সুন্দরের স্বপ্নে গ্যাংটকের পথে পথে। @ shy-fox ১০% বেনিফিসিয়ারী।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো,আমিও বেশ ভাল আছি ।

আপনাদের সাথে গত দিন আমি আমার প্রথম স্নোফল দেখার গল্প শেয়ার করেছিলাম। কথা দিয়েছিলাম লাচং এর স্নোফল এর আরো কিছু ছবি শেয়ার করবো। আজকে তাই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।


received_418738706373951.jpeg

এই রকম একটা বরফ ঢাকা স্বপ্ন মাখা পথ পেরিয়ে আমরা যাচ্ছিলাম ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। আগেই বলেছিলাম আমরা লাচং পৌছেই বরফ পড়তে দেখেছিলাম। সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশটা ভালো ভাবে দেখা যায়নি, সকাল বেলায় উঠে যেদিকেই তাকাই চোখ ফেরানো যায়না শুধু আপসোস হয় এতদিন কেন আসতে পারিনি।


received_616874095998634.jpeg


received_317212173620243.jpeg


received_460622375560323.jpeg


হোটেল থেকে ইয়ামথাং যেতে সময় লাগলো প্রায় এক ঘন্টা। প্রচুর ঠান্ডা পড়ছিল তাই গাড়ি থেকে নামার আগে আরো বেশি শীতের পোশাক, মাফলার, মোটা জ্যাকেট এবং বুট জুতা পড়ে নিলাম। ইয়ামথাং ভ্যালির মুখে ঢুকতেই দেখি রাস্তায় জমে থাকা বরফ সরানোর জন্য বিশেষ এক ধরনের মোটা চাকাওয়ালা গাড়ি কাজ করছে।বরফ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা নেমে পড়লাম ইয়ামথাং ভ্যলির মুখেই। হেটে হেটে একটু রাস্তা পেরুতেই চোখে পড়লো দূরের পাহাড়ে বরফ জমে সাদা হয়ে আছে। আর রাস্তার দুই পাশের বিস্তীর্ণ জায়গা বরফে ঢাকা, গাছের পাতায় জমে আছে বরফ এর যে সৌন্দর্য তা বর্ণনা করার ভাষা আমার জানা নেই।

received_462268855602958.jpeg

FB_IMG_1641780943561.jpg


FB_IMG_1641651848835.jpg

ইয়ামথাং ভ্যালীর পরিপূর্ণ সৌন্দর্য আমরা উপভোগ করতে পারিনি বরফের জন্য, তবে শুভ্র বরফের যে সমুদ্র আমরা দেখেছি তা আজো চোখে লেগে আছে। বসন্তের ইয়ামথাং পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে অপেক্ষা করে। বিস্তৃত অঞ্চল জুড়ে ফুলের যে সমাহার সারা পৃথিবীর খুব কম জায়গায়ই এমন মেলে। ইয়ামথাং পেরিয়ে আমাদের যাবার কথা ছিলো কাটাও। কাঁটাও যারা গিয়েছে তারা বলে কাটাও না দেখলে সব মিস বরফের কারণে যেতে পারিনি। এই বসন্তে আবার যেতে চেষ্টা করবো ফুলের উপতক্যা ইয়ামথাং ভ্যালীতে সে পর্যন্ত আপনারাও অপেক্ষা করুন। লাচং ভ্রমনের গল্প শেষ করি দারুণ কিছু ছবি দিয়ে।

লোকেশন লিঙ্কঃ

https://w3w.co/clotted.squander.slims

কিছু ছবি আমার ফেসবুক থেকে নেয়া।

received_3124203247822650.jpeg

received_985844415695205.jpeg

received_274641337987360.jpeg

received_4706577229388550.jpeg


আমি সোনিয়া বাংলাদেশি। বাংলায় লিখি গান-কবিতা। অবসর কাটে গান শুনে বই পড়ে। ভালোবাসি দেশ বিদেশ ঘুরে বেড়াতে। জীবনের বোধ আনন্দে বাঁচো।

Sort:  
 3 years ago 

গ্যাংটকের স্নোফল দেখে সত্যিই মনে হচ্ছে ছুটে চলে যাই।আপনার প্রত্যেকটা ছবি দেখে মনে হচ্ছে এই স্নোফল মুহূর্তটাকে ভীষণ ভাবে উপভোগ করেছেন।খুব ভালো লাগছে ছবিগুলো দেখে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের ছবি গুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

  • সুন্দরের স্বপ্নে গ্যাংটকের অসম্ভব লেগেছে আমার কাছে। আপনার প্রত্যেকটি ছবি খুবই দুর্দান্ত মনে হয়েছে। তুষারের রাজ্যে যেন হাবুডুবু খাচ্ছেন এমন মনে হয়েছে। আমার অসম্ভব সুন্দর লেগেছে আপনার প্রত্যেকটি ছবি। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 
আপু আপনার ভ্রমণ কাহিনীর সঙ্গে সত্যিই খুব ভালো লাগলো। জানিনা কখনো দেশ-বিদেশ এভাবে ভ্রমণ করার সৌভাগ্য হয়ে উঠবে কিনা। তবে আমার বাংলা ব্লগ থেকে পৃথিবীর বিভিন্ন আনাচে-কানাচে থেকে আপনাদের অভিজ্ঞতা এবং অনুভূতি গুলো জানতে পেরে সত্যিই অনেক মুগ্ধ হয়ে যাই। শুভকামনা রইল আপনার জন্য আপু।
 3 years ago 

নিশ্চই পারবেন ভ্রমন করতে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69