অফিসে নারী দিবস উদযাপন। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, নিশ্চই ভালো? আমিও বেশ ভালো আছি।


"বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"


৮ মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস মানেই একুশে টেলিভিশন এর বিশেষ আয়োজন। সেদিন সব কিছুতেই নারীদের প্রাধান্য। নারীদের জন্য অফিস থেকে দেয়া হয় বিশেষ উপহার, গান-বাজনা, খাওয়া দাওয়া, হৈচৈ এ মেতে ওঠেন অফিসের নারী কর্মীরা।বেগুনি শাড়ীতে ঝাঁক বেঁধে একদল নারীর আনন্দের হুল্লোড়ে মাতোয়ারা পুরো অফিস।

20220308_125801.jpg


FB_IMG_1646878709141.jpg


৮ মার্চ সকাল থেকেই মেকাপ রুম মুখরিত। সেই দিন অফিস থেকে নির্দেশ ছিলো শুধু সংবাদ উপস্থাপক বা অনুষ্ঠান উপস্থাপক নয় পুরো অফিসের মেয়েরাই সাজতে পারবে মেকাপ আর্টিষ্ট এর কাছ থেকে, এ সুযোগ অবশ্য বছরে একবারই পান সব নারী কর্মীরা।সাজার সুযোগ থেকে বাদ যায়না সিকিউরিটির নারী কর্মীরাও।

20220308_113005.jpg


নারী দিবস উপলক্ষে আয়োজন করা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের। বেলা ১২ টার মধ্যে সবাই সাজ সজ্জা শেষ করে সবাই উপস্থিত হই অনুষ্ঠানের ভেনুতে। সেখানে ফুল দিয়ে সাজানো পুরো মঞ্চ, রাখা আছে কেক সব মিলিয়ে দারুণ আয়োজন। অনুষ্ঠান শুরু হয় গান দিয়ে। উপস্থিত সকলে আমন্ত্রিত শিল্পীর সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠেন "যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলোরে।"

20220308_133029.jpg

20220308_132812.jpg

নারীর কর্মময় জীবন, নানা প্রতিবন্ধকতা,আর সাফল্যের গল্প শোনান সফল নারীরা। অনুষ্ঠানে অংশ নেয় অফিসের নারী কর্মীরাও। এরপর কেক কাটা হয়, দুপুরে খাবারে নারীদের জন্য ছিলো বিশেষ আয়োজন।

20220308_145404.jpg

20220308_145204.jpg


একুশে টেলিভিশনে নারী দিবস উপলক্ষে ছিলো বিশেষ আয়োজন। বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেন নারী উপস্থাপক। সেদিন সারাদিন রাত জুড়েই খবর পড়েছেন নারী উপস্থাপকরা, শুধু তাই নয় নিউজ ও চালিয়েছেন নারী প্রযোজক।

Screenshot_20220308-214641_Facebook.jpg

FB_IMG_1646878624604.jpg


বিকালের সেশনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অফিসের নারী কর্মীরা নাচ, গান আবৃত্তি, কৌতুক দিয়ে জমিয়ে তোলেন পুরো আয়োজন। ছিলো সেলফি কর্ণারে ফটোসেশান এর ধুম।নারী দিবসের বিশেষ আয়োজনে দারুণ আনন্দে কেটেছে পুরো দিন।

20220308_144544.jpg

20220308_144312.jpg


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। ভালোবাসি দেশ বিদেশ ঘুরতে। অবসর কাটে বই পড়ে গান শুনে। জীবনের বোধ আনন্দ বাঁচো।

Sort:  
 2 years ago 

2022 সালের নারী দিবস উপলক্ষে এবারে যে প্রতিপাদ্য টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য । আপনি দারুন একটি সময় কাটিয়েছেন। নারীরা তাদের যোগ্যতা প্রমাণ করেছে এবং হয়ে যাচ্ছে। আপনারাও একটি উদাহরণ ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও।

 2 years ago 

আপু বিশ্ব নারী দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার আজকের পোস্ট এর ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা উৎসাহ-উদ্দীপনায় আনন্দঘন মুহুর্তে সময় পার করেছেন দেখে খুবই ভালো লাগলো। এভাবেই নারীরা এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ভাবে নারী দিবস উদযাপনের পুরো বিষয়টি তুলে ধরার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনাকে নারী দিবসের শুভেচ্ছা যদিও এখন দেরি হয়ে গিয়েছে তাই আমি দুঃখিত। নারী দিবস উপলক্ষে আমি একটি কথা বলতে চাই ,আমি নারীদের সমান অধিকার দিতে চাই না বরং আমি সমান এর চাইতে একটু বেশি অধিকার দিতে চাই। কারণ আমি জানি একজন নারীর কোন দিন ছুটি নেই বরং দিনের পর দিন তারা আমাদের জন্য অনেক পরিশ্রম করে যায়। আর তার চাইতে বড় কথা হচ্ছে একজন নারী আমাকে দুনিয়াতে জান্নাত দিয়েছে।

 2 years ago 

দারুণ মন্তব্যের জন্য ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 2 years ago 

Thanks for comment.

 2 years ago 

নারী দিবসে সকল নারীদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা, নারীদের কখনো অবহেলা করে নয় নারীদের ভালোবাসা দিয়ে জয় করে সমান অধিকার দেওয়া উচিত, শুভেচ্ছা ও শুভকামনা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 53375.38
ETH 2393.56
USDT 1.00
SBD 2.15