আমার লেখা কবিতা "সমুদ্র ফেরায় না কাউকে"। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চই ভালো? আমি ও ভীষণ ভালো আছি। কাজের চাপে একেবারে চিড়ে চ্যাপ্টা অবস্থা ছিলো,তাই কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হুট করে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে।তিন দিনের ছুটিতে সমুদ্রের সাথে মিতালি দারুণ উপভোগ করেছি।আবার ফিরছি ব্যস্ত নগরীতে, দীর্ঘ যাত্রা পথে বসেই ছিলাম হঠাৎই মনে হলো কিছু অনূভুতি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে।

20220515_070449.jpg

লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/firmly.weaned.stated


সমুদ্র ফেরায় না কাউকে

সোনিয়া স্নিগ্ধা

বিষন্ন মন নিয়ে সমুদ্রে গিয়েছিলাম
পরিপূর্ণ উচ্ছ্বলতা নিয়ে ফিরছি
দুঃখ, কষ্ট,বিষাদ মুহুর্তেই
ধুয়ে যায় নোনা জলের কাব্যে।
অবারিত সঞ্জীবনী শক্তি থাকে
সমুদ্রের উত্তাল ঢেউয়ে।

উত্তাল ঢেউ ভেঙে নাবিক চলে যায়
দূর সমুদ্রে, অচেনা ভিন্ন গন্তব্যে।
অপেক্ষায় প্রিয়তমা
শঙ্কা জাগে আবার ফেরা হবে তো!
ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্র করে নেয় মিতালি
ক্লান্ত নাবিকের সাথে।
ঢেউ গুনে গুনে ক্লান্ত নাবিক ফেরে
আবার হৃদয়ের বন্দরে।


সমুদ্রের সাথে সন্ধি করে
ছোট্ট ডিঙি ভাসায় জেলে
খুঁজে নেয় বেঁচে থাকার রসদ।
অনাহারী মুখে ফোটে হাসি
সমুদ্র ফেরায় না কাউকেই।


ক্লান্ত মানুষ প্রশান্তি খুঁজে ফেরে,
সফেদ সমুদ্রের উন্মাতাল ঢেউয়ে।
ঝিনুক মুক্তা জমায়, সমুদ্র দুঃখ জমায়!
তারপর ঢেউয়ের সাথে ভাসিয়ে দেয়
জমিয়ে রাখা ক্লান্তি কষ্ট।
তীব্র ঢেউয়ে ভেসে যায় দুঃখের গল্প গাঁথা
সমুদ্র ফেরায় না কাউকেই।


আমি সোনিয়া বাংলাদেশি, বাংলায় লিখি গান কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো। হাত বাড়িয়ে দাও অসহায় মানুষের দিকে।

Sort:  
 2 years ago 

আপনার কবিতার লাইনগুলো মুগ্ধ হয়ে পড়েছে, আপনি অসাধারণ কবিতা লিখতে পারেন, আপনার কবিতার মধ্যে একটি গভীর ভাবে রয়েছে, এরকম চমৎকার চমৎকার কবিতা আমাদেরকে উপহার দিবেন সে আশায় রইলাম।

 2 years ago 

আপু আপনার কবিতাটি খুবই চমৎকার হয়েছে, এত চমৎকার ভাবে আপনি ছন্দগুলো মিলিয়েছেন কবিতার প্রত্যেকটি লাইনে অনেক অর্থ বহন করে যা আমাকে অনেক মুগ্ধ করেছে। আপনি ঠিকই বলেছেন সমুদ্রের ঢেউ এর বিশাল শক্তি যা কিনা সকলের দুঃখ-কষ্ট বিষণ্নতা নিমিষেই বিলীন করে দেয়। আসলে সমুদ্রপাড়ে গেলে মন মানসিকতা সম্পন্ন অন্যরকম হয়ে যায় মন চায় না সেখান থেকে ফিরে আসি। অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

সত্যিই অসাধারণ একটা কবিতা উপহার দিয়েছেন আমাদেরকে। আর আপনার কবিতার কথার জীবনের কথাই বলছিল। এবং কি মানুষের হাহাকার আর্তনাদ ফুটে উঠেছে আপনার এই কবিতাটি তে। যেখানে নিস্তব্ধতা নিয়েই হাজার প্রশ্ন জমা রেখে সমুদ্রসৈকতে গেলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। এবং কি শান্ত হয়ে ঘরে ফিরে যায়। এত সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি খুব সুন্দর করে চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। সমুদ্র কাউকে ফেরায়না কবিতার নাম কি সত্যি অসাধারণ হয়েছে আপু। নামেই মানুষকে আকর্ষণ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সমুদ্রের সাথে সন্ধি করে
ছোট্ট ডিঙি ভাসায় জেলে
খুঁজে নেয় বেঁচে থাকার রসদ।
অনাহারী মুখে ফোটে হাসি
সমুদ্র ফেরায় না কাউকেই।

অসাধারণ লিখেছেন আপু। আপনার কবিতার লাইনগুলো খুব ভালো লাগলো। কবিতা পড়তে আমার খুব ভালো লাগে। আপনার সাফল্য কামনা করছি আপু।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে সমুদ্র ফেরায়না কাউকে কবিতাটি রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কবিতাটি যখন আমি পড়ছিলাম আমার ইচ্ছে হচ্ছিল যেন বারবার কবিতাটি পড়তে থাকি।

সমুদ্রের সাথে সন্ধি করে
ছোট্ট ডিঙি ভাসায় জেলে
খুঁজে নেয় বেঁচে থাকার রসদ।
অনাহারী মুখে ফোটে হাসি
সমুদ্র ফেরায় না কাউকেই।

আপনার কবিতার এই লাইন গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

সমুদ্রের সাথে সন্ধি করে
ছোট্ট ডিঙি ভাসায় জেলে
খুঁজে নেয় বেঁচে থাকার রসদ।
অনাহারী মুখে ফোটে হাসি
সমুদ্র ফেরায় না কাউকেই।

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61757.84
ETH 2985.49
USDT 1.00
SBD 2.48