আমার লেখা কবিতা "অনন্ত ছুটির অপেক্ষা"। @shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি।


মানুষের জীবনটা বড় বেশি অদ্ভুত। একসময় তীব্রভাবে সে যে জিনিসটা চায় পরবর্তীতে হয়তো সেই জিনিসটাই তার অশান্তির কারণ হয়। প্রতিদিনের অশান্তি, নিত্য ঝঞ্জাট থেকে চাইলেই মানুষ বের হতে পারে না,সমাজ পারিপার্শ্বিক অবস্থার কারণে। তবে এই বের না হতে পারা মানষিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। একটা পর্যায়ে গিয়ে সে বিষন্নতায় ভোগে নিয়ে ফেলে নিজেকে শেষ করে দেবার মত আত্মঘাতী সিদ্ধান্ত। এরকম বাস্তবতা নিয়েই লেখা আমার আজকের কবিতা "অনন্ত ছুটির অপেক্ষা"।

20220212_115039.jpg

অনন্ত ছুটির অপেক্ষা

সোনিয়া স্নিগ্ধা

ভীষণ রকম তোলপাড় অন্দরমহলে
কোথাও ভাঙনের সুর ,
কোথাও বা নোনা ধরা দেয়ালে
ছোট্ট কুড়ির ফুলে নতুন প্রাণের সঞ্চার।

আলোকবর্ষ ধরে হেটে যাওয়া আমি
নিজেকে হারিয়ে ফেলছি গহীনে।
নৈশব্দ প্রিয় আমি হতে চাই বিস্মৃত,
এই কোলাহল, ছোটাছুটি অসহ্য মনে হয়
অনন্ত ছুটির অপেক্ষায় আছি প্রতিটি ক্ষণ।


বড্ড বেশি অপচয়ে ক্ষয়ে গেছে মন
ক্লান্তি ঘিরছে অনিঃশেষ,
এবার শেষ ট্রেনের অপেক্ষায়
বারংবার দেয়ালে এটে থাকা ঘড়িতে সময় দেখা।
যদি নিশব্দে পেরিয়ে যায় সময়,
অপেক্ষা ফুরোবেনা, তাই তড়িঘড়ি
জীবনের লেনদেন চুকিয়ে দেবো।
এবার ঘাস ফড়িং, রংধনু, রঙিন আকাশে
গড়বো স্বপ্নের বসতি,
তাতেই বেসাতি হবে আনন্দের।


ছোট্ট এই জীবনে অতল সাগর পাড়ি
বিশুষ্ক মরুভূমিতে দাঁড়িয়ে অপেক্ষা
সবাই অলিক, অবাস্তব!
শুধু বাস্তবতা নিজেকে ক্ষয় করে
ফোটাতে হয় বেদনার গোলাপ,
এরপর কাঁটার আঘাতে
ক্ষত বিক্ষত জীবনের যবনিকাপাত।

20220211_142623.jpg


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 2 years ago (edited)

যদি নিশব্দে পেরিয়ে যায় সময়,
অপেক্ষা ফুরোবেনা, তাই তড়িঘড়ি
জীবনের লেনদেন চুকিয়ে দেবো।

জীবনের দেনা-পাওনার হিসাব শেষে নিজেকে অস্থিত্বহীন মনে হয়। স্মৃতি বিজড়িত কিছু দুঃসাহসী বেদনাবিধুর অতীত জীবনকে ক্ষয় করে দেয়। বাঁচার অনুভূতিগুলো মৃত্যুর দিকে নিয়ে যায়। পৃথিবী নিজেকে অনেক সময়ই মূল্যহীন মনে হয়। বদ্ধ এমন জীবন মুক্তি চায় পৃথিবী থেকে মুক্তি চায়।

  • প্রখর মেধা-মননে চিন্তক এমন গভীর শব্দ চয়ন নিশ্চয়ই আপনাকে আরো বেশি ভালো লিখতে সহায়ক হবে। লিখে যান দূর থেকে বহুদূরে। আপনার মেধার তারিফ করার যোগ্যতা হয়তো আমার নেই। তবে এতটুকু বলতে পারি, অনেক বেশি ভালো লিখেছেন।
 2 years ago 

ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক অসাধারণ একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতা গুলো অনেক ভালো লাগে পড়তে। আজকের পুরো কবিতাটি পড়তে অনেক ভালো লেগেছে।পুরো কবিতার মধ্যে কোন লাইন করব বুঝতে পারছি না পুরোটাই সুন্দর। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

এবার ঘাস ফড়িং, রংধনু, রঙিন আকাশে
গড়বো স্বপ্নের বসতি,
তাতেই বেসাতি হবে আনন্দের।

এই লাইন গুলো খুব কাছ থেকে অবলোকন করা প্রায় অসম্ভব। আপনার কবিতার কথা গুলো নান্দনিক। সুন্দর ভাবে সবকিছু ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই,
আপনার কবিতাটির সম্পূর্ণ অসাধারণ ইউনিক লেগেছে আমার কাছে, কবিতাটি পড়ে অস্তিত্ব ও বাস্তবতা খুঁজে পাওয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । আপনি অনেক সুন্দর ভাবে কবিতাটির প্রত্যেকটি লাইন একটির সঙ্গে আরেকটি মধুর ভাবে জড়িয়ে দিয়েছেন ।
আশা করি ভবিষ্যতে আরো সুন্দর কবিতা নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ছোট্ট এই জীবনে অতল সাগর পাড়ি
বিশুষ্ক মরুভূমিতে দাঁড়িয়ে অপেক্ষা
সবাই অলিক, অবাস্তব!
শুধু বাস্তবতা নিজেকে ক্ষয় করে
ফোটাতে হয় বেদনার গোলাপ,
এরপর কাঁটার আঘাতে
ক্ষত বিক্ষত জীবনের যবনিকাপাত।

কবিতার এই অংশটুকু চোখে পড়ার মতো ছিল।এছাড়াও কবিতার প্রত্যেকটি অংশ চমৎকার ছিল। আপনি আমাদের মাঝে দারুন একটা কবিতা শেয়ার করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58613.96
ETH 3153.58
USDT 1.00
SBD 2.43