারাপ হয় হতাশ লাগে গাছেদের সাথে সময় কাটাই। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61023.73
ETH 2948.98
USDT 1.00
SBD 2.51