শরৎ এ কাশের বনে একদিন। @shy-fox ১০% বেনিফিসিয়ারী

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমিও বেশ ভাল আছি।

শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা, শরৎ মানে কাশফুলের সমাহার শরৎ মানে শিউলি ফোটা ভোর। শরৎ নিয়ে কত যে স্মৃতি আমার তা বলে শেষ করা যাবেনা। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো শরতের একটি দিন যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম কাশের বনে।

received_1062926414561479.jpeg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/elite.processes.increases

কিছুদিন আগেই কাশ ফুল দেখতে আমরা গিয়েছিলাম রাজধানী ঢাকার একশো ফিট এ।নতুন বাজার থেকে একশো ফিটের রাস্তায় গেলে যে জায়গাটায় বিস্তীর্ণ কাশের বন দেখেছিলাম সেটা হচ্ছে বসুন্ধরার আবাসিক প্রকল্পের জন্য তৈরি করা জমি,এখনও বাড়ি ঘর তৈরি হয়নি। এত সাদা কাশ এক সাথে ফুটে আছে দূর থেকে দেখলে মনে হয় কাশের সমুদ্র।

received_3162230197355975.jpeg

এখান থেকে আরো কিছুটা পথ পেরিয়ে গেলে দেখা যাবে বালু নদী সেই নদীর পাড় জুড়েও সাদা কাশের মেলা যা মুগ্ধ করেছে আমাদের।নীল আকাশে সাদা মেঘের ভেলা সে এক অপরুপ দৃশ্য চোখ ফেরানো সত্যিই মুশকিল।

received_311442347480112.jpeg

নাগরিক ব্যস্ততা আর কোলাহল থেকে মুক্তি পেতে তাই নগরবাসী ছোটে কাশের খোঁজে। ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় কাশের দেখা মেলে। আমরা বসুন্ধরা আবাসিক এলাকার প্রজেক্টে কাশফুল দেখে চলে যাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মুল ক্যাম্পাসে সেখানে কাশ ফুল দেখতে ভীড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। কাশের বনের স্মৃতিকে ধরে রাখতে চলছে ফটোসেশান আমরাও বাদ যায়নি ফটোসেশান থেকে।

received_338077844820357.jpeg

ঢাকাবাসীর নির্মল নিশ্বাস নেবার আরেকটা জায়গা তিনশো ফিট। সেখানেও এই পুরো শরৎ জুড়েই ছিলো কাশের সমাহার। আর শুভ্র বসনা কাশ দেখতে ভীড় ছিলো প্রকৃতি প্রেমীদের। আমার যেহেতু কাশ ফুল ভালো লাগে তাই পুরো শরৎ জুড়েই ঘুরে বেড়িয়েছি কাশের বনে।

received_272322374877953.jpeg

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/stamp.solder.overpaid

received_495949908532812.jpeg

তিনশো ফিটের কাশ বনে ঘুরতে গিয়ে তুলেছিলাম বেশ কিছু ছবি যেগুলো দেখলে মন ভালো হয়ে যায় তাই শেয়ার করলাম। কাশ বন ঘুরে সন্ধ্যায় তিনশো ফিট থেকে খাওয়া শেষ করে বাসায় ফিরেছি দারুণ সুখ স্মৃতি নিয়ে।

received_300618471925522.jpeg


received_601088071182723.jpeg

কিছু ছবি আমার ফেসবুকে শেয়ার করা আছে।

আমি সোনিয়া বাংলাদেশি বাংলায় লিখি গান কবিতা। অবসর কাটে গান শুনে, বই পড়ে। দেশ-বিদেশ ঘুরে বেড়াতে আমার খুব ভালোলাগে। ভালোলাগে প্রকৃতির সান্নিধ্য। জীবনের বোধ গুলো খুঁজে নিতে চেষ্টা করি প্রকৃতি ও মানুষের মাঝ থেকে।

Sort:  
 3 years ago 

বাহ আপনি কাশফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখছি। শরৎকালের কাশফুলের সৌন্দর্যতা মানুষকে মুগ্ধ করে। আপনি কাশফুলের সৌন্দর্যতা খুব সুন্দর ভাবে উপভোগ করেছেন। সেটা দেখেই বুঝা যাচ্ছে আমার কাছে কাশফুলের সৌন্দর্য তা খুবই ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
আসলে ঢাকা শহরের দিকে কাঁশফুল দেখা যায় মেলা। রাস্তার চারিপাশে কয়েক জায়গায় সুন্দর সুন্দর কাশফুল তৈরি হয় আর মানুষ ওখানে গিয়ে সময় কাটাই। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন সুন্দর একটি সময় কাটিয়েছেন আপু। দেখে খুবই ভালো লাগলো।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68164.82
ETH 2641.32
USDT 1.00
SBD 2.70