ঘুরে এলাম শাপলা আর পদ্মের বিলে একদিন। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই বেশ ভালো আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন।

প্রকৃতির হাতে রয়েছে মন ভালো করে দেওয়ার অসংখ্য উপাদান। আছে ফুল, পাখি, প্রজাপতি। ভাবুন তো মাঠের পর মাঠ জুড়ে শুধু শাপলা আর শাপলা মাঝে মাঝে অবশ্য কিছু পদ্মও রয়েছে এরকম একটি বিলের মাঝ খান দিয়ে আপনি নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন কেমন অনুভূতি হবে আপনার? আমি তো শাপলার বিলে ঘুরতে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কিছু দিন আগে গিয়েছিলাম শাপলার,বিল দেখতে সেই দারুণ অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে।

received_1022811651783952.jpeg


received_620474682409864.jpeg

এই শাপলার বিল দেখতে হলে আপনাকে যেতে হবে নারায়ণগঞ্জের রুপগঞ্জ। রাজধানীর ঢাকা থেকে রুপগঞ্জের দুরত্ব ৩৭ কিলোমিটার। শাপলা বিলে যেতে হলে প্রথমে যেতে হবে তিনশো ফিট সেখান থেকে সোজা কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে হাতের বায়ে আছে জিন্দাপার্ক সেখানে গাড়িটা পার্ক করে ব্যাটারিচালিত অটোরিকশায় চলে যেতে হবে শাপলা বিল। কেউ চাইলে সরাসরি গাড়ি নিয়েও যেতে পারেন সেক্ষেত্রে বিপত্তি হলো রাস্তা অনেক চাপা। শাপলা বিল দেখতে যাবার আদর্শ সময় খুব ভোর কারণ বেলা বাড়ার সাথে সাথে ফুলগুলি গুটিয়ে যায়।

received_1109235309886522.jpeg

20211231_113508.jpg


লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/tributes.proposals.colonies

শাপলা বিল দেখতে ব্যক্তিগত গাড়িতে করে আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম। যেতে সময় লেগেছিল দেড় ঘন্টার মত।বিলের সামনে পৌঁছে আমার তো চক্ষু ছানাবড়া চারিদিকে খালি ফুল আর ফুল। রাস্তার দুই পাশের অন্যান্য যে ছোটখাট বিল আছে সেগুলোতো শাপলা সমাহার মাঝখানের পদ্ম হচ্ছে বাড়তি পাওনা। রাস্তা খুব সরু থাকায় গাড়ি পার্ক করতে অসুবিধা হচ্ছিল তারপরও ড্রাইভার চেষ্টা করে গাড়ি পার্ক করতে চলে গেলো আর আমি নেমে দেখলাম রাশি রাশি ফুল বিক্রির অপেক্ষায় ছোট ছোট ছেলেমেয়েদের। নৌকা আসতে দেরি হচ্ছে তাই ওদের কাছ থেকেই কিনে নিলাম এক গোছা শাপলা ফুল দাম কিন্তু একেবারেই হাতের নাগালে ৩০ থেকে ৪০ টাকা । একেক গোছায় ফুল রয়েছে ১৫ থেকে ২০ টি। ফুল নিয়ে মেতে উঠলাম ছবি তোলায়।

received_339701824285725.jpeg

বিস্তীর্ণ জলাভূমিতে শাপলা আর পদ্মের সমাহার দেখতে হলে প্রথমেই নৌকা ভাড়া করে নিতে হবে নৌকার ভাড়া তিনশো থেকে চারশো টাকা। তবে শুক্রবার হলে অনেক ভীড় থাকায় নৌকা ভাড়া পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।

received_1274500023056305.jpeg


প্রায় এক ঘন্টার উপরে আমরা ঘুরে বেড়িয়েছিলাম শাপলার বিলে। নৌকার জন্য বেশ খানিকটা দেরি হয়ে যাওয়ায় ফুটন্ত পদ্মের দেখা সেভাবে পাইনি। তবে শাপলার সাথে সাথে নানান জংলি ফুল দেখেছিলাম যা সত্যিই অসাধারণ ছিলো। আপনি চাইলে বিলের মাঝখানের ওয়াচ টাওয়ারে দাড়িয়ে পুরো বিলের সৌন্দর্য একবারে উপভোগ করতে পারেন। এখানে শখের ফটোগ্রাফার আছে ইচ্ছে করলে নির্দিষ্ট পরিমান টাকা দিয়ে নৌকায় করে নিয়ে যেতে পারেন ছবি তোলার জন্য।

received_417282586748680.jpeg

received_1111657539650429.jpeg


ক্লান্ত বিষন্ন মনকে চাঙ্গা করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন রূপগঞ্জের এই শাপলা বিল থেকে। তবে কিছু বিষয় জানিয়ে রাখি বিল থেকে শাপলা, পদ্ম তোলা নিষেধ ছবি তুলতে হলে আমার মত নৌকায় ওঠার আগেই স্থানীয় ফুল বিক্রেতাদের কাছ থেকে কিনে নিতে পারেন মুঠো মুঠো ফুল। বেলা বেড়ে গেলে প্রচুর গরম পড়ে তাই সাথে ছাতা নিতে ভুলবেন না। এখানে খাবারের ভালো দোকান নাই তাই বেশি সময় কাটাতে চাইলে খাবার নিতেও ভুলবেন না। সর্বপোরি সুন্দর সমৃতির ভান্ডার কে সমৃদ্ধ করতে চাইলে অবশ্যই ঘুরে আসতে পারেন রূপগঞ্জের শাপলা বিল থেকে।

received_344492300388718.jpeg



received_289742063109394.jpeg


received_2142900902551928.jpeg

Sort:  
 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png
শাপলা বিল ভ্রমণ কাহিনী অনেক ভালো লাগলো। আমি পুরান ঢাকা থাকি আমার এখান থেকে খুব কাছেই বিলটা যদিও আমি বিলে যাই নাই। তবে জিন্দা পার্কে গিয়েছিলাম। ভালোই সময় কাটিয়েছেন শাপলা বিলে আপনার ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে। এই বিলে শাপলা কিনতে হলেও আমাদের গ্রামেও এর চেয়ে বড় শাপলা বিল আছে সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই।
টাংগাইলের মধুমিতা বিল নামে পরিচিত বিশাল জায়গা নিয়ে শাপলা ফুলের সমারোহ।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু মনে হচ্ছে, খুব সুন্দর লোকেশন।কত শত শাপলা,দেখেই মন ভরে গেলো।ছবি দেখে আমারও মন চাচ্ছে যেতে।আপু মনে হচ্ছে অনেক উপভোগ করেছেন লোকেশনটা।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর ছবি শেয়ার করার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শাপলা বিলে ঘুরাঘুরি টা আসলেই অনেক সুন্দর ছিল। কারণ এরকম সুন্দর একটা জায়গায় ঘুরলে মনটা অনেক ভালো থাকে। শাপলাফুল আমার খুবই ভালো লাগে। আর শাপলা ফুলের দিনে ঘুরাঘুরি করতে আরো ভালো লাগে। আমি ও একবার এরকম জায়গায় ঘুরতে গিয়েছিলাম। খুবই আনন্দ করেছিলাম তখন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago (edited)

শাপলা আর পদ্মের বিল দেখে তো আমারও ইচ্ছে করছে যেতে। দেখতে পেলাম আপনি খুবই ভালভাবে আনন্দ করে উপভোগ করেছেন। বুঝতে পারছি অনেক ভালো লেগেছে সময় কাটাতে। আমারও এরকম পদ্মের বিল খুবই ভালো লাগে। কিন্তু এখনও সেরকম ভাবে যাওয়া হয়নি। কিন্তু দূর থেকে দেখেছি। আপনি অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করেছেন আমাদের মাঝে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকেও

 3 years ago 
  • শাপলা বিলে ঘুরাঘুরি মুহূর্তটা সত্যিই অনেক আনন্দের ছিল। দেখেই বুঝতে পারছি। আমার খুবই ভালো লেগেছে। এই শাপলা ফুলের সৌন্দর্য প্রকৃতির পরিবেশটা অসাধারন। আমার বারবার ইচ্ছা করছে আমিও এই সুন্দরতম জায়গা ভ্রমন করে আসি। সত্যিই আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দর ভাবে দেখতে পেলাম। আমার খুবই ভালো লেগেছে। আপনার প্রতি শুভকামনা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Loading...
 3 years ago 

অসাধারণ একটি জায়গায় গিয়েছেন আপু। শাপলার বিল দেখে প্রাণটা জুড়িয়ে গেল। শত শত শাপলা ফুল ফুটে রয়েছে এই শাপলা বিলে। দেখে মনে হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই শাপলা বিলে। এছাড়া আপনি এতো সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফি করেছেন যেগুলো হৃদয়কে স্পর্শ করেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন। আপনার কাটানো সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য এবং এত সুন্দর একটি শাপলার বিল আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাদের ভালো লাগলেই আমার আনন্দ। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু বাংলাদেশে এখন দিনকে দিন সব খাল-বিল-নদী-নালা ভরাট হয়ে যাচ্ছে। হয়তো কিছুদিন পর এমন একদিন আসবে যখন এই দেশে কোন খাল বিল আর থাকবে না। তাই সময় থাকতেই চেষ্টা করা উচিত উপভোগ করার আর এগুলো রক্ষা করার। হাতের কাছে দেখার মত একটি সুন্দর জায়গার খোঁজ দিলেন আপনি। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45