ঘুরে এলাম পাটুয়ারটেক সৈকত থেকে। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো? আমিও ভালো আছি। তবে ব্যস্ততা অবসর দিচ্ছে না তাই ব্লগের সবার সাথে যোগাযোগ কমে যাচ্ছে। খুব শীঘ্রই চেষ্টা করব আবার সরব হতে । কয়েকদিন আগে গিয়েছিলাম কক্সবাজারে দারুণ সময় কাটিয়েছি সমুদ্র সৈকতে বসে।এখন কক্সবাজার গেলে মন ছুটে যায় পাথুরে বীচ পাটুয়ারটেকে। চারপাশের শান্ত স্নিগ্ধ পরিবেশ, বিস্তৃর্ণ ঝাউবন আর সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছুটোছুটি সত্যিই মনটা ভরিয়ে দিয়েছিলো।

20220514_133904.jpg

লোকেশন লিঙ্কঃ
https://w3w.co/hotspot.burnout.stingless

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটুয়ারটেক বিচে যেতে সময় লাগে প্রায় ঘন্টা। কক্সবাজারের সৈকত থেকে ভাড়া করা সিএনজি অথবা খোলা জিপে সহজেই যেতে পারেন পাটুয়ারটেক বিচে সেক্ষেত্রে সিএনজি ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকা। আর ছাদ খোলা জীপে ভাড়া পড়বে আঠারোশো থেকে পঁচিশশো টাকা। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়ারটেকের দিকে এগোবেন চোখ ফেরাতে পারবেন না নিশ্চিত। হাতের ডানপাশে উত্তাল সমুদ্রের গর্জন বামপাশের পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নিল জগতে।

20220514_122752.jpg

সৈকত ধরে পাটুয়ারটেক যেতে চোখে পড়বে ভিন্ন জীবনের গল্প।মাঝে মাঝেই সৈকত নোঙ্গর করে রয়েছে দারুণ রঙিন সাম্পান। সমুদ্রে মাছ ধরে ফিরছে জেলেরা।চারপাশের মানুষ জন ভীড় করেছে মাছ কিনতে। থেতলে যাওয়া ছোট মাছ কুড়িয়ে নিতে ভীড় করেছে শিশুদের দল।এই মাছ একশো টাকা কেজি দরে বিক্রি করবে অথবা শুটকি বানিয়ে রাখবে তারা।

20220514_122622.jpg

পাটুয়ারটেক বিচে যেতেই রাস্তায় একটা হোটেল পড়বে যারা বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন আয়োজন করেছে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে বুদ হয়ে থাকার জন্য এই হোটেলের সামনেই রয়েছে দোলনা। যেকেউ চাইলে যাত্রা পথে এই দোলনায় চড়তে পারে আমিও লোভ সামলাতে পারিনি তাই দোলনায় দুলতে দুলতে দারুণ কিছু সময় কাটালাম।

20220514_141132.jpg


দেখতে দেখতে এক ঘণ্টা পেরিয়ে গেল আমরা পৌঁছে গেছি পাটুয়ারটেক বিচে। আমরা যখন বিচে পৌঁছলাম তখন ভাটার সময় তাই চারদিকে পাথরগুলো জেগে উঠেছে। পাথরের বুকে আচ্ছা পড়ছো উত্তাল ঢেউ সে এক অন্যরকম সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মত নয়।

20220514_133015.jpg

দারুণ আবহাওয়ায় সমুদ্রের সৈকতকে অসাধারণ লাগছিলো। কিছুটা সময় কাটালাম ঘুড়ি উড়িয়ে। এরপর বিচ বাইকে চড়ে ঘুরে এলাম দুরের লাল কাকড়ার বিচ আর ঝাউবনের কোল ঘেষে। পুরো বিচ ঘুরতে বাইক ভাড়া করেছিলাম সাড়ে তিনশো টাকায়।

20220514_132739.jpg

20220514_131616.jpg


কিছুটা সময় কাটালাম সমুদ্রের পানিতে পা ভিজিয়ে। ঢেউয়ের গর্জন আমার ভেতরে এক ধরণের অনুরণন তৈরি করে। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ছাতার নিচে বসে কাটিয়ে দিলাম আরো ঘন্টা খানেক সময়। পুরো ২ ঘন্টার জন্য বিচ চেয়ারের ভাড়া পড়বে পঞ্চাশ টাকা। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো ঢেউয়ের মিতালি পেছনে ফেলে ছুটলাম আপন গন্তব্যে।

20220515_072350.jpg


আমি সোনিয়া বাংলাদেশি।বাংলায় লিখি গান-কবিতা ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। প্রিয় মুহূর্ত পোষা পাখির সাথে কাটানো সময়। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 2 years ago 

পাটুয়ারটেক সৈকতে অনেক চমৎকার সময় কাটিয়েছেন আপনি আপু। আসলেই সমুদ্রের সাথে মিতালি আমাদের অন্তর থেকে হয়। কেননা কোথাও ঘুরাঘুরির মধ্যে সমুদ্রটাই আমার কাছে মনে হয় বেস্ট। সমুদ্রের কাছে ঘুরতে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন এই জায়গায় দেখে বেশ ভাল লাগল। ধন্যবাদ আমাদের কাছে শেয়ার করে দেখানোর জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

সমুদ্রসৈকতে যেতে আমার কাছে খুব ভালো লাগে। আর এর এসব স্থানে হাঁটতেও খুব ভালো লাগে। আপনি পাটুয়ারটেক সৈকতে অনেক চমৎকার সময় কাটিয়েছেন আর সে সময় গুলো আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে। সাথে কিছু সুন্দর সুন্দর দৃশ্যের ফটোগ্রাফির শেয়ার করেছেন অনেক অনেক সুন্দর ছিল্

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি পাটুয়ারটেক সমুদ্রসৈকতে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছে। সমুদ্রতীর সময় কাটাতে আমার কাছে খুব ভালো লাগে। কিছুক্ষণের জন্য মনে হয় যে মনের দুঃখ কষ্ট সব গুলো যেন সাগরের ঢেউয়ের সাথে মিশে গেছে। আপনার ঘোরাঘুরি ফটোগ্রাফি গুলো দেখি আমারও ইচ্ছে করছে সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে আসার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সমুদ্র সৈকতের পারে কাটানোর সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

ঘুরে আসতে পারেন ভালো লাগবে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ সমুদ্র সৈকতে খুব চমৎকার সময় অতিবাহিত করেছেন। আসলে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটানোর অনুভূতি গুলোকে অন্য রকম হয়ে থাকে। সত্যি জায়গাটা বেশ অসাধারণ। এত চমৎকার ভ্রমণকাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সমুদ্র সৈকতের ঘুরতে যাওয়া আমার ভীষণ পছন্দ। এরকম সময় কাটাতে বেশ ভালই লাগে। আপনি তো দেখছি বেশ ভালো সময় কাটিয়েছেন। আমার কাছে কিন্তু আপনার মুহূর্তটা পড়ে ভীষণ ভালো লেগেছে। অনেক আনন্দ করেছেন দেখছি। আমাদের মাঝে মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59634.42
ETH 3191.92
USDT 1.00
SBD 2.45